পশ্চিমবঙ্গের খবর

OBC Certificate নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে চাপে পশ্চিমবঙ্গ সরকার! বাতিল হয়ে যাবে সব?

কিছুদিন আগে পশ্চিমবঙ্গে ২০১০ সালের পর থেকে জারি করা OBC Certificate বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফ থেকে। এরপর এই মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court of India) নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). আর এবারে এই মামলা নিয়ে রীতিমত ব্যাক ফুটে সরকার।

West Bengal OBC Certificate Case in Supreme Court of India.

কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা একটু হলেও শোচনীয়। গতকাল সোমবার সুপ্রিম কোর্টে বাংলার OBC Certificate বাতিল মামলার প্রথম শুনানি ছিল। আর গতকালের সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা চাপে রাজ্য সরকার। এর আগে গত মে মাসে OBC সার্টিফিকেট সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ওঠে।

পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট মামলা

সেখানে হাইকোর্ট রায় দিয়েছিল 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব OBC Certificate বাতিল করতে হবে। এর ফলে তোলপাড় হয়ে যায় রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) তখন বলেন ‘আমি হাইকোর্টের রায় মানি না, আমরা সুপ্রিম কোর্টে যাব’। তখন হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল?

হাইকোর্টের নির্দেশ ছিল 2011 সাল থেকে জারি করা সব OBC Certificate বাতিল করতে হবে। এর ফলে একধাক্কায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। হাইকোর্টের এই রায় দেওয়ার পরই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দারস্থ হয়। গতকাল সোমবার এই মামলার শুনানিতে রাজ্যকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। কি জানানো হল সেই নোটিশে জেনে নিন।

রাজ্যকে কড়া নোটিশ দিলো সুপ্রিম কোর্ট

এই দিন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandrachur) বেঞ্চে মামলা উঠলে OBC তালিকাভুক্ত 77 টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করে শীর্ষ আদালত। কিসের ভিত্তিতে এই 77 টি সম্প্রদায়কে OBC Certificate দিয়েছিল রাজ্য সেই বিষয়ে জানতে চায় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ অনুযায়ি 7 দিনের মধ্যে ব্যাখ্যা সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে।

DA (মহার্ঘ ভাতা বৃদ্ধির খবর)

সুপ্রিম কোর্টের নির্দেশ মত, OBC তালিকাভুক্ত ওই 77 টি সম্প্রদায় নিয়ে কি ধরনের সমীক্ষা করা হয়েছিল। সেই বিষয়ে জানতে চায় সুপ্রিম কোর্ট। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সাথে এই বিষয় নিয়ে রাজ্যের কোনো আলোচনা হয়েছিল কিনা তাও লিখিত আকারে হলফনামায় জানাতে হবে রাজ্য সরকারকে।

আধার কার্ডে কিভাবে 50000 লোন পাবেন? তাৎক্ষণিক ব্যাক্তিগত ঋণের জন্য অনলাইন আবেদন

রাজ্যের তরফে ওই দিন হাইকোর্টের দেওয়া OBC Certificate রায়ের উপরে স্থগিতাদেশ চাওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি। আগামী সপ্তাহে মামলার পরের শুনানি আছে তখন স্থগিতাদেশের আবেদন শোনা হতে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আর এরফলে চিন্তায় লক্ষাধিক সার্টিফিকেট হোল্ডার।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *