WBMDFC: বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আবেদন করলেই শিখতে পারবেন!
পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্যে দারুন খবর (WBMDFC Computer Training Course). প্রচুর পড়ুয়া অর্থের অভবে প্রশিক্ষণ না নেওয়ার ফলে চাকরির পরীক্ষায় বসেও উত্তীর্ণ হতে পারে না। তাই তাদের জন্য এবার পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) নিয়ে এলো দারুন উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) অনুপ্রেরণায় আর পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের (West Bengal Minority Development and Finance Corporation) উদ্যোগে পড়ুয়াদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে।
WBMDFC Provide Free Computer Training for Minority Students
আর এই প্রশিক্ষণ শেষে পড়ুয়াদের সার্টিফিকেটও দেওয়া হবে। কারা এই প্রশক্ষণ নিতে পারবে? কি কি যোগ্যতা থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আর পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন আর অর্থ নিগমের (WBMDFC) উদ্যোগে পড়ুয়াদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের সব খরচ বহন করবে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ
এই কম্পিউটার (WBMDFC) ভিত্তিক প্রশিক্ষণ নিতে গেলে পড়ুয়াদের যোগ্যতার পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। পড়ুয়াদের এই প্রশিক্ষণ কলকাতা এবং কলকাতার পাশের এলাকায় করতে হবে। আর এর মাধ্যমে ভবিষ্যতে পড়ুয়াদের কাজ করার সময় অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফ্রিতে কম্পিউটার কারা শিখতে পারবে?
শুধুমাত্র রাজ্যের সংখ্যালঘু পড়ুয়ারা – বৈধ্য, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি ও শিখ এই সকল ধর্মের পড়ুয়ারা প্রশিক্ষণ (WBMDFC) নিতে পারবেন। তাদেরকেই কেবল মাত্র বিভিন্ন চাকরি ভিত্তিক পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে ভবিষ্যতে সকল পড়ুয়ারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
কি কি যোগ্যতা থাকতে হবে?
- প্রথমত ছাত্র ছাত্রীদের সংখ্যালঘু হতে হবে।
- কারন শুধু তাদেরকেই এই প্রশিক্ষণ দেওয়া হবে।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পড়ুয়াদের যে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে তাতে এই সুবিধা নেওয়ার জন্যে নির্দিষ্ট বয়সের প্রয়োজন।
- এক্ষেত্রে ছাত্র ছাত্রীদের বয়স 1/8/2024 তারিখ অনুযায়ী গণনা করা হবে।
সাইবার নিরাপত্তার স্নাতকোত্তর সার্টিফিকেট
এই কোর্সের মোট সময় কাল হল 6 মাসে। এখানে সপ্তাহে 5 দিন ক্লাস হবে 5 ঘন্টা করে। এই কোর্সে আবেদন করার জন্যে আবেদনকারীকে অশ্যই সাইন্স, ইঞ্জিনিয়ারিং, BCA, MCA কোর্সে স্নাতক পাস করতে হবে কম্পিউটার অপারেটিং সিস্টেমের উপরে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে (WBMDFC). আবেদনকারীর বয়স 21 থেকে 26 এর মধ্যে হতে হবে।
Certified Ethical Hacking Course
এই কোর্সের সময় 3 মাস। সপ্তাহে 2 দিন ক্লাস হবে 2 ঘন্টা করেন (WBMDFC). আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে আর Linux-র জ্ঞান থাকতে হবে। বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। আর যদি এই শর্ত পূরণ না হয় তাহলে তারা এই কোর্সে যোগদান করতে পারবেন না।
পুরনো কয়েন কোথায় বিক্রি হয়? বিক্রি করে অনেকেই লাখপতি হয়েছে
Diploma in Hardware Technology
এই কোর্সের সময় 6 মাস সপ্তাহে 5 দিন ক্লাস হবে প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস। আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। 18 থেকে 22 এর মধ্যে হতে হবে (WBMDFC). আর এই সম্পর্কে জানার জন্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করে নিতে হবে।
Written by Ananya Chakraborty.