অর্থনীতি

LIC Policy – বাতিল হয়ে যাচ্ছে এই জনপ্রিয় পলিসি, গ্রাহকদের কি করনীয় জেনে নিন।

ভারতীয় জীবন বীমা পলিসি (LIC Policy) সম্পর্কে আমরা সকলেই জানি। প্রত্যেকটা মানুষ নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করেই বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকে। নিজেদের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগের জন্য কেউ টাকা জমা রাখেন ব্যাংকে, আবার কেউ টাকা জমা রাখেন ব্যাংকের ফিক্সড ডিপোজিট কিংবা পোস্ট অফিসে। আবার অনেকেই বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন টাকা। দেশের বহু বিনিয়োগকারী সংস্থার মধ্যে অন্যতম ভরসাযোগ্য সংস্থা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি।

LIC Policy News In India.

মাঝে মধ্যে এলআইসি (LIC Policy) বিভিন্ন প্ল্যানের পরিবর্তন করে নতুন কিছু প্ল্যান আনে আবার বন্ধও করে দেয় হয় কিছু প্ল্যান। সেরকমই একটি প্ল্যান হল এলআইসি ধন সমৃদ্ধি প্ল্যান। যেটা আগামী ৩০ সেপ্টেম্বর বন্ধ হতে চলেছে। এলআইসি ধন সমৃদ্ধি প্ল্যান হল একটি নন লিঙ্কড সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান। এটি নন পার্টিসিপেটিং, ব্যক্তিগত এবং সেভিংস স্কিমও বটে।

এই স্কিমে (LIC Policy) বিনিয়োগে যেমন সুরক্ষা রয়েছে তেমনই মোটা অঙ্কের সঞ্চয়ের সুবিধাও রয়েছে। যদি কোনও পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে যায় তাহলে তাঁর পরিবার নানা ভাবে এই স্কিম থেকে আর্থিক সাহায্য পেতে পারে। পলিসি কেনার ৩ মাস পর থেকে গ্রাহকরা ঋণের সুবিধা পাবেন বলেও জানানো হয়েছিল। LIC ধন সমৃদ্ধি প্ল্যান এ বিনিয়োগে দুই ধরনের অপশন পাওয়া যায়।

Flipkart Big Billion Days (ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ)

প্রথম অপশনে 1.25 গুন পর্যন্ত এসিয়োর্ড অপশন পাওয়া যায়। দ্বিতীয় অপশনে ১০ গুন পর্যন্ত সাম এসিয়োর্ড পাওয়া যায়। তবে এই সাম এশিয়োর্ড Death Benefit হিসেবে মেলে। এই পলিসি ১০ বছর, ১৫ বছর এবং ১৮ বছরের জন্যে কিনতে পারা যায়। এই পলিসি ৩২ বছর থেকে ৬০ বছরের মধ্যে কিনতে হয়। পলিসি (LIC Policy) ম্যাচুরিটির সময় মূল বিমা সমেত অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

Gold Price Today – সোনার দামে রেকর্ড পতন পুজোর আগে, আজই কিনলে বিশেষ ছাড় পাবেন।

এই স্কিমে বিনিয়োগ করলে ইনকাম ট্যাক্সের ধারা 80c অনুযায়ী 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়। টাকার প্রয়োজন পড়লে এলআইসির ধন সমৃদ্ধি প্ল্যানের (LIC Policy) বদলে লোন দেওয়া হয়ে থাকে। অনলাইনের মাধ্যমে এই পলিসি কিনতে হলে www.licindia.in এই মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে নতুবা এলআইসির যে কোনও এজেন্টের থেকেও আগামী তিন দিনের মধ্যে যোগাযোগ করে LIC ধন সমৃদ্ধি প্ল্যান এর জন্য আবেদন করা যেতে পারে।

ICDS Anganwadi Recruitment – রাজ্যে আরও 6000 অঙ্গনওয়াড়ি কর্মী ও ICDS সুপারভাইজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *