রাজ্য সরকার চালু করলো শিল্প সাথী পোর্টাল, একই জায়গায় মিলতে চলেছে ৬১ টি পরিষেবা
নতুন বছরে নাগরিকদের জন্য একের পর এক উপহার নিয়ে হাজির হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। সমগ্র রাজ্যবাসীর জন্য দুটি নতুন কর্মসূচি লঞ্চ করার পর এবারে আরো এক নতুন পোর্টাল লঞ্চ করা হলো যার মাধ্যমে আগামী দিনে লাভবান হবেন পশ্চিমবঙ্গের রাজ্যবাসী। চলুন তবে রাজ্য সরকারের তরফে কার্যকরী এই নতুন পরিষেবাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক:-
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শিল্প দপ্তরেরর তরফে শিল্প সম্পর্কিত এক নতুন পোর্টাল কার্যকরী করা হয়েছে। রাজ্য সরকারের তরফে কার্যকরী এই পোর্টালটির নাম রাখা হয়েছে শিল্প সাথী পোর্টাল, যার আওতায় রয়েছে ১১ টি দপ্তরের ৬১ টি অনলাইন পরিষেবা। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে, এই শিল্প সাথী পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য যেমন জানতে পারবেন ঠিক তেমনভাবেই এই পোর্টালটির মাধ্যমে বিনিয়োগের জন্য আবেদন জানাতেও পারবেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, রাজ্যজুড়ে শিল্পক্ষেত্রের খরা কাটাতে এবং শিল্প স্থাপনে উদ্যোগী ব্যক্তিদের উৎসাহ দিতেই এই শিল্প সাথী পোর্টালটি কার্যকরী করা হয়েছে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে বিনিয়োগের জন্য যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় নতুন ব্যবসায়ীদের, এছাড়াও সরকারি ক্ষেত্রে অনুমতি নিতে গেলে আরো কয়েক মাসের ধাক্কা। আর তাই নাগরিকদের এই সমস্যার সমাধানের জন্যই শিল্প সাথী পোর্টাল কার্যকরী করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এছাড়াও রাজ্যজুড়ে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র শিল্পগুলিকে পুনরায় চালু করতেও এই প্রকল্প কার্যকরী করা হয়েছে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন এখনই
তবে রাজ্য সরকারের অন্য সমস্ত প্রকল্পগুলির মতোই শিল্প সাথী প্রকল্পের অধীনে আবেদনের ক্ষেত্রে নাগরিকদের ২০ কতোগুলি শর্ত পূরণ করতে হবে। আর এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে যে শর্তগুলি রাখা হয়েছে সেগুলি হলো:-
১. এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২. এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে শুরু করে ৫০ বছরের মধ্যে হতে হবে।
৩. আবেদনকারীকে ভারতের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্ততপক্ষে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে।
৪. এর পাশাপাশি এও জানানো হয়েছে যে, এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত থাকতে হবে।
কিভাবে শিল্প সাথী প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করা সম্ভব?
শিল্প সাথী প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনাকে প্রথমে রাজ্য সরকারের দরকারী শিল্প সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://silpasathi.wb.gov.in/-এ যেতে হবে। এরপর পেইজে থাকা Apply Online অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার কাছে একটি নতুন পেজ আসবে যাতে রেজিস্ট্রেশনের জন্য New Here? Click Here to Sign Up অপশনে ক্লিক করতে হবে।
এই অপশনটিতে ক্লিক করে আপনাকে আপনার ইমেইল আইডি, মোবাইল নম্বর, ইউজার আইডি, পাসওয়ার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সঠিকভাবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সবশেষে আপনাকে আপনার প্রজেক্টের বিশদ বিবরণ সঠিকভাবে লিখতে হবে, এর পাশাপাশি আপনার লোন সহ অন্য কি কি পরিষেবার প্রয়োজন রয়েছে তাও সঠিকভাবে উল্লেখ করতে হবে এবং Submit অপশনে ক্লিক করতে হবে।
এমনকী আপনারা অফলাইনের মাধ্যমে শিল্প সাথী প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এজন্য আপনাদের নিকটবর্তী বিডিও অফিস কিংবা এসডিও অফিসে যেতে হবে এবং শিল্প সাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।