ছুটি

Holiday: টানা ১৭ দিন বন্ধ থাকবে সব! স্কুল-কলেজ সরকারি অফিসের ছুটির তালিকা

অক্টোবর মাস পড়লেই সকলে মনে করেন যে বা ছুটির মাস (Holiday) শুরু হয়ে গেছে। আর এই মাস থেকে শুরু করে সেই নভেম্বর মাস পর্যন্ত টানা চলে নানান ধরণের উৎসব আর এই সকল উৎসব চলাকালীন সকলেই কম বেশি ছুটি পেয়ে থাকে। অক্টোবর মাস শুরু হয়ে গেছে এবং গতকাল ছিল মহালয়া অর্থাৎ দেবীপক্ষের সূচনার সঙ্গে ঢাকে কাঠি পরে গেছে (Government of West Bengal).

Government Holiday List in October 2024

এর পরে আর কয়েকটা দিন অফিস করতে হবে কর্মীদের তারপরে ফের পুজোর টানা ছুটি পাবে কর্মীরা। এই বছর পুজোর ছুটি অনেক আগে থেকেই শুরু হযে যাচ্ছে। হিসেব মত এবার 31 দিনের মধ্যে 17 দিনই বন্ধ থাকবে অফিস কাছারি এবং রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় টানা ১ মাস ছুটি থাকবে আর প্রাথমিক বিদ্যালয় গুলি লক্ষ্মীপুজোর পর খুলবে অর্থাৎ মাসের অর্ধেক দিনই থাকছে ছুটি (School Holiday).

অক্টোবর মাসের ছুটির তালিকা

অক্টোবর মাসে মহালয়ার ও গান্ধী জয়ন্তীর জন্য ছুটি আছে আজ 2 রা অক্টোবর (বুধবার)। 7 ই অক্টোবর চতুর্থী থেকে পড়তে চলেছে পুজোর টানা ছুটি। 7 ই অক্টোবর (সোমবার) পরেছে চতুর্থী সেই দিন থেকে ছুটি শুরু হচ্ছে। 8ই অক্টোবর (মঙ্গলবার) পরেছে পঞ্চমী, 9 ই অক্টোবর (বুধবার) পরেছে ষষ্ঠি, এরপরে 10 ই অক্টোবর (বৃহস্পতিবার) পরেছে মহাসপ্তমি, 11 ই অক্টোবর (শুক্রবার) পরেছে মহাষ্ঠমি, এবং 12 ই অক্টোবর (শনিবার) পরেছে মহানবমী আর বিজয়া দশমী।

এবছর নবমী ও দশমী একই দিনে পরেছে। তবে জানা যাচ্ছে পঞ্জিকা অনুসারে একই দিনে নবমী ও দশমী পড়লেও দুর্গা পুজো চার দিন ধরেই পালিত হবে। এই ছুটি গুলো ছাড়াও বাড়তি ছুটি থাকবে সরকারি কর্মীদের। 14 ই অক্টোবর (সোমবার) ও 15 ই অক্টোবর (মঙ্গলবার) এই বাড়তি ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের (Holiday). এরপরে আছে কোজাগরী লক্ষ্মীপুজো।

16 ই অক্টোবর (বুধবার) পড়েছে কোজাগরী লক্ষ্মীপুজো এই দিন থাকছে ছুটি। এছাড়াও থাকছে দুই দিন বাড়তি ছুটি। 17 ই অক্টোবর (শুক্রবার) আর 18 ই অক্টোবর (শনিবার) থাকবে ছুটি রাজ্য সরকারি কর্মীদের। এই কয় দিন টানা ছুটি থাকবে সরকারি অফিস গুলোতে। তারপরে আবার কয়েক দিন অফিস করেই কালীপুজো থেকে থাকবে টানা কয়েক দিন ছুটি (Holiday).

PM Mudra Yojana (প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা)

এই কালীপুজো উপলক্ষে ছুটি থাকবে 31 শে অক্টোবর (বৃহস্পতিবার)। পরের দিন 1 লা নভেম্বর (শুক্রবার) থাকছে বাড়তি ছুটি কালীপুজো উপলক্ষ্যে। ভাইফোঁটা পরেছে 3 রা নভেম্বর (রবিবার)। তবে ভাইফোঁটার ছুটি রবিবার বলে যে মার যাবে তা নয়। বাড়তি ছুটি (Holiday) দেওয়া হয়েছে 4 ঠা নভেম্বর (সোমবার)। এরপরে একেবারে 5 ই নভেম্বর (মঙ্গলবার) একেবারে রাজ্য সরকারি অফিস গুলো খুলবে সাথে খুলবে স্কুল গুলো।

এবার ২০০০ টাকা পাবে মহিলারা! লক্ষ্মীর ভাণ্ডারের মত নতুন প্রকল্প

পুজোর ছুটির তালিকা হাতে পেয়ে গিয়েছেন তাহলে আর দেরি না করে পুজোর প্ল্যান এবার করে ফেলুন ঝটপট। আর DailySearch-র পক্ষ থেকে সকল পাঠক বন্ধুদের শারদীয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হল। পুজোর এই দিন গুলো সকলে নিজেরা আর নিজেদের পরিবারের সঙ্গে খুশিতে থাকুন। এই ছুটি (Holiday) সম্পর্কে কোন ধরণের জিজ্ঞাস্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles