Ration Card – রেশন তোলা আরও সহজ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি হলেন 9 কোটি রেশন গ্রাহক।
রেশন কার্ড (Ration Card) ভারতের নাগরিকদের খুবই মূল্যবান নথি। এই কার্ড এর মাধ্যমে শুধু নাগরিকরা রেশন পান এমনটা নয় এই নথি অনেক কাজেই লাগে। তবে নিম্ন মধ্যবিত্ত ও গরিব মানুষ দের কাছে রেশন কার্ড এর গুরুত্ত সব থেকে বেশি। দেশের অনেক গরিব মানুষ আছে যাদের দুবেলা দুমুঠো ভাত জোটে এই রেশন কার্ড এর জন্যে। এই মানুষ গুলোকে জীবনযাপন করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
Ration Card Holders Get Good News From Government.
দেশের অনেক মানুষের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল যে তারা ঠিক করে রেশনও (Ration Card) কিনতে পারছেন না। এমন পরিস্থিতিতে সরকার এই দরিদ্র পরিবার গুলিকে দুয়ারে রেশন (Duare Ration) সহায়তা দিচ্ছে। এছাড়াও এনেছে আর এক সুবিধা। সরকার রেশন কার্ডের মাধ্যমে পরিবারের সব সদস্যদের মাথা পিছু জিনিস দেয়। এজন্য সরকার সারা দেশের অনেক দোকানে রেশন বিতরণের দায়িত্ব দিয়েছে।
এই রেশন কার্ড (Ration Card) নিয়ে প্রায়ই কোন না কোনো সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। এইবার পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) নিল বড় সিদ্ধান্ত। রেশন কার্ড এর Biometric Lock নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যাদের রেশন তুলতে Biometric Lock লাগে এখন থেকে আর তা জরুরী নয়। Biometric Lock থাকুক বা না থাকুক আপনারা রেশন তুলতে পারবেন।
জানা যাচ্ছে, যেহেতু উপভোক্তা এবং তাঁর পরিবারের সকলের আঙুলের ছাপ আগে থেকেই রেজিস্ট্রার হয়ে রয়েছে সেই কারণে রেশন তোলার ক্ষেত্রে কোনও আর অসুবিধা হবে না আগামী দিনে। অনেক গরীব মানুষ আছেন যারা এই রেশনের (Ration Card) ওপরেই ভরসা করে থাকেন । কিন্তু প্রায়শই অভিযোগ ওঠে রেশন চুরি হয়ে যাওয়ার।
আগে একাংশ রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগ উঠত মজুত থাকা রেশন বেচে দেওয়ার। সেক্ষেত্রে রেশন (Ration Card) নিয়ে প্রতারণা রুখতেই এই Biometric Lock পদ্ধতি চালু করে ছিল সরকার। এই Biometric Lock এর কারনে এই দুর্নীতি অনেকটাই কমেছিল দাবি। কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা এর কারনে রেশন তুলতে পরে না। তাই তাদের জন্যে সরকার নিল এই সিদ্ধান্ত ।
Pension Seva – সকল সরকারি কর্মী ও পেনশনারদের জরুরী নির্দেশ। না মানলে পেমেন্ট