চাকরি

পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকারি কর্মীদের ডবল সুবিধা! মুখ্যমন্ত্রী কথা রাখলেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের (Govt Employees) জন্য ফের বাম্পার খুশির খবর। ভোট মিটতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) নিজের দেওয়া কথা রাখলেন। লোকসভা ভোটের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটের ফলাফল প্রকাশের পর এবার এই সব প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণ করা হচ্ছে সকলের জন্য। আর এর মধ্যে সরকারি কর্মীদের (Employee Benefits) জন্য কি ঘোষণা করা হচ্ছে সেই সম্পর্কে জেনে নিন।

West Bengal Home Guard Retirement Benefits.

এর আগে ভোটের দিন ঘোষনার পর রাজ্যের অর্থ বাজেট পেশ হওয়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষনা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হবে। আর সেই মত মে মাস থেকে এই নিয়ম কার্যকর করাও হয়েছে। আগে রাজ্য সরকারি কর্মীরা পেত 10% DA (Dearness Allowance) এখন 14% হারে মহার্ঘ ভাতা পায়।

পশ্চিমবঙ্গে হোম গার্ডদের ভাতা বৃদ্ধি

এই দিকে বেশ কিছু দিন আগে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের হোমগার্ডের অবসরকালীন ভাতাও বৃদ্ধি কথা ঘোষনা করেছিল রাজ্য সরকার। এতদিন পর্যন্ত অবসরকালিন হোমগার্ডরা পেতেন 3 লক্ষ টাকা। এবার থেকে তারা 5 লক্ষ টাকা করে পাবেন। রাজ্যে এই মুহুর্তে 18 হাজারেরও বেশি হোমগার্ড আছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের ভিত্তিতে কলকাতা পুলিশ (Kolkata Police) এবং রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজিকে অবগত করা হয়েছে।

পশ্চিমবঙ্গে শিক্ষকদের DA বৃদ্ধি!

তবে এবার সুখবর পেল রাজ্যের শিক্ষক ও শিক্ষা কর্মীরা। সম্প্রতি উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, চলতি বছরের মে মাস থেকেই শিক্ষক ও শিক্ষা কর্মীরা আর 4% মহার্ঘ ভাতা পাবে। তবে সেটা এক মাস থেকেই বাড়ছে অর্থাৎ চলতি বছর 2024 সালের এপ্রিল থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পেতে চলেছে শিক্ষক ও শিক্ষা কর্মীরা।

DA (বকেয়া ডিএ)

পশ্চিমবঙ্গে ৬ষ্ঠ বেতন কমিশন

হিসেব আনুযাযী ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় এপ্রিলে রাজ্যের শিক্ষক ও শিক্ষা কর্মীরা 10% হারে DA পেয়েছিলেন। কিন্তু রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ি এপ্রিল মাসেও 14% হারে DA দেওয়া হবে তাই তাদের এপ্রিল মাসের যে বকেয়া 4% মহার্ঘ ভাতা থাকছে তা জুন মাসের বেতনের সাথে দেওয়া হবে অর্থাৎ তারা জুন মাসের বেতনের সাথে 18% DA পাবেন। আবার জুলাই মাস থেকে 14% হারে মহার্ঘ ভাতা পাবেন।

গ্রাহকদের পকেট খালি! Loan EMI খরচ বৃদ্ধি পেতে চলেছে RBI এর সিদ্ধান্তে

আর অনেক দিন ধরেই সরকারি কর্মী ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এই চাপা উত্তেজনা কাজ করছিল এই নিয়ে। আর এই DA বৃদ্ধির ফলে কিছুটা হলেও এই উত্তাপ কমেছে বলে মনে করছেন অনেকে। আর এবারে মনে করা হচ্ছে যে আগামীদিনে সুপ্রিম কোর্টে এই মহার্ঘ ভাতা নিয়ে মামলায় কি নির্দেশ দেওয়া হয়। কিন্তু সরকারের এই পদক্ষেপে অনেকেই খুশি।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *