ছুটি

Holiday List 2024 – প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের নতুন ছুটির তালিকা। 2024 সালে অফিস ও স্কুল কলেজ কতদিন ছুটি থাকবে?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পূর্ণাঙ্গ ছুটির তালিকা তথা West Bengal Holiday List 2024 প্রকাশ করল নবান্ন। ২০২৪ সালের ছুটির তালিকা অনুযায়ী যা দেখা যাচ্ছে, চলতি বছরের তুলনায় আগামী বছরে রয়েছে আরও লম্বা ছুটি। সাধারণভাবে সরকারি কর্মচারী এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সকলের জন্যই এটি একটি দারুন সুখবর। কারণ একঘেয়েমি কাজের শেষে যদি লম্বা ছুটি কাটাতে পারেন, তাহলে আনন্দিত হন সকলেই, তাই না। প্রতিবছর নভেম্বর মাসে নবান্নের তরফ থেকে প্রকাশ করা হয় এই রাজ্যের আগামী বছরের সমস্ত ছুটির তালিকা (Holiday List 2024). তো চলুন নিচে দেখে নিন এই ছুটির বিজ্ঞপ্তি এবং বিস্তারিত তালিকা।

West Bengal Holiday List 2024

সাধারণত দুটি ভাগে ছুটি গুলিকে ভাগ করে Holidays in 2024 তালিকা নির্ধারণ করেছেন নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি ছুটি দেওয়া হয় Negotiable Instrument Act 1881 অনুযায়ী। শনি এবং রবিবারের ছুটি গুলি যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আর দ্বিতীয় ভাগের ছুটি টির মধ্যে থাকে রাজ্য সরকারের নিজস্ব ঠিক করা বিভিন্ন ছুটি। যেমন কোন জাতীয়, রাজ্য অথবা স্থানীয় স্তরের উৎসব বা অন্যান্য প্রয়োজনীয় কারণবশত ছুটি ইত্যাদি।

দুর্গাপূজা সহ কালী পূজা ভাইফোঁটার ছুটিগুলি এরই অন্তর্ভুক্ত। যাই হোক, এসব উৎসবগুলির কারণে এবছরও অক্টোবর এবং নভেম্বর মাসে লম্বা ছুটির আনন্দ উপভোগ করেছেন রাজ্যের সকল সরকারি কর্মচারীরা। তবে এই উৎসবের আমেজ কাটিয়ে আবারো খুলে গিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলি। ফলে একঘেয়েমি কাজে ফিরতে হয়েছে সকলকে আবার। তাই এমতাবস্থায় সকলেরই মনে একটা প্রশ্ন, আবার কবে দীর্ঘ ছুটি (Holiday List 2024) পাওয়া যাবে?

এক্ষেত্রে Holidays in 2024 এর জন্য লম্বা এই ছুটির তালিকা (Holiday List 2024) রাজ্যের শিক্ষার্থী এবং চাকরিজীবীদের মুখে অনেকটাই হাসি ফুটিয়ে তুলবে এ কথা বলা যায়। তবে যেমনটা এবছর হয়েছে, কিছু কিছু ছুটি রবিবার পড়ায় সে সমস্ত ছুটিগুলির আনন্দ নষ্ট হয়েছে সরকারি কর্মচারী এবং শিক্ষার্থীদের, আগামী বছরেও তা হতে চলেছে। এবছর গান্ধী জয়ন্তী পড়েছিল রবিবার। ফলে সেই ছুটিটি পাননি সকলে। আবার আজকে ছট পুজো। অথচ রবিবার পড়ায় এর ছুটিটিও নষ্ট হয়েছে (Holidays in 2024).

Holiday List 2024

২০২৪ এ কোন কোন দিন ছুটি?
1st জানুয়ারি সোমবার – ইংরেজি নববর্ষ,
12nd জানুয়ারি শুক্রবার – স্বামী বিবেকানন্দের জন্মদিন,
23rd জানুয়ারি মঙ্গলবার – নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন,
26th জানুয়ারি শুক্রবার – প্রজাতন্ত্র দিবস,
14th ফেব্রুয়ারি বুধবার – সরস্বতী পুজো (বসন্ত পঞ্চমী),
26th ফেব্রুয়ারি সোমবার – সবেবরাত,
8th মার্চ শুক্রবার – শিবরাত্রি,
25th মার্চ সোমবার – দোলযাত্রা,

উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সংসদের বিজ্ঞপ্তি। শিক্ষক ও পরীক্ষার্থীদের জানা জরুরি।

29th মার্চ শুক্রবার – গুড ফ্রাইডে,
11th এপ্রিল বৃহস্পতিবার – ঈদ-উল-ফিতর,
14th এপ্রিল রবিবার – পয়লা বৈশাখ,
14th এপ্রিল রবিবার – আম্বেদকর জয়ন্তী,
21st এপ্রিল রবিবার – মহাবীর জয়ন্তী,
1st মে বুধবার – শ্রম দিবস,
8th মে বুধবার – রবীন্দ্রজয়ন্তী,
23rd মে বৃহস্পতিবার – বুদ্ধ পূর্ণিমা,
17th জুন সোমবার – বকরি ঈদ / ঈদ-উল-জোহা,

7th জুলাই রবিবার – রথযাত্রা,
17th জুলাই বুধবার – মহরম,
15th অগাস্ট বৃহস্পতিবার – স্বাধীনতা দিবস,
19th অগাস্ট সোমবার – রাখি বন্ধন,

26th অগাস্ট সোমবার – জন্মাষ্টমী,
16th সেপ্টেম্বর সোমবার – ফতেহা দেহাজ দাহাম,
2nd অক্টোবর বুধবার – মহালয়া,
2nd অক্টোবর বুধবার – গান্ধী জয়ন্তী,
10th অক্টোবর বৃহস্পতিবার – মহাসপ্তমী,

পুজোর ছুটি মিটলেই স্কুলে স্কুলে স্টেট অ্যাসেসমেন্ট সার্ভে পরীক্ষা। কোন কোন স্কুল বিবেচ্য

Holiday List 2024
11th অক্টোবর শুক্রবার – মহাঅষ্টমী ও মহানবমী,
13th অক্টোবর রবিবার – বিজয়া দশমী,
16th অক্টোবর বুধবার – লক্ষ্মীপুজো,
31st অক্টোবর বৃহস্পতিবার – কালীপুজো,
3rd নভেম্বর রবিবার – ভাতৃদ্বিতীয়া,
7th নভেম্বর বৃহস্পতিবার – ছট পুজো,
15th নভেম্বর শুক্রবার – গুরুনানক জয়ন্তী,
25th ডিসেম্বর বুধবার – বড়দিন।
Written by Nabadip Saha.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *