শিক্ষা

Collage Class: কলেজে ক্লাস শুরু হবে কবে? দেখে নিন নতুন আপডেট!

উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE HS Exam) শেষ হওয়ার পরে এখন পালা কলেজে ভর্তি হয়ে ক্লাস (Collage Class) শুরু করার। আর সকল পড়ুয়ারা জীবনের সবচেয়ে কঠিন দুই পরীক্ষা অতিক্রম করে নিজেদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করার জন্য কলেজে গিয়ে পছন্দ মত বিষয় নিয়ে পড়াশোনা করার মাধ্যমে সকলে জীবনে উন্নতি করে এবং দেশের ও দশের নাম উজ্জ্বল করে।

WB Collage Class Start Date 2024

নতুন বছর শুরু হওয়াতে অনেক নিয়মেই বদল এসেছে। এই নিয়ম বদলের তালিকায় রয়েছে কলেজে ভর্তি (Collage Admission). এই বছর প্রথাগত কলেজে ভর্তির নিয়ম পাল্টে গিয়েছে। আগে উচ্চমাধ্যমিক পাশ করে পড়ুয়াদের বিভিন্ন কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হত। কিন্তু এবার তা পরিবর্তন হয়ে গিয়ে একটি মাত্র পোর্টালের মাধ্যমে নিজের পছন্দের কলেজে আবেদন (Collage Class) করতে পারবে।

পশ্চিমবঙ্গে কলেজে ক্লাস কবে থেকে শুরু?

সেই পোর্টালে রাজ্যের সব কলেজের নাম আছে। ইতিমধ্যেই এই কলেজে ভর্তির কাজ শুরু হয়ে গিয়েছে। প্রথম দফায় ভর্তি আর Document Verification-র কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে। তাহলে এবার ক্লাস (Collage Class) কবে থেকে শুরু হবে এই খবর জানতে চায় পড়ুয়ারা। এই বিষয়ে আজ আপনাদের বলব। তাহলে এই সম্পর্কে আরও তথ্য জেনে নেওয়া যাক।

কবে থেকে ক্যাম্পাসে গিয়ে ক্লাস শুরু?

UGC (University Grant Commission) এর ক্যালেন্ডার অনুসারে, অনেক দিন আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কলেজের একাডেমিক শুরু হবে 1 লা আগস্ট থেকে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে আগস্ট মাসের শুরুর দিকে শুধু মাত্র প্রথম ধাপের ভর্তি (Collage Class) সম্পন্ন হয়েছিল। বাকি কিছু পড়ুয়ার গোটা আগস্ট মাস জুড়ে ভর্তি চলেছে বিভিন্ন রাউন্ডে অর্থাৎ তাদের ভর্তি আর পরিচয়পত্র শনাক্তকরণের জন্যে আরো কিছু সময় লেগে যাবে।

Holiday (অতিরিক্ত ছুটি ঘোষণা)

যদিও এই প্রক্রিয়া কলেজের একাডেমিক সেশনের মধ্যেই পরে। তাই বলা যায় কলেজের একাডেমিক সেশন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই যারা ভর্তি হয়ে গিয়েছে তারা বিভিন্ন জেনারেল কলেজে অনার্স বা পাস কোর্সের উভয় ক্ষেত্রে কবে থেকে ক্যাম্পাসে যেতে পারবে তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই ক্লাস (Collage Class) শুরুর সম্ভাবনা রয়েছে।

সেপ্টেম্বর মাসে কি কি চাকরিতে আবেদন হচ্ছে? কাজের দরকার হলে একবার দেখুন

তবে এটি পুরোটা নির্ভর করে কলেজ কতৃপক্ষের উপর। আপনি যেই কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই জানতে পারবে কবে থেকে ক্লাস শুরু হবে। তাহলে আর দেরি না করে নতুন করে পড়াশোনা করার প্রস্তুতি শুরু করে দিন সকলে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles