প্রকল্প

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি নিয়ে পুজোর আগেই সুখবর! আবার টাকা বাড়ানো হবে?

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে এক এক করে অনেক প্রকল্প (Lakshmir Bhandar) চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee). সেই সব গুলোর মধ্যে রাজ্য সরকারের দুর্দান্ত একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের জন্য চালু করা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lokkhir Bhandar) খুব জনপ্রিয় হয়েছে। অনেকে এও মনে করছেন তৃণমূল সরকার এর ভোটে জেতার পেছনে প্রধান কারন হল মহিলা ভোট। আর এই মহিলা ভোট এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য (Government of West Bengal).

West Bengal Lakshmir Bhandar Scheme 2024.

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar) যখন প্রথম চালু করা হয় তখন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সাধারন শ্রেনীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের 1000 টাকা করে দেওয়া হত। তবে এতে সাধারন শ্রেনীর মহিলাদের মধ্যে কিছুটা হলেও ক্ষোভের সঞ্চার হয়েছিল কারন 500 টাকা দিয়ে বর্তমানে কিছুই হয় না।

পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প!

তাই এই ক্ষোভও প্রশমন করে দিয়েছে রাজ্য চলতি বছর রাজ্য বাজেট অধিবেশনের দিন এই Lakshmir Bhandar প্রকল্পের ভাতার পরিমান বাড়িয়ে দেয় সরকার। এখন এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা সাধারন শ্রেনীর মহিলাদের আর 1200 টাকা তপশিলি জাতি ও উপজাতিদের দেওয়া হয়। কোনো মহিলা এই টাকা হাত খরচ হিসেবে ব্যবহার করছেন আবার কেউ সংসার খরচ হিসেবে ব্যবহার করছে।

লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি!

2021 সালে বিধান সভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের হাতে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হবে আর সেই মত ভোটে জিতে এই প্রকল্প চালু করেন। Lakshmir Bhandar প্রকল্প চালু হওয়ার পর এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প থেকে। দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) বিভিন্ন প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার থেকেই লক্ষ লক্ষ মহিলা আবেদন করতে শুরু করেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন!

দুয়ারে সরকার ক্যাম্পের পরে বিভিন্ন জায়গায় BDO অফিস, পৌরসভা, SDO অফিসেও আবেদন করা শুরু হয়। এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের সংখ্যা প্রায় 2 কোটি। তবে এবার এই Lakshmir Bhandar-র ভাতার পরিমান বাড়ান হবে এই নিয়ে ঘোষনা হতে পারে বলে শোনা যাচ্ছে। সরকারি সুত্রে খবর, বর্তমানে রাজ্যের প্রায় 2 কোটি 11 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

LPG Gas (রান্নার গ্যাস)

লোকসভা ভোটের ঠিক আগে এই Lakshmir Bhandar প্রকল্পের টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এখন কানা ঘুষো শোনা যাচ্ছে, লোকসভা ভোট আর বিধানসভা উপ নির্বাচনের সাফল্য এর দিকে নজর রেখেই এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমান বাড়াতে পারে সরকার। এই ভাতার পরিমান বাড়িয়ে 1500 বা 2000 টাকা করা হতে পারে।

10000 টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! কিভাবে আবেদন করলে পাবেন?

তবে এই নিয়ে এখন আনুষ্ঠানিক ভাবে কোনো কিছু ঘোষনা করা হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তবে সরকারের তরফে এই ধরণের ঘোষণা হলে আখেরে এই Lakshmir Bhandar প্রকল্পের কোটি কোটি মহিলাদের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অনেকেই ভাবছেন যে আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই নিয়ে কিছু ঘোষণা করা হতে পারে।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *