Lakshmir Bhandar – লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশি টাকা পাবে মহিলারা। কত বেশি? কবে থেকে পাবেন?
এইবার লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) দ্বারা ২০২১ সালে চালু হওয়া এই প্রকল্পের জনপ্রিয়তা এখন তুঙ্গে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (WB CM Mamata Banerjee) এই প্রকল্প শুরু করেন। ২০২১ সালের ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন তিনি জিতলে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করবেন।
Allowance of Lakshmir Bhandar Increase News.
লক্ষ্মীর ভান্ডারে প্রথমে ৫০০ টাকা করে মহিলাদের দেওয়া হচ্ছিল। তপশিলি জাতির জন্য লক্ষ্মীর ভান্ডারে (Lakshmir Bhandar) দেওয়া হচ্ছিলো ১০০০ টাকা। ২০২৪ সালের রাজ্যের বাজেট পেশের সময় এই প্রকল্পে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ৫০০ টাকাকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয় এবং তপশিলি জাতীদের ১০০০ টাকা বাড়িয়ে ১২০০ টাকা করা হয়।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সিদ্ধান্ত!!
কেন্দ্রীয় শাসক দল অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার নিয়ে কখনোও বিশেষ ক্ষোভ প্রকাশ করেননি। Lakshmir Bhandar পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু। এই প্রকল্পের জনপ্রিয়তা এবং চাহিদা থাকার দরুন তারা বিভিন্ন জায়গায় এই প্রকল্পের উল্লেখ করেছেন। রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার ডাকা একটি অধিবেশনে জানান বিজেপি সরকার যদি ক্ষমতায় আসেন তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না।
লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়বে?
বিজেপি সরকারের তরফ থেকে Lakshmir Bhandar অনুদান হিসেবে দেওয়া হবে ২০০০ টাকা!! বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে ” ৫০০ টাকার তো আর সংসার চলেনা। যেখানে বেগুন কিলো ১০০ টাকা। তাই বিজেপি সরকার লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাবদ ২০০০ টাকা করে দেবে প্রতিমাসে”। নন্দীগ্রামের একটি জনসভায় বিজেপির একজন প্রধান মুখপাত্র শুভেন্দু অধিকারীও রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এর মন্তব্যে মন্তব্য করে জানান বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে Lakshmir Bhandar Scheme বন্ধ করা হবে না।
কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বেশি টাকা পাবেন?
বরঞ্চ প্রকল্পের নাম বদলে রাখা হবে অন্নপূর্ণা ভান্ডার। অনুদানেও আনা হবে আমূল পরিবর্তন। ৫০০ টাকার পরিবর্তে আবেদনকারীরা প্রতি মাসে পাবেন ২০০০ টাকা করে। অমিত শাহও চলতি মাসের শুরুতে উলুবেড়িয়ায় দাঁড়িয়ে বলেছেন, মমতা দিদি বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে Lakshmir Bhandar বন্ধ করে দেবে। বিজেপি কোনো পরিকল্পনা বন্ধ করতে যাচ্ছে না। ২০২৬ সালের বিজেপি রাজ্যে জিতলে এই টাকা বৃদ্ধি করা হবে।
বরঞ্চ তারা Lakshmir Bhandar প্রকল্পে নগদের পরিমাণ আরো 100 টাকা বাড়িয়ে দেবেন। বিজেপি সরকারের পাশাপাশি কংগ্রেসও লক্ষ্মীর ভান্ডারের মতোই তাদের শাসিত রাজ্য গুলোতে প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন। সোনিয়া গান্ধীর প্রতিশ্রুতি কংগ্রেস ক্ষমতায় এলে চালু করা হবে মহালক্ষ্মী প্রকল্প (Mahalaxmi Yojana). যেখানে অনুদান বাবদ মহিলাদের দেওয়া হবে ২৫০০ টাকা প্রতিমাসে।
১০ টাকার কয়েন নিয়ে RBI এর বড় সিদ্ধান্ত! আপনার কাছে থাকলে জানুন
কংগ্রেস শাসিত কর্ণাটকে ইতিমধ্যে চালু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ধাঁচেই এক প্রকল্প। ধীরে ধীরে এই প্রকল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে। সুতরাং লক্ষ্মীর ভান্ডার নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিশ্রুতি অনুযায়ী যে সরকারী রাজ্যের শাসক দল হোক না কেনো লক্ষ্মীর ভান্ডারের অনুদান বন্ধ হবে না। আর এই বেশি টাকা দেওয়ার খবর সম্পূর্ণ একটি প্রতিশ্রুতি। এবারে দেখার অপেক্ষা যে ভবিষ্যতে কি হতে চলেছে।
Written by Sathi Roy.