পশ্চিমবঙ্গের খবর

Duare Sarkar: পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার প্রকল্প। দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2024, কবে থেকে শুরু দেখুন

বছরের শেষ মুহূর্তে এসে ফের একবারের জন্য পশ্চিমবঙ্গে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প হতে চলেছে বলে মনে করছেন অনেকে। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) সাধারণ জনগণের জন্য একাধিক অভিনব প্রকল্পের (Government Scheme) সূচনা করেছেন, যে গুলোর মাধ্যমে জনসাধারণের অনেক আর্থিক সুরাহা হয়েছে।

Duare Sarkar Camp List 2024

রাজ্য সরকার দ্বারা সূচনা করা একাধিক প্রকল্পের মধ্যে কন্যাশ্রী (Kanyashree Prakalpa), রূপশ্রী (Rupashree Prakalpa), বার্ধক্য ভাতা (Old Age Pension), বিধবা ভাতা ও লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) সমস্ত প্রকল্প গুলি জনপ্রিয়তা লাভ করেছে। রাজ্যের জন সাধারণের কাছে যাতে এই সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে যাওয়া যায় এবং সবাই যাতে এই সমস্ত প্রকল্পে খুব সহজে আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) শুরু করা হয়েছে।

দুয়ারে সরকার তারিখ 2024

জেলার ব্লকের দুয়ারে সরকার ক্যাম্প গুলিতে সরকারি আধিকারিকরা প্রত্যেকটি প্রকল্পের আলাদা আলাদা ফর্ম দিয়ে থাকেন। রাজ্যের জনসাধারণ যে প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক হন সেই প্রকল্পের ফর্মটি তিনি নিতে পারবেন তবে তার জন্য সেই ব্যক্তিকে কিছু নথিপত্র দেখাতে হয়। ক্যাম্পের (Duare Sarkar) মধ্যেই সরকারি আধিকারিকরা আপনাকে ফর্ম ফিলাপ করার জন্য সহযোগিতা করবেন।

দুয়ারে সরকার প্রকল্প 2024

ফর্ম ফিলাপ হয়ে গেলে আবার সেই দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar) আপনাকে নথিপত্র ও পূরণ করা ফর্ম জমা করতে হবে। আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে নির্দিষ্ট প্রকল্পের তালিকায় নাম সংযুক্ত করা হবে। তারপর থেকেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন এবং আপনার ফর্মে উল্লিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের নির্দিষ্ট সময়ে প্রকল্পের টাকা ঢুকে যাবে।

আগে পৌরসভায বা পঞ্চায়েতে গিয়ে প্রকল্পের জন্য আবেদন করতে হতো এতে অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। অনেক ভিড় জমায়েত হয়ে যাওয়ায় নানা রকম সমস্যা হচ্ছিল তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আপনার বাড়ির কাছাকাছি ব্লকে আপনি দুয়ারে সরকারের ক্যাম্পের (Duare Sarkar) সুবিধা পেয়ে যাচ্ছেন যার ফলে খুব সহজেই আবেদন করতে পারছেন প্রকল্প গুলোতে।

দুয়ারে সরকার ক্যাম্প মাঝে মাঝেই আসে তবে অনেক মাস হল দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) অনুষ্ঠিত হয়নি তবে এইটাই খুশির খবর যে, নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে আবার সংগঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। আপনারা যারা এখনো পর্যন্ত কোনো প্রকল্পের আবেদন করতে পারেননি তাদের আরেকটি সুযোগ করে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী।

আজকের এই প্রতিবেদনে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) থেকে কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার একটা তালিকা দিয়ে দেওয়া হল। আপনারা সেই তালিকা থেকে আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করবেন সেটি নির্বাচন করে রাখুন। আর আগের থেকে জেনে নিলে আপনাদের অনেকটাই সুবিধা হতে চলেছে।

দুয়ারে সরকার ক্যাম্প কি কি কাজ হবে?

১) লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar)
২) খাদ্য সাথী (Khadya Sathi)
৩) স্বাস্থ্য সাথী (Swasthya Sathi)
৪) কন্যাশ্রী প্রকল্প (Kanyashree)
৫) রুপশ্রী প্রকল্প (Rupashree Scheme)

৬) শিক্ষাশ্রী প্রকল্প (Shikkhashree Prakalpa)
৭) বিধবা ভাতা (Widow Pension)
৮) বার্ধক্য ভাতা (Old Age Pension)
৯) কৃষক বন্ধু (Krishak Bandhu)
১০) সামাজিক সুরক্ষা যোজনা (Social Security Scheme)

১১) তপশিলি বন্ধু (Tapshili Bandhu)
১২) জয় জোহার (Jay Johar)
১৩) স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার)

১৪) মৎস্যজীবী ক্রেডিট কার্ড
১৫) কিষান ক্রেডিট কার্ড (Kisan Credit Card)
১৬) প্রতিবন্ধী সার্টিফিকেট
১৭) কাস্ট সার্টিফিকেট (Caste Certificate)

রেশন কার্ডের নিয়মে বড় বদল। ফ্রি রেশন সামগ্রী তোলার আগে জানুন

জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে এই দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar) বসবে, তবে এখনো নির্দিষ্ট কোন তারিখ সরকার থেকে উল্লেখ করা হয়নি। এই টুকু জানিয়ে রাখছি নভেম্বরে শেষের দিকে অনুষ্ঠিত পারে দুয়ারে সরকার ক্যাম্প, তাই এখন থেকেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো নিজের কাছেই রাখুন। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Shampa Debnath

Related Articles