Ration Items List: জুলাই মাসে কোন রেশন কার্ডে কত রেশন সামগ্রী পাওয়া যাবে? তালিকা দেখে নিন
রেশন কার্ড মানুষদের কাছে খুব গুরুত্বপুর্ণ নথি (Ration Items List). কারন এই কার্ড ছাড়া বিনামূল্যে রেশন (Free Ration) পাওয়া যাবে না। বিভিন্ন প্রকল্প, সরকারি কাজ এই সবে এই কার্ড অত্যন্ত জরুরী। করোনার সময় থেকে এই বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরই শেষ হয়ে যাওয়ার কথা মেয়াদ তবে সরকার আরো 5 বছর বাড়িয়ে দিয়েছে (Ration Card).
Quantity of Ration Items List in Various Ration Card.
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে 5 ধরনের রেশন কার্ড আছে। এই প্রতিটি কার্ড এই আলাদা আলাদা রেশন সামগ্রী (Ration Items List) দেওয়া হয়ে থাকে। প্রতি মাসেই বিভিন্ন প্রকার রেশন কার্ডে কি পরিমান রেশন সামগ্রী দেওয়া হয় তা খাদ্য দফতরের তরফ (Department of Food Supplies) থেকে নোটিস জারি করে জানিয়ে দেওয়া হয়। তাহলে মাসের শুরুতেই এই সম্পর্কে জেনে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গে রেশন সামগ্রীর তালিকা
সাধারণত প্রায় অধিকাংশ মাসের শুরুতেই কি পরিমান Ration Items List পেয়ে থাকবেন উপভোক্তারা তা নির্ধারণ করা হয়। সেই মত জুন মাসের শেষেই জুলাই মাসে কি কি সামগ্রী পাওয়া যাবে তা নির্ধারণ করা হয়েছে। কোন রেশন কার্ড উপভোক্তারা জুলাই মাসে কী পরিমান রেশন পাবেন তা রেজিস্টার করা মোবাইল নম্বরে SMS করে জানিয়ে দেওয়া হয়েছে।
Ration Items List in July 2024
Antyodaya Anna Yojana Ration Card
এই কার্ডের উপভোক্তারা সবচেয়ে বেশি রেশন সামগ্রী (Ration Items List) পেয়ে থাকেন। এই কার্ড যাদের আছে তাদের পরিবারের লোকেরা মাথা পিছু 21 কেজি চাল, 13 কেজি 300 গ্রাম আটা বা 14 কেজি গম বিনামূল্যে দেওয়া হয়। আর 1 কেজি করে চিনি দেওয়া হয় নায্য মূল্যে। 1 কেজি চিনির জন্যে 13 টাকা 50 পয়সা খরচ করতে হবে।
SPHH & PHH Ration Card
রাজ্যে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড ও প্রায়োরিটি হাউস হোল্ড এই দুই প্রকার রেশন কার্ড যাদের আছে তাদের পরিবারের লোকেরা মাথা পিছু 3 কেজি চাল, 1 কেজি 900 গ্রাম আটা বা 2 কেজি গম বিনামূল্যে দেওয়া হয়। তবে এই উভয় কার্ডধারীরা কেউ আটা গম দুটো এক সাথে পাবে না। যে কোনো একটি পেতে পারেন।
RKSY-1
খাদ্য সুরক্ষা যোজনার RKSY-1 (Rajya Khadya Suraksha Yojana) ক্যাটাগরির অধীনে যাদের ছাড় রয়েছে তাদের বিনামূল্যে মাথা পিছু দেওয়া হবে 2 কেজি চাল ও 3 কেজি গম। কোনো রেশন দোকানে যদি পর্যাপ্ত পরিমানে গম না থাকে তাহলে তার পরিবর্তে 5 কেজি করে চাল নিতে পারবেন (Ration Items List).
RKSY-2
এই রেশন কার্ডের উপভোক্তাদের সব থেকে কম পরিমান রেশন সামগ্রী দেওয়া হয়ে থাকে। এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে 1 কেজি চাল ও 1 কেজি করে গম দেওয়া হয়। কোনো রেশন দোকানে যদি পর্যাপ্ত পরিমানে গম না থাকে তাহলে তার পরিবর্তে 2 কেজি করে চাল নিতে পারবেন।
অতিরিক্ত রেশন সামগ্রী কারা পাবেন?
উক্ত এই সব রেশন কার্ডধারী ব্যাক্তিদের পাশাপাশি রাজ্যের জঙ্গল মহল এলাকার মানুষদের জন্যেও বিশেষ রেশন সামগ্রীর প্যাকেজ আছে। জঙ্গল মহল ছাড়াও পাহাড়ের বাসিন্দা, চা বাগানের কর্মী রেশন কার্ড ধারী ব্যক্তিরাও জুলাই মাসে অতিরিক্ত রেশন সামগ্রী পেতে চলেছেন। কিন্তু রাজ্যের সব স্থনে এই Ration Items List কিছু পরিবর্তন হতে পারে।
প্রতিমাসে ৫০,০০০ টাকা! এই Micro ATM ফ্রাঞ্ছাইজি ব্যবসা নিজের বাড়িতে শুরু করুন
তাই সরকারের তরফে আপনি কি কি সামগ্রী পাবেন সেই সকল তথ্য আপনারা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। আর বিগত মাসের তুলনায় এই মাসে Ration Items List বা রেশন সামগ্রীর তালিকাতে তেমন কোন বড়সড় পরিবর্তন করা হয়নি বলেই মনে করা হচ্ছে। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করে জেনে নিতে পারবেন।
Written by Ananya Chakraborty.