ট্রেন্ডিং

Bank holiday – প্রতি মাসে ব্যাংকের ছুটি বৃদ্ধি, সমস্যায় গ্রাহকরা, অতিরিক্ত এই দিন গুলির ছুটি বাড়ানো হল দেখুন।

Adv

ব্যাংক একাউন্ট ওপেন হোক বা টাকা লেনদেন, গ্রাহকের কাছে ব্যাংকই একমাত্র ভরসা। যদিও মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার Bank holiday. সপ্তাহের মোট ৬ দিন গ্রাহক পরিষেবা দেওয়া হয়ে থাকে।এবার ছুটির পরিসীমা আরো বাড়ানো হচ্ছে। তবে গ্রাহক পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে। ছুটির দিন বাড়ানোর কারণে ব্যাংক কর্মীদের কাজের সময়সীমা আরো বাড়লো। IBA এবং United Forum of Bank Empolyee’s মধ্যে এই নিয়ম চালু করা নিয়ে আলোচনা হয়েছিল।

Bank holiday – কবে কবে বন্ধ ব্যাংক?

বর্তমানে অনেক সরকারি দপ্তর সপ্তাহে দুদিন ছুটি থাকে। তাই ব্যাংকও দুদিন ছুটি দেওয়ার জন্য কর্মীরা দাবি জানিয়েছিলেন। ইতিমধ্যেই SBI সপ্তাহের ৫ দিন কাজ এবং ২ দিন ছুটির নীতি কার্যকর করেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্যদিকে অন্যান্য ব্যাংক কর্মীরাও এই নীতি কার্যকর করার দাবি জানান।

Ad

বর্তমানে ব্যাংকে কোন নিয়মে টাকা রাখলে নিরাপত্তার সাথে সেভিংস একাউন্টেই পাবেন সর্বোচ্চ সুদ।

এ নিয়ে সংবাদমাধ্যমে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস নাগরাজন জানান, নেগোসিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ২৫ নম্বর ধারা অনুসারে সরকারকে সপ্তাহের প্রত্যেক শনিবার ছুটির দিন হিসাবে ঘোষণা করতে হবে। সরকারি ব্যাংক কর্মীরা এতদিন ধরে এই দাবি জানাচ্ছিলেন। বর্তমানে সেই দাবি মেনে নেওয়া হচ্ছে।

ব্যাংকে কাজের সময়সীমা বাড়লো-
কিন্তু তাতে করে যাতে গ্রাহকদের কোনো অসুবিধায় না পড়তে হয়, সেইদিকেও খেয়াল রাখা হয়েছে। নয়া নিয়ম কার্যকর হলে সপাতাহের কাজের দিনগুলিতে কর্মীরা অতিরিক্ত সময় কাজ করবেন। বর্তমানে কর্মীদের অন্তত ৭ ঘণ্টা অফিসে থাকতে হয়। মাঝে থাকে ৩০ মিনিটের টিফিন ব্রেক। অর্থাৎ কাজ করার সময় হয় হল সাড়ে ৬ ঘণ্টা। অতিরিক্ত সময়সীমা হিসেবে আরো ৪০ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ সকাল ৯:৪৫ মিনিট থেকে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত কাজ করতে হবে।

সময়সীমা কেন বাড়ানো হল?
ব্যাংক কর্মীদের দাবি মেনে নিয়ে Bank holiday বা ছুটির নীতি পরিবর্তিত হলে ১৩ ঘণ্টা কাজ কম হবে। তাই গ্রাহকদের পরিষেবায় যাতে ত্রুটি না থাকে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোয়িয়েশনের তরফে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে।

দেশের 5টি ব্যাংক কে 6 মাসের জন্য কঠোর শাস্তি, টাকা তুলতে পারবেন না

একাংশের মতে, এই নিয়ম চালু হলে অর্থাৎ শনিবার ব্যাংক বন্ধ অর্থাৎ Bank holiday থাকলে, অন্যদিকে যে সকল কর্মরত ব্যক্তির শনিবার ছুটি থাকে, তাদের ব্যাংকে কোনো কাজ সারতে হলে আলাদা করে একদিন অফিস ছুটি করতে হবে।
Bank holiday সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

string(95) ""