ট্রেন্ডিং

Weather Report – সপ্তমীর আগেই ঠাকুর দেখা সেরে ফেলুন, অষ্টমী থেকে আবহাওয়া পরিবর্তন। সব দিনের আপডেট দেখুন।

আবহাওয়ার পরিবর্তনে (Weather Report) বৃষ্টি কখন হবে তা বলা মুশকিল। যখন বৃষ্টি হওয়ার সময় তখন না হয়ে অন্য সময় হচ্ছে। এর ফলে নানা রকমের রোগ ব্যাধি বাড়ছে। আবহাওয়া দফতরের খবর থেকে জানা গেছে আজ পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে। কাল পুজোর আগে শেষ রবিবার ছিল আর আজ সোমবার এই দুই দিন বৃষ্টির সম্ভবনা দিয়েছে আবহাওয়া দফতর। কোন কোন জেলায় বৃস্তির সম্ভবনা দিয়েছে? ও পুজোর আছে গরম কতটা থাকবে তা জেনে নিন।

Weather Report In West Bengal.

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস (Weather Report) নেই। ওই তিনটি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ আজ যারা পুজোর শেষ মুহূর্তের কেনাকাটি করতে চান আর যারা প্যান্ডেল হপিং শুরু করতে চান, তারা শুরু করে দিন, তাদের কারও কাছেই বাধা হবে না বৃষ্টি।

কাল কলকাতার আবহাওয়া কেমন ছিল? কাল কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কাল আকাশ পরিষ্কার ছিল মহানগরীর। কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশপাশে ছিল। আর আজকেও কলকাতায় আবহাওয়া (Weather Report In Kolkata) একই থাকবে।

Kalyani ITI More (কল্যাণী আইটিআই মোড়)

কালকের মত আজ সোমবারও রাজ্যের পাঁচটি জেলায় বৃষ্টি হবে। ওই জেলা গুলিতে একেবারে হালকা বৃষ্টি হতে পারে। বাকি 18টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের (Weather Report In West Bengal) তরফ থেকে জানানো হয়েছে। পুজোর আগে কতটা গরম কমবে পশ্চিমবঙ্গে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের, পুজোর আগে খুশির খবর।

আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমে যাবে। তাতে কিছুটা গা খসখস করতে পারে। তবে গরম এর সম্ভবনা অত নেই। কিন্তু পুজোর আগে এক ঘূর্ণাবর্তের সম্ভাবনার ফলে এই রকমের আবহাওয়া (Weather Report) থাকবে কিনা, সেই নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Toto Service – রাজ্যে টোটো নিয়ে আইন চালু। কোন টোটো রাস্তায় চলবে, কোন টোটো চলবে না

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *