পশ্চিমবঙ্গের খবর

WBSEDCL: গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ দেওয়া হচ্ছে? আসল খবর জেনে নিন

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দফতরের (WBSEDCL) তরফ থেকে রাজ্যের সবাইকে ফোনে Electric Bill সংক্রান্ত SMS পাঠানো হচ্ছে। আপনার কাছেও কি গেছে সেই SMS? কেন পাঠান হচ্ছে সেই SMS এই নিয়েই আজ আপনাদের বলব। হঠাৎ করে আপনার মোবাইলে SMS, কল বা Whatsapp এ SMS এসেছে আপনার বিদ্যুৎ সংযোগ (Electric Connection) কেটে দেওয়া হবে বলে? আপনিও কি এই নিয়ে বিচলিত?

WBSEDCL Electric Bill SMS Fraud Alert for Customers.

বিচলিত হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। এমন এল্যার্ট অনেকের কাছেই আসছে। তবে ভয় না পেয়ে আগে এই এল্যার্ট সত্য না মিথ্যা তা যাচাই করে নিতে হবে। আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গের ৮০ – ৮৫ শতাংশ এলাকায় এই সরকারি কোম্পানি বিদ্যুতের সরবরাহ করে থাকে। আর এই জন্যই রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে এইটা একটি খুবই চিন্তিত হওয়ার খবর।

বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে?

মোবাইলে কল, SMS বা Whatsapp এর মারফত এই ধরনের এল্যার্ট পাঠানো মানেই যে তা সত্যি হবে এমনটা নয়। বর্তমান যুগ ডিজিট্যাল হয়েছে আর এতে সাইবার প্রতারকদের দৌড়ত্ব বাড়ছে বেশি। আর তাই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার তরফ থেকে একটি SMS সবাইকে পাঠন হচ্ছে, এর পেছনে নির্দিষ্ট কারন রয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই ধরনের ভুয়ো SMS পাঠিয়ে অনেক সময় গ্রাহকদের প্রতারণা (Cyber Crime) করা হচ্ছে।

গ্রাহকদের সতর্ক থাকার নির্দেশ

সম্প্রতিকালে এমন ধরনের বেশ কিছু ঘটনার দিকে নজর রাখলে দেখা যাবে, গ্রাহকরা তাদের ঠিক সময়ে বিল দেওয়া সত্ত্বেও তাদের কাছে SMS, কল বা Whatsapp এ তথ্য পাঠন হচ্ছে। এই ধরনের SMS বা কল দেখে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে প্রতারকদের মুখে পড়তে হয়েছে অনেক মানুষকে। আসলে এই ধরনের ঘটনায় প্রতারকরা মেসেজ করে সাধারন মানুষদের কাছে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পেতেছে।

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প)

ইলেকট্রিক বিল নিয়ে সতর্ক থাকুন

এই পরিস্থিতির দিকে নজর রেখে WBSEDCL প্রত্যেক গ্রাহকদের সতর্ক করার জন্যে সব গ্রাহকদের ফোন একটি করে সতর্ক বার্তা পাঠাচ্ছে। সেই SMS এ স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয় যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এমন কল বা SMS করে কাউকে বিদ্যুৎ বন্টন নিগম কারো সাথে যোগাযোগ করার কথা বলে না। তাই এমন SMS যদি আপনার কাছেও এসে থাকে তাহলে সেটি ভুয়ো। মেসেজটি সত্যি নাকি ভুল তা জন্যে এক নির্দিষ্ট উপায় জানিয়ে দিয়েছে।

কোন নিয়োগ বাতিল হবে না! চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর বড় বার্তা

তরফ থেকে যে মেসেজ করা হয়েছে তা হল, “বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্যে WBSEDCL কখনো কল, SMS বা Whatsapp এ SMS এর মাধ্যমে কার সাথে যোগাযোগ করে না। যখনই WBSEDCL SMS পাঠায় এর প্রেরক আইডি হল WBSEDE বা WESEDCL অর্থাৎ যদি এই ধরনের কোনো মেসেজ যায় তাহলে তা WBSEDCL আইডি থেকেই যাবে। সুতরাং এমন মেসেজ বা ফোন এলে প্রতারণার মুখে পড়ার আগে সতর্ক হওয়া উচিত।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *