Voter List – পশ্চিমবঙ্গে নতুন ভোটার লিস্ট প্রকাশিত। চূড়ান্ত তালিকায় কার নাম আছে? কার নাম বাদ? দেখে নিন।
ভোটার কার্ড প্রতিটা ভারতীয় নাগরিকদের থাকতে হবে (Voter List). 18 বছর হলেই ভারতীয়রা ভোটার কার্ড এর জন্যে আবেদন করতে পারে। যারা ভোটার কার্ড (Voter Card) এর জন্যে আবেদন করেছিলেন সেই ভোটার কার্ডএর লিস্ট প্রকাশ হল। 2024 সালের ভোটার লিস্ট (Voter List) প্রকাশ হল। যারা নতুন ভোটার কার্ড এর জন্যে আবেদন করেছিলেন।
New Voter List 2024 In West Bengal.
আর বর্তমানে আমাদের দেশে একটা খবর খুবই চর্চায় রয়েছে যেখানে বলা হচ্ছে যে কয়েক কোটি আধার কার্ড (Aadhaar Card) বাতিল করা হয়েছে। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কোন ধরণের সঠিক তথ্য পাওয়া যায়নি। আর এই কারণের জন্যই অনেকেই মনে করছেন যে এবারে নতুন ভোটার তালিকায় (Voter List) হয়তো অনেকেই নাম বাদ পরতে পারে।
এছাড়াও আমরা দেখে এসেছি যে নামের ভুল বা কোন মানুষের মৃত্যুর কারণেও অনেকের এই ভোটার কার্ড (Voter Card) বাতিল হয়ে যায়। আর এই কারণের জন্য অনেকেই এখন চিন্তিত রয়েছে এবং এই কারণের জন্যই আপনারা যদি সংশোধনের জন্য আবেদন করেছিলেন তাদের নাম আছে কি না নাকি বাতিল হয়েছে ও এই Voter List 2024 থেকে তা জানা যাবে।
আজ আপনাদের সাথে এই নিয়েই আলোচনা করব। অনলাইনের মাধ্যমে নিজের স্মার্টফোন অথবা কম্পিউটার এর মাধ্যমে কিভাবে ভোটার লিস্টে নিজের নাম দেখবেন সেই নিয়ে আজকের এই প্রতিবেদন। আর আগের থেকে এই সম্পর্কে জেনে নিলে আপনাদের আর কোন ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে না। তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
How To Download New Voter List
১) প্রথমে www.ceowestbengal.nic.in এই লিঙ্কটিতে যেতে হবে।
২) এরপরে Electoral Roll ক্লিক করতে হবে।
৩) পরের পেজে রাজ্য, জেলা, বিধানসভা এই সবের নাম এবং কোন ভাষায় ভোটার লিস্ট এর pdf পেতে চান তা সিলেক্ট করতে হবে।
৪) এরপরে ক্যাপচা কোড পূরণ করতে হবে।
বাতিল আধার কার্ড প্রসঙ্গে জরুরি বৈঠক নবান্নে। আজ থেকে চালু হচ্ছে।
৫) এরপরে বিভিন্ন পোলিং স্টেশন এর নাম আসবে সেখান থেকে আপনার পোলিং স্টেশন এর নাম খুঁজে বেড় করে ৬) Final Roll 2024 এতে থাকা ডাউনলোড চিহ্নে ক্লিক করতে হবে।
৭) ক্লিক করার সাথে সাথে ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে।
৮) এবার ডাউনলোড করা ফাইলটি ওপেন করে দেখে নিন Voter List আপনার নাম আছে কিনা।
Written by Ananya Chakraborty.