চাকরি

Salary Hike – 3000 টাকা বেতন বৃদ্ধি। রাজ্যের কর্মীদের জন্য দারুণ সুখবর।

নতুন বছরের শুরুতেই Salary Hike বা বেতন বৃদ্ধি নিয়ে ফের একবারের জন্য দারুণ খবর পাওয়া গেল। ইতিমধ্যেই নতুন বছরের আনন্দ ভুলে সকলে নিজেদের রোজকারের কাজে নিমগ্ন হয়ে পড়েছে। আর এই কারণের জন্যই বছরের শুরুতেই সকলেই কিছুটা হলেও বেতন বৃদ্ধি বা Salary Hike এর আশা করছে। নতুন বছর পড়তেই নানা রকমের খুশির খবর দিচ্ছে রাজ্য থেকে কেন্দ্র সবাই।

Salary Hike News In West Bengal.

নতুন বছর পড়তেই অনেক সরকারি কর্মীদের (Government Employees) বেতন বাড়ছে। তাই এই বেতন বাড়ার দৌড়ে পিছিয়ে নেই চটকল কর্মীরাও। তাদেরও এবার বেতন বাড়বে (Salary Hike) আর তার সাথে বাড়বে বোনাসও। লোকসভা ভোটের আগে চটকল কর্মীদের বেতন ও ভাতা বাড়বে (Salary Hike). এর জন্যে ত্রিপাক্ষিক চুক্তি করল সরকার। আধিকারিকরা জানিয়েছেন, বুধবার রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক এর সাথে ইন্ডিয়ান জুটমিলস অ্যাসোসিয়েশন।

ইন্ডিয়ান জুটমিলস অ্যাসোসিয়েশনে না থাকা জুটমিল মালিক এবং ২৩টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের মধ্যে সেই চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে 113টি জুটমিলের 3 লক্ষের ও বেশি কর্মী উপকৃত হবেন। মনে করা হচ্ছে এই চুক্তির ফলে কর্মীদের বেতন ও ভাতা বাড়তে পারে (Salary Hike). তাদের বক্তব্য এর আগে 2019 সালে এমন চুক্তি সাক্ষর করা হয়েছিল। চটকল কর্মীদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এমন চুক্তি সাক্ষর করা হয়ে থাকে।

ত্রিপাক্ষিক চুক্তিতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়

এবারের তৃপক্ষিক চুক্তিতে চটকলের কর্মচারিদের বেতন বৃদ্ধি করা হয়েছে। বলা হয়েছে এবার থেকে তাদের মাসিক বেতন বেড়ে হল 14066 টাকা অর্থাৎ 3562 টাকা বাড়ান হয়েছে নতুন কর্মীদের মাসিক বেতন। এই সিদ্ধান্তের ফলে সার্বিকভাবে নতুন কর্মচারিদের CTC (Cost To Company) বাড়ছে 4550 টাকা। যারা চটকলের পুরনো কর্মচারি তাদেরও বেতন বাড়ান (Salary Hike) হয়েছে।

তারা এতদিন মাসে 16718 টাকা বেতন পেতেন কিন্তু এখন তাদের 553 টাকা বেতন বাড়ান হল। ফলে তাদের এখন বেতন দাঁড়িয়েছে 17721 টাকায়। 2019 সাল থেকে যে সব কর্মীরা কাজ করছেন তারা মাসে 14132 টাকা বেতন পাবেন। তাদের বেতন 586 টাকা বাড়ান (Salary Hike) হয়েছে। যে কর্মচারীরা 2002 সাল থেকে কর্মরত আছেন, তাদের বেতন বাড়ছে 627 টাকা।

Teacher Recruitment Scam (শিক্ষক নিয়োগ দুর্নীতি)

এবার থেকে তাদের মাসিক বেতন বেড়ে 15837 টাকা হল। বর্তমানে যে শ্রমিকরা চটকলে কাজ করছেন তাদের অ্যাড হক অর্থ হিসেবে বাড়তি 150 টাকা পাবেন। সবথেকে অভিজ্ঞ শ্রমিকদের দৈনিক উপস্থিতির বোনাসও বাড়ান হয়েছে। এসব শ্রমিক রা দৈনিক উপস্থিতি বাবদ 50 টাকা পাবেন। আর নতুন যোগ দেওয়া শ্রমিকরা (Salary Hike) 10 টাকা করে পাবে।

1 লক্ষ শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা। শিক্ষা দফতরের কড়া নির্দেশ।

সব ধরনের কর্মীদের বাড়ি ভাড়ার ভাতাও (HRA) বাড়ান হয়েছে। আগে যা ছিল 5% এখন তা বাড়িয়ে করা হয়েছে 7.5%. 2.5% বাড়ি ভাতা বাড়ান হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, এই চুক্তিতে ঠিক করা হয়েছে যে নিজেদের পদের ভিত্তিতে একটি নির্দিষ্ট ‘ফিটমেন্ট অ্যালোওয়েন্স’ পাবেন সব ধরনের কর্মচারীরা অদক্ষ কর্মচারী, স্বল্প দক্ষ কর্মচারী, দক্ষ কর্মচারী এবং অত্যন্ত দক্ষ কর্মচারী।
Written by Ananya Chakraborty.

ট্যাক্স বাঁচানোর বিরাট সুযোগ এই 3 টি কাজের মাধ্যমে! ক্লেম না করলেই লোকসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *