Summer Vacation 2025: গরমের ছুটি বাড়ানো হবে আগামী বছরে? দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকার ছুটির তালিকা বদলাবে?
এখনো পর্যন্ত ২০২৪ শেষ হয়নি, আর এরই মধ্যে গরমের ছুটি ২০২৫ (Summer Vacation 2025) নিয়ে বড় খবর জানতে পাওয়া যাচ্ছে। কিছু দিন আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) এবং মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে ছুটির তালিকা ২০২৫ (Holiday List 2025) প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা প্রকাশ করার পরেই জানা গিয়েছে, আগামী বছরের ছুটির তালিকায় গরমের ছুটির দিন কিছুটা কমানো হয়েছে, সেই সাথে পুজোর ছুটি অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে (Government of West Bengal).
Summer Vacation 2025 Increase Update
আগামী বছরের স্কুল ছুটির তালিকায় বিশেষ যে জিনিসটি লক্ষ্যণীয়, সেটি হলো প্রাইমারি স্কুলের জন্য পুজোর ছুটি টানা ২৫ দিন দেওয়া হয়েছে। বিগত বছর গুলিতে প্রাইমারি স্কুল গুলোর জন্য টানা ২৫ দিন ছুটি দেওয়া হতো না। আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের মত প্রাইমারি স্কুল গুলোতে একই রকম পূজোর ছুটির দেওয়া হয়েছে। অন্যদিকে মাত্র ১১ দিন রয়েছে গরমের ছুটি।
পশ্চিমবঙ্গে গরমের ছুটি ২০২৫
অন্য দিকে, বিগত বছর গুলিতে লক্ষ্য করা গিয়েছে এপ্রিল ও মে মাসে অত্যাধিক গরম পরে, যার জন্য পড়ুয়াদের স্কুল যাতায়াতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। এই জন্য প্রত্যেক বছর গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে। এক্ষেত্রে আগামী বছর গরমের ছুটি মাত্র ১১ দিন করাতেই প্রশ্ন উঠছে রাজ্যের তিনটি শিক্ষা পর্ষদ অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে।
ছুটির তালিকা ২০২৫
পশ্চিমবঙ্গের এই তিনটি শিক্ষা পর্ষদের গরমের ছুটির তালিকা ২০২৫ তিন রকম হয়ে দাড়িয়েছে। একদিকে যখন প্রাথমিক শিক্ষা পর্ষদের গরমের ছুটি চলবে ২ মে থেকে ১২ ই মে পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদের ছাত্র ছাত্রীরা গরমের ছুটি পাবেন ১২ ই মে থেকে ২৩ মে পর্যন্ত। অন্য দিকে, মাদ্রাসা শিক্ষা পর্ষদের গরমের ছুটি চলবে ২৮ মে থেকে ৯ জুন পর্যন্ত।
পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা
যদিও পুজোর ছুটি একই রকম রয়েছে কিন্তু গরমের ছুটি নিয়ে তিনটি পর্ষদের তিন রকম ছুটি দেওয়াকে ঘিরে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। একই রাজ্যের তিন দপ্তরের তিন রকম ছুটির তালিকা কিসের ভিত্তিতে করা হয়েছে, এমনটাই প্রশ্ন করছেন শিক্ষকদের একাংশ। প্রসঙ্গত, বিগত কয়েক বছরের গ্রীষ্মকালীন ছুটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে।
Government Employees Holiday List 2025
গরমের ছুটির তালিকা যেটাই থাকুক না কেন, অত্যাধিক গরমের জন্য নির্দিষ্ট ছুটির দিনের অনেক আগেই গরমের ছুটি দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের অনেক পরেই স্কুল গুলি খুলছে। চলতি বছরেও একই জিনিস লক্ষ্য করা গিয়েছে এবং চলতি বছরে গরমের ছুটি চলেছিল ৪৫ দিন ধরে। খাতায় কলমে ৯ থেকে ১১ দিনের ছুটি থাকলেও, শেষমেষ এক মাসের বেশি ছুটি দেওয়া হচ্ছে গরমের তীব্রতার জন্য।
আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ হতেই শিক্ষকদের একাংশের মতে, প্রত্যেক বছরের যে অতিরিক্ত ছুটি দেওয়া হচ্ছে সেটি খাতায় কলমে উল্লেখ না থাকার কারণ কি? এমনটাই জানতে চেয়েছেন রাজ্য সরকারের কাছে। ছুটির তালিকায় বার্ষিক ছুটির দিন ৬৫ দিন রাখা হলেও গরমের ছুটি অতিরিক্ত দেওয়ার ফলে ছুটির দিনের সংখ্যা অনেকটাই বেড়ে যায়, কিন্তু সেটার কোন খাতায় কলমে লিপিবদ্ধ হচ্ছে না।
শিক্ষকদের একাংশের মতে এটাই মতামত, প্রত্যেক বছর যদি গরমের সময়ে অতিরিক্ত ছুটির বরাদ্দ করা হয়, তাহলে সেই ছুটিটাই বছরের শুরুতেই ছুটির তালিকায় প্রকাশ করার সময় কেন যুক্ত করা হচ্ছে না। এর ফলে শিক্ষকদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়, তার কারণ একটি পরীক্ষায় যে সিলেবাস থাকে সেই সিলেবাস একটা সময় অনুসারে ভাগ করে পড়ানো হয়।
গরমের ছুটি ২০২৫ ১১ দিন থাকার জন্য সেই অনুযায়ী পঠন পাঠন শেষ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন শিক্ষকরা। এই দিকে যদি বাড়তি অনেক দিনের ছুটি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সিলেবাস শেষ করার জন্য একটা সমস্যার মধ্যে পড়তে হয় শিক্ষক শিক্ষিকাদের। বছরের প্রথমেই যদি ছুটির তালিকায় গরমের ছুটির দিন সংখ্যা নির্দিষ্ট ভাবে বাড়িয়ে রাখা হয় তাহলে, সেই অনুযায়ী সিলেবাস শেষ করার চিন্তা ভাবনা করতে পারেন শিক্ষক শিক্ষিকারা।
এই জন্য বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা রাজ্যের শিক্ষা দপ্তরে একটি চিঠি দিয়ে প্রস্তাব পাঠিয়েছেন, যাতে পুজোর ছুটি কিছুটা কমিয়ে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয় প্রথম থেকে এবং সেই জন্য ছুটির তালিকা আবার নতুন করে প্রকাশ করার আর্জি জানিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। পড়ুয়াদের পঠন পাঠনের সুবিধার্থে এবং তাদের কথা চিন্তা করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই প্রস্তাব দেওয়ার কথা চিন্তাভাবনা করেছেন।
এছাড়াও রাজ্য স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, যেহেতু গরমের সময় পড়ুয়াদের পঠন পাঠনে অনেকটাই সমস্যা হয়। স্কুলে আসতে অনেকের শারীরিক অবনতি ঘটে, তাই গরমের ছুটিটা বাড়িয়ে দিয়ে পুজোর ছুটিটা কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা করাটাই উপযুক্ত কাজ বলে মনে করছেন। কারণ অক্টোবর নভেম্বর মাসে সেই সময় অতটা গরমের প্রাচুর্য থাকে না।
স্কুল করতে পড়ুয়াদের কোন অসুবিধা হয় না। এই জন্যই নতুন করে ছুটির তালিকা ২০২৫ প্রকাশ করার আর্জি জানিয়েছেন রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এছাড়া স্কুলে যে দিবস গুলো পালন দিবস হিসেবে পালিত হয়, যে রকম 15 ই আগস্ট, ২৩ শে জানুয়ারি, ২৬ শে জানুয়ারি এই দিন গুলিকে ছুটির তালিকায় না যুক্ত করে পালন দিবস হিসাবেই যুক্ত করার কথাও জানিয়েছেন তারা।
এটিএম থেকে টাকা তোলার নিয়ম নিয়ে RBI-র আপডেট গ্রাহকদের জন্য
সব মিলিয়ে যে ছুটির তালিকা ২০২৫ প্রকাশ হয়েছে, সেটাতে খুশি নন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা, তাই জন্য আবার নতুন করে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করার জন্য আবেদন জানিয়েছেন শিক্ষা পর্ষদের কাছে। রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের আবেদন মঞ্জুর করেন কিনা এবং সেই জন্য নতুন করে আবার তালিকার প্রকাশ করেন কিনা সেই দিকেই লক্ষ্য রাখছেন রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষানুরাগী মঞ্চের সদস্যরা।
Written by Shampa Debnath