Dearness Allowance: পশ্চিমবঙ্গে বকেয়া DA মামলা নিয়ে নয়া আপডেট। সরকারি কর্মীরা অবশ্যই জানুন
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বিগত কয়েক বছর ধরে অনেক কিছু শুনতে পারা যাচ্ছে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে পশ্চিমবঙ্গ সরকারকে (Government of West Bengal) বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলে রাজের তরফে এই মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court of India) নিয়ে যাওয়া হয়।
Pending Dearness Allowance DA Arrear Case in West Bengal
আর এই মহার্ঘ ভাতার (Dearness Allowance) মামলা একের পর এক শুনানির দিনে গিয়ে পিছিয়ে যাচ্ছে এবং এর ফলে সরকারি কর্মীদের অপেক্ষা আরও দীর্ঘ হয়ে যাচ্ছে প্রতিদিন অন্তর। আর এবারে এই মামলা নিয়ে এক নতুন আপডেট পাওয়া যাচ্ছে। সর্বশেষ ডিএ মামলা শুনানি হয়েছিল ১৫ ই জুলাই। সেই সময় আদালত থেকে নির্দেশ এসেছিল ‘এই মামলার জন্য বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে, তার জন্যই আরো অনেক সময় দরকার আছে’।
পশ্চিমবঙ্গ বকেয়া DA মামলা
২০২২ সালে প্রথমবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, সেই সময় বিচারকের আসনের ছিলেন ঋষিকেশ রায় এবং দীনেশ মাহেশ্বরী। এরপরে ২০২৩ সালে ডিএ শুনানির সময় বিচারকের আসন থেকে অবসর নেন দীনেশ মাহেশ্বরী। সুপ্রিম কোর্টে ডিএ (Dearness Allowance) সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। ২০১৬ সাল থেকে সেই মামলা চলছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী
এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের মাধ্যমে কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে যদিও জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।গত ২০২২ সালের ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মিটিয়ে দিতে হবে।
এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। এরপর থেকে একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও সময়ের অভাবে বারবার পিছিয়ে গিয়েছে শুনানির ডেট। যদিও ফের শুনানি ডেট রয়েছে ২০২৫ সালের ৭ জানুয়ারি, তবে শনিবার সুপ্রিম কোর্টের তরফে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার কোনও রেগুলার ম্যাটারে শুনানি হবে না।
শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটার গুলোতে শুনানি হবে। মিসলেনিয়ার কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে, তাহলে দ্বিতীয় ভাগে শুনানি হবে। সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা (West Bengal Dearness Allowance Case) চলছে, সেটা আফটার নোটিশ ম্যাটার, তাই ডিএ মামলার (DA Case) শুনানি ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটারের পরেই হবে।
সরকারি কর্মীদের ১২% DA ও ৩৬০০০ টাকা বেতন বৃদ্ধি। কবে থেকে অ্যাকাউন্টে পাবেন?
রাজ্য সরকারি কর্মচারীদের তাই পরবর্তী শুনানি ২০২৫ মাসের জানুয়ারির ৭ তারিখের জন্যই অপেক্ষা করতে হবে। ২০২৫ সালের ৭ জানুয়ারির ডিএ শুনানি (Dearness Allowance) অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য। আর এবারে দেখার এই যে সেই দিন সঠিক সময়ে শুনানি হয় নাকি ফের এই মামলার তারিখ পিছিয়ে যায় সেই নিয়ে চিন্তায় অনেকে।
Written by Shampa debnath