চাকরির প্রস্তুতি

পশ্চিমবঙ্গে কিভাবে WBCS Exam অনুষ্ঠিত হবে এবারে? প্রার্থীরা খুঁটিনাটি জেনে নাও

আজ আপনাদের সাথে একটি গুরুত্বপুর্ণ পরীক্ষা যা হল WBCS Exam সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। WBCS এর পুরো নাম হল West Bengal Civil Service. আমাদের রাজ্যের প্রচুর ছেলে মেয়ে প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করে। এই পরীক্ষায় সফলতা পাওয়া হল হাতে চাঁদ পাওয়ার মত। কারন এই পরীক্ষা দিয়ে যদি একবার পাস করতে পারা যায় তাহলে সরকারি আমলা ও আধিকারিক হওয়ার সুযোগ থাকে (West Bengal Public Service Commission).

West Bengal WBCS Exam 2024.

এই উচ্চ পদ গুলোতে চাকরি পাওয়া মোটেও সহজ নয় আর একবার চাকরি হয়ে গেলে ভবিষ্যৎ এর জন্যে চিন্তা থাকবে না। আজ আপনাদের এই পরীক্ষা সম্পর্কে খুটিনাটি তথ্য দেব। আপনারা বেশিরভাগ সবাই WBCS Exam এর কথা শুনেছেন নিশ্চই। কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে, WBCS পরীক্ষা দিয়ে কোন কোন পোস্টে নিযুক্ত করা হয় এই বিষয় গুলো নিয়ে ঠিকঠাক জানেন না। তাদের কথা মাথায় রেখেই আজকের এই প্রতিবেদন। চলুন এই নিয়ে বিস্তারিত জেনে নিন।

WBCS পরীক্ষা কি ও কিভাবে চাকরি পাওয়া যায়?

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) দ্বারা পরিচালিত সবথেকে বড় পরীক্ষা হল WBCS Exam. রাজ্যের সব উচ্চপদস্থ সরকারি আমলা, আধিকারিকরা এই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই চাকরিতে নিযুক্ত হন। তাই প্রতিবছর প্রচুর ছেলে মেয়েরা এই পরীক্ষা দিয়ে থাকে। WBCS পরীক্ষা দিয়ে Group A, B, C, D এর বিভিন্ন পদে চাকরি পাওয়া যায়। উচ্চপদস্থ অফিসাররা Group A তে নিযুক্ত হন আর এর থেকে নিম্নপদস্থ আধিকারিকরা Group B, C, D এই সব পদে নিযুক্ত হন।

Which Post do You Get After WBCS Exam?

Group A – WBCS Exam এর গ্রুপ A এর সার্ভিস এ রয়েছে WBCS Executive, WB Agriculture Income Tax Service, পশ্চিমবঙ্গ কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস, পশ্চিমবঙ্গ লেবার সার্ভিস, পশ্চিমবঙ্গ এক্সাইজ সার্ভিস প্রভৃতি। Group B – এই গ্রুপ B এ শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসের আধিকারিকদের নিয়োগ করা হবে। Group C – Joint Development Officer, West Bengal Junior Social Welfare Service, Deputi Assistant Manager of Consumer Affairs, Assistant Commercial Tax Officer, Assistance Revenue Officer প্রভৃতি। Group D – Inspector of Cooperative Service, Rehabilitation Officer, Panchayat Development Officer প্রভৃতি।

Aadhaar Card (আধার কার্ড)

WBCS Exam Criteria & Age Limit

এই পরীক্ষায় আলাদা আলাদা পোস্ট এর জন্যে আলাদা আলাদা যোগ্যতা রাখা হয়েছে। এই WBCS Exam বসার জন্য পরীক্ষার্থীদের যেকোনো শাখা থেকে নূন্যতম স্নাতক হতে হবে। এই পরীক্ষায় বসার জন্য গ্রুপ অনুযায়ী আলাদা আলাদা বয়সসীমা রাখা হয়েছে যেমন Group A এবং C এর পোস্ট গুলোতে আবেদন করার জন্য 21 থেকে 36 বছর বয়সের মধ্যে হতে হবে। Group B এর জন্য 20 থেকে 36 বছর বয়স পর্যন্ত হতে হবে (WBCS Exam). আর Group D এর জন্য 21 থেকে 39 বছর বয়সের মধ্যে হতে হবে। SC, ST প্রার্থীদের 5 বছর এবং OBC প্রার্থীদের 3 বছর বয়সের ছাড় দেওয়া হবে।

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ সরকারের। কবে থেকে আবেদন?

WBCS Exam Physical Criteria & Apply Process

Group A, C, D এর পোস্ট গুলির জন্যে কোনো শারীরিক যোগ্যতা চাওয়া হয় নি। GROUP B এর জন্যে শারীরিক যোগ্যতা চাওয়া হয়েছে। এই পোস্ট এ আবেদন করার জন্যে ছেলেদের ক্ষেত্রে নূন্যতম 165cm এবং মেয়েদের ক্ষেত্রে নূন্যতম 150 CM উচ্চতার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তিনটি ধাপের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। এই তিনটি ধাপে উত্তীর্ণ হলে চাকরি পাবে প্রার্থীরা।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *