শিক্ষা

এই বছরের HS Result 2024 প্রকাশ হতে চলেছে, সবার আগে অনলাইনে চেক করুন

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (HS Result 2024) প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE. আজকে আর কিছু ঘণ্টা পর থেকে এই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। পড়ুয়াদের জীবনের দ্বিতীয় বড় বোর্ড পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam). কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Pariksha Result) পেয়েছে আর এবার উচ্চ মাধ্যমিকের পালা (West Bengal Council For Higher Secondary Education).

WBCHSE HS Result 2024.

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের (HS Result 2024) জন্য। এবার সেই অপেক্ষার দিন শেষ কারন আর কয়েক ঘন্টা পরই ফলাফল প্রকাশ পেতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার। ফলাফল ঘোষনার সঙ্গে সঙ্গে কিভাবে রেজাল্ট দেখবে পরীক্ষার্থীরা? কবে দেওয়া হবে মার্কসিট এই সব নিয়েই আপনাদের বলব।

HS Result 2024 Publish Today In Afternoon

এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 16ই ফেব্রুয়ারী আর শেষ হয়েছে 29শে ফেব্রুয়ারী। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 8 লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী। এই বছর পরীক্ষা শেষের দুই মাস 10 দিন অর্থাৎ 70 দিনের মাথায় ফল প্রকাশ পাচ্ছে উচ্চমাধ্যমিকের। 8ই মে অর্থাৎ আজ এই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ (HS Result 2024 Out) পাবে। পরীক্ষার্থী অভিভাবক সবার অপেক্ষার অবসান হবে আজ।

click here

HS Result 2024 Publication time

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানান হয়েছে, অন্য বারের চেয়ে এবারে HS Result 2024 নিয়মে সামান্য পরিবর্তন করা হয়েছে। এই বছর পরীক্ষার্থীদের রেজাল্ট জানার জন্য অপেক্ষা করতে হবে 3 টে পর্যন্ত। প্রতিবার বেলা 12 টায় সাংবাদিক সম্মেলনে ফলপ্রকাশ করে সংসদ সভাপতি। আর তারপরে সারে 12 থেকে অন লাইনে রেজাল্ট দেখতে পারে পরীক্ষার্থীরা।

কিন্তু এবার সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে বেলা 1টায়। আর পরীক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট জানতে পারবেন 3 টের পর। সংসদের তরফ থেকে জানান হয়েছে। রেজাল্ট (HS Result 2024) বাড়ানর দিনই হাতে পাবে না পরীক্ষার্থীরা মার্কসিট। 10 ই মে ফল প্রকাশের দুই দিন পর স্কুল গুলো তাদের পড়ুয়াদের হাতে মার্কসীট তুলে দেবে।

Govt Employees (সরকারি কর্মী)

HS Result 2024 Download Process Online

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানার জন্য মূলত দুটি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট আছে তার পাশপাশি অনেক রেজাল্ট পোর্টাল ও আছে যেগুলোর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। সেই ওয়েবসাইট দুটি হল
www.wbchse.wb.gov.in And www.wbresults.nic.in এই সব পোর্টালের যে কোনো একটিতে West Bengal Higher Secondary Examination Result 2024 ক্লিক করুন।

মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরেই ব্যবস্থা নিলো নির্বাচন কমিশন, কি এমন ঘটেছে?

এবার সেখানে নিজের জন্ম তারিখ ও অ্যাডমিট কার্ডের রোল নম্বর টাইপ করে সাবমিট করলেই রেজাল্ট বেরিয়ে আসবে। অনলাইনে যে ডিজিটাল মার্কসিট বেরোবে PDF আকারে ডাউনলোড করতে পারবেন। তাহলে এবারে সকলে মোবাইল নিয়ে অপেক্ষা করুন বেলা 3টে থেকে আপনারা এই সামান্য পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে নিজেদের রেজাল্ট বাড়িতে বসে দেখে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.

স্কুলে ফাঁকি দেওয়ার দিন শেষ, Digital Attendance চালু হচ্ছে স্কুল খুললেই। শিক্ষক ও ছাত্রদের জন্য কড়া নিয়ম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *