গুরুত্বপূর্ণ খবর

Ration Card: রেশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের! মধ্যবিত্তের জন্য বড় আপডেট

রাজ্যের কোটি কোটি রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য দারুণ খবর। অক্টোবর মাস পরে গিয়েছে তার সাথে সাথে পুজোর ডঙ্কা ও বেজে গিয়েছে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আর এককথায় বলতে গেলে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। এই আবহের মাঝেই মধ্যবিত্তদের খুশি আর দ্বিগুণ করে দেওয়ার জন্য রেশন (Free Ration Items List) নিয়ে বড় আপডেট এলো (Government of West Bengal).

Ration Card Holders will know the Government Decision

তবে এই খবর নতুন কিছু নয় প্রতি বছরই পুজোর সময় রাজ্য সরকার রাজ্যবাসীদের জন্য এই কাজ করে থাকে। তাই প্রতি বছরের ন্যায় এবারও পুজোয় দেওয়া হবে কিছু রেশন কার্ডে অতিরিক্ত রেশন। কোন রেশন কার্ডে (Ration Card) কত রেশন দেওয়া হবে সেই তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। আর এই তালিকা গ্রাহকদের মেসেজ করেও জানিয়ে দেওয়া হয়েছে।

Free Ration Items List in West Bengal

পশ্চিমবঙ্গে বর্তমানে ৫ ধরণের রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে। আর এই কারণের জন্যই প্রত্যেক গ্রাহকরা প্রতিমাসে আলাদা আলাদা করে সামগ্রী পেয়ে থাকেন। আর এই কারণের জন্যই অনেকেই রেশন তুলতে যাওয়ার আগে জানতে চান যে এবারে কি কি দেওয়া হবে। আর পুজোর মাসে কি বেশি কিছু মিলবে? দেখে নেওয়া যাক।

অক্টোবর মাসে রেশন তালিকা

করোনার পর থেকেই বিনামূল্যে রেশন দেওয়া শুরু করে কেন্দ্র সরকার। প্রতিমাসে দেশের সাধারন মানুষদের যাদের রেশন কার্ড রয়েছে তাদের বিনামূল্যে নির্দিষ্ট পরিমান রেশন দেওয়া হয়। অক্টোবর মাসেও এর অন্যথা হবে না। আর এবারে সরকারের তরফে কোন ধরণের অতিরিক্ত সামগ্রী দেওয়ার কথা বলা হয়নি। তাই কোন কার্ডে কত সামগ্রী পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড

যেই সব গ্রাহকদের AAY Ration Card বা অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ড রয়েছে তাদের সব থেকে বেশি রেশন দেওয়া হয় আর এবার পুজোর আগেও বেশি রেশন দেওয়া হবে তাদের। এই কার্ডের গ্রাহকরা মাথা পিছু 21 কেজি চাল, 13 কেজি 300 গ্রাম গম বা 14 কেজি আটা এবং 1 কেজি চিনি পাবেন।

Ration Items (রেশন সামগ্রীর তালিকা)

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা রেশন কার্ড

RKSY-1 আর RKSY-2 রেশন কার্ডে 5 কেজি করে চাল দেওয়া হত। তবে এখন আর তা দেওয়া হয় না। এখন এই কার্ড গ্রাহকদের শুধু মাথাপিছু 2 কেজি করে চাল দেওয়া হয়। আর চাইলে এই সকল গ্রাহকরা বা সকল Ration Card গ্রাহকরা সামান্য কিছু মূল্যে রেশন দোকান থেকে অন্য সামগ্রী কিনে নিতে পারবেন।

টানা ১৭ দিন বন্ধ থাকবে সব! স্কুল-কলেজ সরকারি অফিসের ছুটির তালিকা

স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড

যাদের এই SPHH ও PHH Ration Card দুটো রয়েছে তারা অক্টোবর মাসে মাথা পিছু 3 কেজি করে চাল, 1 কেজি 900 করে গম অথবা 2 কেজি আটা পাওয়া যাবে। এই কার্ড দুটোতে গম বা আটার পরিবর্তে চাল নিতে পারবে গ্রাহকরা। তবে রেশন দোকানে চাল থাকলে পাবেন, নইলে গম বা আটা নিতে হবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন আরও আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles