Ration Items List: রেশন সামগ্রী বেড়ে গেল? কোন রেশন কার্ডে কত কিলো মাল পাবেন দেখুন
রেশন কার্ড (West Bengal Ration Card) সাধারন মানুষদের কাছে খুব গুরুত্বপূর্ণ নথি (Ration Items List). আধার কার্ড, প্যান কার্ড এর মতই গুরুত্বপূর্ণ রেশন কার্ড। এই নথি সবথেকে বেশি দরকারি হল গরিব ও মধ্যবিত্ত মানুষদের কাছে। কারণ এই রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন (Free Ration) দেওয়া হয়। প্রতি মাসে বিভিন্ন প্রকার রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী (Ration Items) বরাদ্দ করেছে সরকার তা খাদ্য দফতর (Food & Supplies Department) নোটিস দিয়ে জানিয়ে দেয় (Khadya Sathi Scheme).
Ration Items List in August 2024.
আগস্ট মাস পরে গিয়েছে এই মাসে রাজ্যের অসংখ্য রেশন গ্রাহকদের বেশ কয়েকটি যোজনার অধীনে মাথা পিছু অতিরিক্ত রেশন দেবার কথা ঘোষনা করল রাজ্য সরকার। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের জঙ্গল মহল ও অন্যান্য বেশ কিছু এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী (Ration Items List) দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গে রেশন সামগ্রীর তালিকা
প্রসঙ্গত প্রতি মাসের শুরুতেই সেই মাসে কোন কার্ডে কত পরিমান রেশন সামগ্রী (Ration Items List) দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হয়। যেমন জুন মাসের শেষে জুলাই মাসে রেশনে কোন কোন সামগ্রী কতটা দেওয়া যাবে তা নির্ধারণ করা হয়েছিল। নিয়ম অনুসারে এই রেশন সামগ্রীর পরিমান প্রতিটি গ্রাহকদের রেজিস্টার মোবাইল নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে।
AAY Ration Card
অন্ত্যোদয় অন্ন যোজনার উপভোক্তা রা সবথেকে বেশি রেশন সামগ্রী (Ration Items List) পেয়ে থাকে। এই কার্ড ধারী ব্যক্তিরা পরিবারে সদস্যদের মাথা পিছু 21 কেজি চাল, 13 কেজি 300 গ্রাম আটা বা 14 কেজি গম বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া এর সাথে 1 কেজি চিনি দেওয়া হয়। এই চিনি কত টাকায় দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে দোকানের পক্ষ থেকে।
SPHH PHH Ration Card
এই দুই প্রকার রেশন কার্ড যাদের রয়েছে তারা পরিবারের সদস্যদের মাথা পিছু 3 কেজি চাল, 1 কেজি 900 গ্রাম আটা অথবা 2 কেজি গম বিনামূল্যে (Ration Items List) দেওয়া হবে। এর এই ধরণের রেশন কার্ডের সংখ্যা আমাদের দেশে ও রাজ্যে অনেক বেশি।
RKSY 1 & RKSY 2 Ration Card
এই দুই রেশন কার্ড গ্রাহকরা সবথেকে কম সামগ্রী (Ration Items List) পেয়ে থাকে। RKSY 1 এই কার্ডের অধীনে মাথা পিছু 5 কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে। আর RKSY 2 এর উপভোক্তাদের মাথা পিছু 2 কেজি করে চাল দেওয়া হবে ফ্রি তে। আর এই দুই রেশন কার্ড পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের সকল মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রান্নার গ্যাস 300 টাকা কমে পাবে এই নাগরিকরা! দাম বাড়লেও স্বস্তির খবর
পশ্চিমবঙ্গের জঙ্গল মহল এলাকায় বসবাসকারি মানুষদের জন্যে বিশেষ প্যাকেজের মাধ্যমে রেশন সামগ্রী (Ration Items List) দেওয়া হবে। জঙ্গল মহল ছাড়াও পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মী রেশন কার্ড ধারী ব্যক্তিরাও অতিরিক্ত রেশন সামগ্রী পেতে চলেছেন। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.