Holiday: ফের একটানা ছুটি! বন্ধ থাকতে চলেছে স্কুল-কলেজ সহ সরকারি অফিস গুলি
রাজ্য সরকারি কর্মী ও পড়ুয়াদের জন্য ভালো খবর। আবার টানা ছুটি (Government Holiday)! ছোট হোক আর বড় হোক সবারই আনন্দ হয় ছুটির খবর পেলে। সব সময়ের একঘেয়ে ধরা বাঁধা জীবন থেকে কয়েক দিন একটু ছুটি পেলে মন মেজাজ সব ভালো হয়ে যায়। আর যারা ঘুরতে ভালবাসেন তাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি হয়ে যায়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টানা ছুটির খবর।
Long Holiday for Schools & Government Offices.
বিগত প্রায় দুই মাস গরমের ছুটি (Summer Vacation) পেয়েছে স্কুল পড়ুয়ারা। কিন্তু সরকারি কর্মীদের ভাগ্যে তেমন ভাবে কোনো টানা ছুটি জোটেনি। উপরন্তু সেই সময় ভোট চলাকালীন তাদের টানা ভোটের কাজ করে যেতে হয়েছে। তবে আগস্ট মাসে সরকারি কর্মীরা পেতে চলেছে টানা ছুটি (Holiday). আগস্ট মাসের প্রথম সপ্তাহ সবেমাত্র শেষ হয়েছে।
পশ্চিমবঙ্গে একটানা ছুটি!
আর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহেই টানা ছুটি (Holiday) পাবেন সরকারি কর্মী সহ স্কুল পড়ুয়ারা। আর এই ছুটি কবে ও কারা পাবে এবং কবে কবে থাকছে ছুটি চলুন দেখে নিন ছুটির তালিকা। কিন্তু এবারে কোন না কোন কারণের এই ছুটির কিছু না কিছু হেরফের হতে পারে।
আগস্ট মাসের ছুটির তালিকা
প্রতি মাসেই কিছু না কিছু অনুষ্ঠান থাকে বাঙালিদের। চলতি বছর শুরুর থেকেই অনেক ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু জুলাই মাসে তেমন টানা ছুটি পায়নি সরকারি কর্মীরা। কিছু হলিডে পেয়েছে রাজ্য সরকারি কর্মীরা। তবে এবার এই মাসের দ্বিতীয় সপ্তাহেই রয়েছে টানা ছুটি (Holiday). আগস্ট মাসে টানা ছুটি পাবে সরকারি কর্মীরা। 15 ই অগাস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে সারা দেশে ছুটি।
টানা ৫ দিন ছুটি পাওয়া যাবে
আর রাখি পূর্ণিমা পড়েছে 19 শে আগস্ট সোমবার। তার আগে শনি ও রবিবার পড়েছে সেই দিন এমনিতেই ছুটি (Holiday) থাকছে। আর এর সাথে রাখি পূর্ণিমা পড়েছে সোমবার এই ছুটি যোগ করে দিলেই পর পর 3 দিন ছুটি। আর 15 তারিখের পরের দিন যদি কেউ লিভ নিতে পারে তাহলে পর পর 5 দিন ছুটি পেয়ে যাবেন। এরপরে আছে জন্মাষ্ঠমি। এই জন্মাষ্ঠমি পড়েছে 26 শে আগস্ট, সেই দিন সোমবার।
মুখ দেখালেই হয়ে যাবে UPI-র টাকা লেনদেন! নতুন ভাবনা জানালো NPCI
ফলে আবার ছুটি পাবেন সরকারি কর্মীরা টানা তিন দিন শনি, রবি, সোমবার ছুটি (Holiday) পাবেন তারা। অতএব বোঝাই যাচ্ছে আগস্ট মাসে দুই দফায় টানা ছুটি পেতে চলেছে সরকারি কর্মীরা। আপনাদের আগেই ছুটির খবর দিয়ে দিলাম আমরা। তাই আর দেরি না করে ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি করে ফেলুন।
Written by Ananya Chakraborty.