পশ্চিমবঙ্গের খবর

Electricity Bill – পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল দেওয়া নিয়ে বড় খবর। গ্রাহকদের মাথায় হাত!

Electricity Bill বা পশ্চিমবঙ্গে ইলেকট্রিক বিল নিয়ে এক জরুরি খবর সকলের জেনে রাখা উচিত। এখন দেশের ও রাজ্যের প্রায় বেশিরভাগ বাড়িতেই বিদ্যুৎ সংযোগ (Electric Connection) দেওয়া হয়ে গিয়েছে। প্রতিটি গ্রামেও পৌছে গিয়েছে বিদ্যুৎ। বাড়ির আলো থেকে শুরু করে ফ্রিজ, টিভি, ফ্যান, এসী সবই চলে বিদ্যুতের মাধ্যমে। আর এসব ব্যবহারের পরিপ্রেক্ষিতে দিতে হয় নির্দিষ্ট করে দেওয়া বিদ্যুত বিল (Electricity Bill).

West Bengal Electricity Bill Payment Update.

আমাদের রাজ্যে বিদ্যুতের বিল (Electricity Bill) জমা দেবার যে নিয়ম চালু আছে তাতে করে প্রতি তিন মাস অন্তর অন্তর বিদ্যুত কর্মীরা বাড়িতে এসে মিটার দেখে নির্ণয় করে যে 3 মাসে কত ইউনিট উঠেছে। এই ইউনিট দেখেই বিদ্যুত এর বিল দেয় তারা। আর এই মিটার রিডিং করে যে 3 মাসের নির্দিষ্ট বিল নির্ধারণ করে এই পরিমান বিল আমাদের দিতে হয় বিদ্যুত দফতরকে।

তবে এই তিন মাস পর পর জে মিটার রিডিং করার নিয়ম আছে সেই বিষয় নিয়ে অনেক গ্রাহক মনে করেন এতে ইউনিট বেড়ে যায় এবং ইউনিট বেড়ে গেলেই বিদ্যুত বিলের (Electricity Bill) খরচ বেড়ে যায়। রাজ্যের গ্রাহকদের পাশাপাশি বিরোধী দল গুলিও মাসে মাসে মিটার রিডিং করে বিল দেবার কথা বলা হয়েছে অনেক বার। এমনকি এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলক ভাবে মাসে মাসে বিল পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল।

এসব দেখে অনেকেই হয়তো ভেবেছিল তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু কিছুদিন আগে রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরুপ বিশ্বাস যা জানিয়েছেন তাতে স্বপ্ন অধরাই থেকে যাবে। সম্প্রতি রাজ্যের বিদ্যুত মন্ত্রী অরুপ বিশ্বাস সাওতালডিহিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন তুলেছেন যে, রাজ্যের আধিকংশ মানুষ 3 মাসের Electricity Bill এক সঙ্গে দিতেই চান।

DA Hike (বকেয়া ডিএ)

এর পাশে তিনি আরও জানান যে মাসে মাসে Electricity Bill দেবার বিষয়টা চালু করা বলাটা যতটা সহজ ততটাই কঠিন কাজটা করা। তবে প্রতিমাসের পরিপ্রেক্ষিতে বিল জমা দেওয়া হলে যে টাকা পাওয়া যাবে সেই টাকাই সরকারের আর্থিক বৃদ্ধি ঘটবে ঠিকই কিন্তু রাজ্যের 2.25 কোটি গ্রাহক গ্রামীণ এলাকার এবং তারা চান তিন মাস অন্তর অন্তর যেমন বিলের ব্যবস্থা রয়েছে সেই রকমই চলুক।

রাজ্যে চালু হল সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচী। এবার পাবেন দুয়ারে সরকারের ডবল সুবিধা।

এর পাশাপাশি মন্ত্রী দাবী করেছেন, প্রতি মাসে মাসে রিডিং দেখে বিল নেওয়ার ব্যবস্থা করা হলে খরচ কমবে এবং তিন মাস অন্তর অন্তরের ক্ষেত্রে খরচ বেশি হয়, এই সকল যেসব দাবি-দাওয়া উঠছে তা আদৌ ঠিক নয়। তিন মাস মানে কি, যদি তিন বছরেরও রিডিং একবারে দেখে বিল নেওয়ার ব্যবস্থা করা হয় তাতেও একই বিল আসবে। কয়লা সহ অন্যান্য জিনিসপত্রের দাম বাড়লেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের মধ্যে একমাত্র 7.12 টাকায় এক ইউনিট Electricity Bill দাম নিয়ে থাকে।
Written by Ananya Chakraborty.

প্রকাশ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা! কে কে টাকা পাবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *