চাকরি

রাজ্য সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধি (Bonus Hike) নিয়ে বড় সুখবর জানালো পশ্চিমবঙ্গ সরকার। ইতি মধ্যেই আমরা জানি যে বকেয়া ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে কর্মচারীদের সম্পর্ক দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। আর আগামী এপ্রিল মাস থেকে আরও ৪% DA পেলেও কর্মীরা খুব একটা খুশি নন বলে মনে হচ্ছে না।

অ্যাড হক বোনাস বৃদ্ধির খবর

বিগত ১২ ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে সরকারের তরফে কর্মীদের জন্য আবার ৪% ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু এর সঙ্গে কেন্দ্রের কর্মীদের মহার্ঘ ভাতার পার্থক্য অনেক বৃদ্ধি পেয়েছে প্রায় ৩৯% এর কাছাকাছি। আর যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত তাদের দাবি মেটেনি বলেই তারা মনে করবেন এমনটাও জানিয়েছেন অনেকেই।

রাজ্য সরকারি কর্মীদের সুখবর

আর এখন এই ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধিন রয়েছে আর অনেক শুনানি সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে, আর এই কারণের জন্য অনেকাই মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন অনেকেই। আর এই সকল কিছুর মধ্যেই রাজ্য সরকার কর্মীদের জন্য বোনাস বৃদ্ধি ঘোষণা করলো গতকাল অর্থাৎ মঙ্গলবার। যেই সকল সরকারি কর্মীরা প্রোডাক্টিভিটি লিংক বোনাস বা কাজের ভিত্তিতে বোনাস পান না এবং মাসিক মাইনে ৪৪০০০ টাকার কম তাদের এই অ্যাড হক বোনাস (Ad Hoc Bonus) দেওয়া হবে।

বোনাস বৃদ্ধি নিয়ে খুশির খবর

২০২৫ এর ৩১ শে মার্চ অনুসারে এই বেতন হিসাব করে বোনাসের সিদ্ধান্ত নেওয়া হবে। আর সব থেকে বেশি ৬৮০০ টাকা বোনাস দেওয়া হবে। নবান্নের তরফে জানানো হয়েছে যে সরকারি কর্মীরা পুরনো বা নতুন যেই বেতন কাঠামোতেই থাকুক না কেন বেতন ৪৪ হাজারের কম হলে তবেই এই বোনাস পাওয়া যাবে। আর মুসলিম ধর্মের কর্মীরা ঈদের আগে এবং বাকিরা আগামী দুর্গাপুজোর আগে এই টাকা পাবে এবং ১৫ – ১৯ শে সেপ্টেম্বরের মধ্যেই এই বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আজ সোনার দাম কত কলকাতায়? হলমার্ক 22 এবং 24 ক্যারেট স্বর্ণের দাম বাড়ল না কমলো?

এবারে জানুন বোনাস কীভাবে হিসাব করবেন। মুলত রাজ্য সরকারি কর্মীদের বেতনের ওপরে নির্ভর করে এই টাকা দেওয়া হবে তাই ৩১ শে মার্চের হিসাবে যে যতটা মাইনে পাবে তার ওপরে নির্ভর করে হিসাব করতে হবে। কিন্তু ৬৮০০ টাকার বেশি বোনাস হলেও তারা ৬৮০০ টাকাই পাবেন এর থেকে বেশি টাকা দেওয়া হবে না। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।

Related Articles