Govt Employees – রাজ্য সরকারি কর্মীদের মাথায় হাত! DA আবহে নতুন নির্দেশিকা জারি হল।
রাজ্যে এমনিতেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবি নিয়ে আন্দোলন ও বিক্ষোভ চলিয়ে যাচ্ছেন কর্মীরা (Govt Employees). রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়িয়েছে। এখন রাজ্য সরকারি কর্মীরা 10 শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। তবে মে মাস থেকেই 14 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তারা। কিন্তু তাতেও অনেক সরকারি কর্মী খুশি নয়। তাদের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা।
WB Govt Employees GPF Account Update By WBFIN.
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) এই দাবি মানতে নারাজ। আর এই নিয়ে রাগে ফুঁসছে সরকারি কর্মীরা (Govt Employees). আর এর মধ্যেই জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো রাজ্য অর্থ দফতর (WB Finance Department). চলুন জেনে নিন রাজ্য অর্থ দফতরের জারি করা এই নতুন নিয়মে কি বলা হয়েছে? জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF নিয়ে রাজ্য অর্থ দফতর এক বড় নির্দেশিকা জারি করেছে।
সেই নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে 5 লক্ষ টাকার থেকে বেশি অর্থ কোনো সরকারি কর্মী (Govt Employees) জমা করতে পারবে না। উল্লেখ্য, জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখলে 8 শতাংশ হারে সুদ দেয় রাজ্য সরকার (Government Of West Bengal). যা অন্যান্য প্রতিষ্ঠান বা ব্যাংকের থেকে অনেকটাই বেশি। এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (General Provident Fund) নিয়ম অনুযায়ী।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধিনস্ত কর্মীরা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নিজেদের বেসিক বেতনের 6 শতাংশ পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। কিন্তু অভিযোগ উঠছে বেশি সুদের জন্য অনেক সরকারি কর্মী (Govt Employees) সেই নিয়ম ভেঙ্গে বেশি টাকা জমা রাখছেন। এর ফলে বাড়তি সুদ গুনতে হচ্ছে রাজ্য সরকারকে। তাই এই পরিস্থিতিতে কারচুপি রুখতে কড়া ব্যবস্থা নিল রাজ্য সরকার।
যেহেতু GPF সুদের হার অন্যান্য ব্যাংকের থেকে বেশি তাই এইখানেই Govt Employees বা সরকারি কর্মীরা তাদের টাকা জমা করেন। তাই এবার থেকে সেই টাকা জমা করার সীমা বেঁধে দিল রাজ্য সরকার। এবার থেকে 5 লক্ষের বেশি টাকা কোনো সরকারি কর্মী (Govt Employees) জমা করতে পারবেন না জেনারেল প্রভিডেন্ট ফান্ডে। এই নির্দেশের ফলে বেশি সুদ গুনতে হবে না রাজ্য সরকারকে।
সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিপূরণ ভোটের মুখে। DA আবহে এই সিদ্ধান্ত।
এছাড়া অসৎ উপায়ে কিছু সরকারি কর্মীদের (Govt Employees) অর্থ উপার্জন করা বন্ধ হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই নির্দেশের ফলে অনেক কর্মী নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এইটা সঠিক সিদ্ধান্ত নয় বলেও মনে করছেন অনেকে। আর এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.
ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।