ছুটি

Government Holiday: দুর্গাপুজোয় ঠিক কত দিন ছুটি থাকছে স্কুল-কলেজ সরকারি অফিস?

আমাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের ছুটি (Government Holiday) পেতে খুবই ভালো লাগে। আর এখন সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে, আর কয়েক দিন পরই পড়বে অক্টোবর মাস। বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো একদম দোরগোড়ায়। অক্টোবর মাস পড়তেই দুর্গাপুজো, তারপর লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা এই সব মিলিয়ে একটানা লম্বা ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা (Govt Employees).

Government Holiday for Durga Puja 2024 in October

পুজোর ছুটির আগেই থাকছে গান্ধীজির জন্মদিন আর মহালয়া। এই দুটি উৎসবই পরেছে 2 রা অক্টোবর। এর ফলে বুধবার ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের সাথে স্কুল পড়ুয়াদের। আর এই ছুটি (Government Holiday) থেকেই লম্বা ছুটির সূত্রপাত হতে চলেছে সকলের। কিন্তু অষ্টমী ও নবমী একই দিনে পরার জন্য অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কতদিন পর্যন্ত ছুটি পাওয়া যাবে।

দুর্গাপুজোয় কতদিন ছুটি?

এই বছর প্রায় গোটা অক্টোবর মাস জুড়েই থাকছে পুজোর ছুটি। দুর্গাপুজোর শুরু হচ্ছে আগামী 7 ই অক্টোবর থেকে। আর এই ছুটি (Government Holiday) চলবে 18 ই অক্টোবর পর্যন্ত অর্থাৎ লক্ষ্মীপুজো পার করে সরকারি অফিস গুলো খুলবে। আর এখন সম্পূর্ণ ছুটির তালিকা সম্পর্কে আগের থেকে জেনে নিন যাতে আপনাদের কোন ধরণের সমস্যার সম্মুখীন না হতে হয়।

অক্টোবর মাসের ছুটির তালিকা

অক্টোবর মাসে মহালয়ার ও গান্ধী জয়ন্তীর জন্য ছুটি থাকছে আগামী 2 রা অক্টোবর। 7 ই অক্টোবর থেকে পড়তে চলেছে পুজোর টানা ছুটি। 7 ই অক্টোবর পরেছে চতুর্থী সেই দিন থেকে ছুটি (Government Holiday) শুরু হচ্ছে। 8 ই অক্টোবর পরেছে পঞ্চমী, 9 ই অক্টোবর পরেছে ষষ্ঠী, এরপরে 10 ই অক্টোবর পরেছে মহাসপ্তমি, 11 ই অক্টোবর পরেছে মহাষ্ঠমী।

12 ই অক্টোবর পরেছে মহানবমী আর বিজয়া দশমী। এই বছর নবমী ও দশমী একই দিনে পরেছে। তবে জানা যাচ্ছে পঞ্জিকা অনুসারে একই দিনে নবমী ও দশমী পড়লেও দুর্গাপুজো চার দিন ধরেই পালিত হবে। এই ছুটি গুলো ছাড়াও বাড়তি ছুটি (Government Holiday) থাকবে সরকারি কর্মীদের। 14 ই অক্টোবর ও 15 ই অক্টোবর এই বাড়তি ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের।

Holiday (ছুটি বাতিলের সিদ্ধান্ত সরকারের)

এরপরে আছে কোজাগরী লক্ষ্মীপুজো। 16 ই অক্টোবর পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো এই দিন থাকছে ছুটি। এছাড়াও থাকছে দুই দিন বাড়তি ছুটি। 17 ই অক্টোবর আর 18 ই অক্টোবর থাকবে ছুটি রাজ্য সরকারি কর্মীদের। এই কয়দিন টানা ছুটি থাকবে সরকারি অফিস গুলোতে। তারপরে আবার কালীপুজো থেকে থাকবে টানা কয়েক দিন ছুটি।

পুজোর আগে 22 ক্যারেট হলমার্ক সোনার দাম কত? 10 গ্রাম কিনলে কত খরচ হবে?

এই কালীপুজো উপলক্ষে ছুটি থাকবে 31 শে অক্টোবর। পরের দিন 1 লা নভেম্বর থাকছে বাড়তি ছুটি কালীপুজো। ভাইফোঁটা পরেছে 3 রা নভেম্বর। তবে ভাইফোঁটার ছুটি রবিবার বলে যে মার যাবে তা নয়। বাড়তি ছুটি (Government Holiday) দেওয়া হয়েছে 4 ঠা নভেম্বর। এরপরে একেবারে 5 ই নভেম্বর একেবারে রাজ্য সরকারি অফিস গুলো খুলবে সাথে খুলবে স্কুল গুলো।
Written by Ananya Chakraborty.

Related Articles