প্রকল্প

Krishak Bandhu: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধু স্ট্যাটাস চেক, কৃষক বন্ধু লিস্ট 2024

রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) মাধ্যমে রাজ্যের কৃষকদের (Farmers) অনেকটাই সাহায্য করার চেষ্টা করছে। কৃষিকাজের জন্য জরুরি জিনিসপত্র কেনার জন্য বা অন্যান্য কোন কাজের খরচা করার জন্য এই টাকা দেওয়া হয়ে থাকে। আর এই ধরণের আরও এক সরকারি প্রকল্পের (Government Scheme) নাম হল প্রধানমন্ত্রী কিষান যোজনা (PM Kisan Yojana).

Krishak Bandhu Payment Status Check

কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) দুই ভাগে টাকা দেওয়া হয়। একটি রবিশস্যের জন্য টাকা দেওয়া হয় রবি মরশুমে আর একটা খারিফ শস্যের জন্য টাকা দেওয়া হয় খারিফ মরশুমে। সম্প্রতি আরও এক কিস্তির জন্য টাকা পাবেন রাজ্যের কৃষকরা। রাজ্যের কৃষকদের (Krishak Bondhu) জন্য সর্বনিম্ন ৪০০০ থেকে সর্বোচ্চ ১০০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?

কৃষকদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা নির্দিষ্ট সময় পৌঁছে যায়। কৃষকরা অপেক্ষা করছেন কবে রবি মরশুমের জন্য টাকা দেওয়া হবে? সাধারণত, খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়া রবি মরশুমের টাকা দেওয়া অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তাহলে এবারে এই কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Prakalpa) টাকা কবে ঢুকবে দেখুন।

কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস চেক

  • প্রথমে আপনাকে যেতে হবে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে।
  • এরপর “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনটিকে সিলেক্ট করতে হবে।
  • কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের মাধ্যমে স্ট্যাটাস চেক করা যেতে পারে। এই কাজটি করার জন্য “আধার কার্ড” বা ভোটার কার্ড অপশনটি নির্বাচন করে নিতে হবে।
  • এরপর কৃষকের ভোটার কার্ড বা আধার কার্ডের নম্বরকে নির্ভুলভাবে ইন্টার করতে হবে।
  • এরপর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস (Krishak Bandhu) দেখতে পাবেন।

কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়া হয় সাধারণত জুন মাসে। আগের কয়েকটি বছর যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছে ডিসেম্বর মাস নাগাদ। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ট্রানজাকশন নামক ফাঁকা স্থান রয়েছে সেখানে এতদিন পর্যন্ত Ad Uploaded লেখা দেখা গিয়েছিল, তারপর Data Approved লেখা এসেছিল।

Gatidhara Prakalpa (গতিধারা প্রকল্প)

তবে সম্প্রতি সেই জায়গায় Account Valid নামক এই লেখাটি এসেছে। এই লেখাটি আসার অর্থ হচ্ছে রাজ্য সরকারের তরফে আপনাদের অ্যাকাউন্টের সমস্ত কিছু যাচাই বাছাই প্রক্রিয়া চলছে, খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। বিশেষ করে এই বছর বন্যা ও নিম্নচাপ জনিত কারণে কৃষকদের চাষবাসে অনেকটাই ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী স্বানিধি যোজনা। ব্যবসা করার জন্য ৫০,০০০ টাকা ঋণ কিভাবে পাবেন?

সেই জন্যই যদিও ডিসেম্বর মাসে রবিশস্যের টাকা ঢোকার কথা, তবে মনে করা হচ্ছে নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহের শুরুতে প্রকল্পের টাকা পেয়ে যাবেন কৃষকরা। এই আর কিছু দিনের অপেক্ষা, তারপরে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) টাকা।
Written by Shampa debnath

Related Articles