HS Exam: উচ্চমাধ্যমিকের সিলেবাস কমতে চলেছে। নতুন পাঠ্যক্রম সম্পর্কে জানুন
পড়ুয়াদের কাছে দ্বিতীয় সবচেয়ে বড় পরীক্ষা হল উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam). এই পরীক্ষার ওপরের নির্ভর করে সকলকে নিজেদের ভবিষ্যতের পড়াশোনা ও ক্যারিয়ার নির্ভর করে থাকে। কিন্তু যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে এবং সরকারি স্কুলের বাচ্চাদের বাকি সকল স্কুলের বাচ্চাদের সঙ্গে সকল ফিল্ডে যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেই জন্য সিলেবাসে (HS Syllabus) কিছু না কিছু পরিবর্তন করা হয় (West Bengal Council for Higher Secondary Education).
HS Exam 2025 Syllabus will Change by WBCHSE
অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যেত যে সরকারি স্কুলের ও বেসরকারি স্কুলের সিলেবাসে অনেক পার্থক্য আছে এবং এই জন্য বেসরকারি স্কুলের পড়ুয়ারা অনেক বেশি সুযোগ পেত ভবিষ্যতে। আর এই জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Exam) সিলেবাস পরিবর্তন করা হয়েছিল। কিন্তু এবারে পড়ুয়াদের ওপরে অনেক চাপ বৃদ্ধি পেয়েছে এবং সিলেবাস কমানো নিয়ে ফের চিন্তা ভাবনা শুরু করা হয়েছে।
উচ্চমাধ্যমিকে সিলেবাস বদল
উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস থেকে কমানো হলো একাধিক চ্যাপ্টার, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS Exam) যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রতিবেদনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। উচ্চমাধ্যমিকের বেশ কিছু সাবজেক্টের সিলেবাস কমানো হতে চলেছে।
West Bengal Higher Secondary Exam
জানা যাচ্ছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, এবং ‘সায়েন্স অফ ওয়েলবিয়িং’ সহ বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রম পুনর্বিবেচনার জন্য সিলেবাস কমিটির কাছে ইতিমধ্যে পাঠিয়েছে সংসদ। পড়ুয়াদের পড়াশোনার চাপ কমানোর জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের (HS Exam) বেশ কিছু বিষয়ে এমন কিছু চ্যাপ্টার রয়েছে।
যেই গুলো এতটাই কঠিন যে সাধারন মানের ছাত্র ছাত্রীদের কাছে সেই চ্যাপ্টার গুলো কিছুতেই বোধগম্য হচ্ছে না। কিছু বিষয় রয়েছে যেই গুলো ক্লাস রুমে পড়ানোর মতো কোনো প্রাসঙ্গিকতা নেই। এই কারণে উচ্চমাধ্যমিক সিলেবাস কমিটি এই বিষয় গুলো থেকে সিলেবাস কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে (HS Exam). এই বছর ধরেই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে উচ্চমাধ্যমিকের।
সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ার জন্য সিলেবাসও নতুন করে তৈরি করা হয়েছিল। প্রথম দিকেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা নতুন সিলেবাস জনিত ব্যাপারে অনেকবারই সিলেবাস কমিটিকে জানিয়েছিলেন, এমন কিছু বিষয় রয়েছে যেই গুলি উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের কাছে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে। সিলেবাস (HS Exam) জনিত বিভিন্ন অসঙ্গতি সম্পর্কেও অবগত করেছিলেন সিলেবাস কমিটিকে।
এই ব্যাপারে সিলেবাস কমিটি ব্যাপারটি ভেবে দেখার জন্য বলেছেন এবং সেই সাথে সিলেবাস পরিমার্জিত করার কথা চিন্তা ভাবনা করছেন। ইংরেজিতে যে সিলেবাস রয়েছে তাতে বেশিরভাগ গল্পই শহর কেন্দ্রিক এছাড়া যে কবিতা গুলো রয়েছে সেই গুলো এতটাই কঠিন, যে সাধারণ মানের ছাত্র ছাত্রীরা ইংরেজি ভাষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।
বিভিন্ন শিক্ষানুরাগী মঞ্চের আবেদনে সিলেবাস কমিটি এই ব্যাপারটি নিয়ে পর্যালোচনা করবে এটাই জানিয়েছেন এছাড়া আগামী শিক্ষাবর্ষ ২০২৫ শে নতুন করে আবার সিলেবাস তৈরি করা হবে, যাতে পড়ুয়াদের কাছে বোধগম্য হয় সে ব্যাপারটি পরিলক্ষিত করা হবে। সিলেবাস কমিটির (HS Exam) এই কথাতে শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা সকলেই খুশি হয়েছেন।
মাধ্যমিক HS পরীক্ষা নিয়ে নয়া আপডেট। CBSE বোর্ডের দারুণ সিদ্ধান্ত
পাঠ্য বই যদি নিরলস ও কঠিন হয় তাহলে ছাত্র ছাত্রীদের কাছে সেটা খুবই আগ্রহহীন হয়ে পড়ে, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পড়ানোতেও সমস্যা দেখা দেয়। আর আগামী অর্থাৎ ২০২৫ সালের শিক্ষাবর্ষ থেকে এই সিলেবাস কিছুটা হলেও কমতে পারে বলে মনে করছেন অনেকে। এবারেদেখার অপেক্ষা যে ২০২৬ সালের বোর্ড পরীক্ষা গুলোতে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়।
Written by Shampa debnath