চাকরি

Government Employees: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের অর্থ দপ্তরের নির্দেশে ঘুম উড়ল

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য ফের এক কড়া নির্দেশ দেওয়া হল নবান্নের (Nabanna) তরফে। সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের (West Bengal Finance Department) তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হলো, এই নির্দেশিকায় সরকারি কর্মীদের কাজের দিকটি আরও নজরে আসতে চলেছে। পুজোর ছুটি কাটিয়ে সরকারি কর্মীরা নিজেদের কাজে সবেমাত্র ফিরেছেন।

West Bengal Government Employees Biometric Attendance

এর মধ্যেই রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে এই রকম কড়া নির্দেশিকা আসবে এমনটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি সরকারি কর্মীরা! বহু বছর পর্যন্ত সরকারি কর্মীরা (Government Employees) কখন স্কুলে বা অফিসে পৌঁছাতেন সেই সময় উল্লেখ করে খাতায় নোট করে সই করতে হতো। এই নিয়ম গত বছর থেকেই পরিবর্তন করা হয়েছে। বর্তমান যুগে সব কিছুই ডিজিটাইলেশন পদ্ধতিতে হয়।

সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম

সেক্ষেত্রে সরকারি অফিস গুলিতে সরকারি কর্মীদের আসা এবং যাওয়ার সময় শুধুমাত্র খাতায় নোট করে সই করার মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন? বিশেষ করে এমন অভিযোগ উঠেছিল, অনেক সরকারি কর্মী দেরি করে অফিসে আসে এবং খুব তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে যান। এই রকম অভিযোগ ওঠার পরপরই রাজ্যের অর্থ দপ্তর প্রত্যেকটি সরকারি অফিসে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স (Government Employees Biometric Attendance) করার সিদ্ধান্ত জারি করেছিলেন।

পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

এরপরও অনেক সরকারি কর্মী (Government Employees) বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবহার করছেন না। বেশিরভাগ সরকারি কর্মী দেরিতে অফিসে এসে খাতাতেই হাজিরা দিয়ে সই করছেন। রাজ্যের অর্থ দপ্তর এই পদ্ধতিকে একদম সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নির্দেশিকা জারি করেছে। সম্প্রতি সোমবার রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আখতার একটি নির্দেশিকা জারি করেছেন।

সেই নির্দেশে জারি করা হয়েছে, প্রত্যেকটি সরকারি কর্মীকে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হবে। কেউ যদি আগের নিয়মে খাতাতে হাজিরা দেন, তাহলে তাঁর হাজিরা মাস শেষে গণ্য করা হবে না। বিশেষ করে নবান্নের অর্থ দপ্তরের তরফ থেকে একজন আধিকারিকের কাছ থেকে জানা যায়, কয়েক জন সরকারি কর্মীর বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা এবং বেশ কিছু সরকারি কর্মীর খাতাতে হাজিরা এই দুই পদ্ধতিতে হাজিরা গণনা করতে গিয়ে মাস শেষে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়।

Bank KYC (ব্যাঙ্ক কেওয়াইসি)

গত বছর মে মাসে অর্থ দফতর নবান্নে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পদ্ধতি শুরু হয়েছিল। এরপর থেকে বারংবার বলা হলেও বহু সরকারি কর্মী এই বিষয়ে কোন হেলদোল দেখাননি। পুরনো সরকারি কর্মীর সাথে পাশাপাশি নতুন সরকারি কর্মীরাও (Government Employees) খাতাতে হাজিরা দেওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সম্প্রতি অর্থ দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকা সরকারি কর্মীদের অনেকটাই চাপের মধ্যে ফেলে দিয়েছে।

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। পোস্ট অফিস সেভিংস স্কিমে সুদের হার কত?

যে সমস্ত সরকারি কর্মীর বায়োমেট্রিক পদ্ধতিতে নাম আপডেট করা নেই তাদেরকে কয়েক দিনের মধ্যেই নাম আপডেট করে ফেলতে হবে। রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকার পর সরকারি কর্মীদের (Government Employees) পুরোনো পদ্ধতিতে খাতায় হাজিরা দেওয়া চিরতরে বন্ধ হতে চলেছে। সমগ্র রাজ্য সরকারি কর্মীদের জন্য এই ব্যবস্থা শুরু করা হবে কিনা সেটাই এখন দেখার বিষয়।
Written by Shampa debnath

Related Articles