Employee Benefits: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি। সকাল সকাল জেনে নিন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Government Employee Benefits) সুবিধার জন্য ফের বড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার (Government of West Bengal). সামনেই বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো। তার আগে এবার রাজ্য সরকারের অর্থ দফতরের (WB Finance Department) অধীনস্থ মেডিক্যাল সেল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জারি করা হলো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।
Government of West Bengal Employee Benefits on Health Scheme
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়গনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে আরো বেশ কয়েকটি তথ্য। সম্প্রতি আর জি কর কান্ডের প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের নাগরিক সমাজ (Employee Benefits). স্বাস্থ্য দপ্তরের একাধিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা সকলেই।
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিজ্ঞপ্তি
রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনা দরকার এমনটাই দাবি জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। এমতাবস্থায়, রাজ্য সরকারের অর্থ দফতরের অধীনে থাকা মেডিক্যাল সেল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ হেলথ স্কিম সংক্রান্ত (Employee Benefits on Health Scheme). যার জেরে এই বিজ্ঞপ্তিটি হেলথ স্কিমের আওতায় থাকা সরকারি কর্মীদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলাই যায়।
রিপোর্ট অনুযায়ী, রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায় আরও বেশ কয়েকটি ডায়গনস্টিক সেন্টার এবং চিকিৎসা কেন্দ্র অন্তর্ভুক্ত হয়েছে (Employee Benefits). আর এই সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। কোন কোন নতুন হাসপাতাল এই পরিষেবার অন্তর্ভুক্ত হয়েছে।
অন্তর্ভুক্ত হওয়া নতুন প্রতিষ্ঠান গুলি
- বজবজের এমজি রোডে অবস্থিত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটাল
- খড়দার শঙ্কর জ্যোতি চক্ষু হাসপাতাল
- দমদম থেইসম আলট্রাসাউন্ড সেন্টার
- শরৎ বোস রোডের পাল্স ডায়াগ্নস্টির প্রাইভেট লিমিটেড
- শেওড়াফুলির নারসিসাস মেডিক্যাল সেন্টার
উল্লেখ্য সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্য স্কিম চালু করেছিল রাজ্য সরকার। সেই স্কিম নিয়ে কয়েক দিন আগেও একটি নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সরকারের তরফ থেকে (Employee Benefits). রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে রাজ্য অর্থ দফতরের মেডিক্যাল সেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় বাংলার সব সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্যে।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, চোখের চিকিৎসার ক্ষেত্রে লুসেনটিস নামের ইনজেকশনের পুরো দাম পাওয়া যাবে স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে। আগে এই ইনজেকনের জন্যে সরকারি কর্মীদের ৪৫ হাজার টাকা দেওয়া হত স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে (Employee Benefits). বাকি টাকা সংশ্লিষ্ট কর্মীর নিজের দিতে হতো।
তবে এখন নিয়ম হয়েছে, এই ইনজেকশনের দাম ৫০ হাজার পেরোলে অর্থ দপ্তরের মেডিকেল সেলের কাছ থেকে আগাম অনুমোদন নিতে হবে। অপর দিকে, ১০০ মিলিলিটার হিউম্যান অ্যালবুমিনের ২০ শতাংশের জন্য রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে (Employee Benefits). এতদিন এটির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০০ টাকা করে পেতেন রাজ্য সরকারি কর্মীরা।
তবে, এখন থেকে এর পুরো টাকাটাই পাবেন সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের (Employee Benefits) আওতাভুক্ত রোগের তালিকা সম্প্রসারণ করেছে। এর আগে রাজ্য সরকারের এই প্রকল্পের আওতাভুক্ত ১৭টি রোগ ছিল। এবার আরও বেশ কয়েকটি রোগ তালিকায় যুক্ত করা হয়েছে।
কি কি নতুন রোগ যোগ করা হল?
১) বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার।
২) অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার।
৩) সিজোফ্রেনিয়া।
৪) মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার।
৫) অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার।
৬) হাইপারকাইনেটিক ডিসঅর্ডার।
৭) নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার।
DA ছাড়ুন! এবারে বাড়তি টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে
এই পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের অধীনে রাজ্য সরকারি কর্মীরা ২ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতেন। এই স্কিমের অধীনে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান থেকে সেই সুবিধা পেতেন। আগে এই স্কিমে বিনামূল্যে সুবিধার পরিমাণ ছিল দেড় লাখ টাকা। পরে তা আরও ৫০ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। এছাড়া কভারেজের আওতার মধ্যে চিকিৎসা বাকি খরচের পরিমাণ রিইম্বার্সমেন্ট করানো যাবে।
Written by Sampriti Bose.