ছুটি

Summer Vacation – পশ্চিমবঙ্গে আবার বাড়লো গরমের ছুটি। কতদিন ছুটি জেনে নিন

West Bengal Summer Vacation News

তীব্র গরমে নাজেহাল আট থেকে আশি সকলেই! আর তাই পশ্চিমবঙ্গ সরকার ফের বাড়ালো গরমের ছুটি (Summer Vacation). ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এবার কত দিন ছুটি থাকবে? কোন কোন বিদ্যালয়ের জন্য এই নির্দেশ কার্যকর? এই নিয়েই রইলো বিস্তারিত তথ্য। আর আগের নির্দেশ অনুসারে এবারে কি পার্থক্য হচ্ছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গে গরমের ছুটি বাড়লো! সরকার জানালো নতুন তারিখ

বছরের শুরুতে ছুটির তালিকা অনুসারে সরকারের তরফে জানানো হয়েছিলো যে ১০ – ১২ দিন ছুটি থাকবে, কিন্তু বেশি গরমের কারণের জন্য এই ছুটি ৩০ শে এপ্রিল থেকে শুরু করে আগামী ২ রা জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ও স্কুল খোলার জন্য ৩ তারিখ ধার্য করা হয়েছে ও এই নিয়ে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে। তাই এই হিসাবে প্রায় ২০ দিনের মত গরমের ছুটি (Summer Vacation) বৃদ্ধি করা হয়েছে।

কোন কোন স্কুল এই ছুটির আওতায়?

সরকারি বিদ্যালয়, সরকার সহায়িত বিদ্যালয়, সরকারি অনুমোদিত মাদ্রাসা সহ সরকারের তরফে অনেক বেসরকারি স্কুল গুলোকেও এই নির্দেশ মানার জন্য বলা হয়েছে। রাজ্যে কয়েক দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে দাবদাহের প্রভাব সবচেয়ে বেশি। এই জন্য গ্রীষ্মের ছুটি (Summer Vacation 2025) আরও বৃদ্ধি করা হয়েছে।

গরমের ছুটি বাড়ানোর উপকারিতা

  • শিশুদের স্বাস্থ্য ঝুঁকি
  • অভিভাবকদের উদ্বেগ
  • শিক্ষকদের পরামর্শ
  • আবহাওয়া দফতরের সতর্কতা

বর্তমানে সবার জন্য কোনো বাধ্যতামূলক অনলাইন ক্লাসের নির্দেশ নেই। তবে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য এই নির্দেশ দিয়েছে সংসদ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও হুগলি জেলায় গরমের মাত্রা খুব বেশি তাই অনেকেই বলছেন যে জেলায় গরমের কথা মাথায় রেখে ছুটি বৃদ্ধি বা কমানো নিয়ে সিদ্ধান্ত নিক রাজ্য সরকার।
আবহাওয়ার ওপর নির্ভর করে ভবিষ্যতে ছুটি (Summer Vacation) আরও বাড়ানো হতে পারে বলে মনে করেন অনেকে।

পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা! লোকপ্রসার প্রকল্পে আবেদন পদ্ধতি জানুন

কিন্তু এই টানা ছুটির (Summer Vacation) কারণের জন্য বাচ্চাদের পড়াশোনা নিয়ে অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে বলে মনে করেন অভিভাবকেরা এবং এই জন্য অনেক শিক্ষক সংগঠনের তরফে সরকারের কাছে স্কুল খোলার অনুরধ করা হয়েছে কারণ বৃষ্টির কারণের এখন আবহাওয়া একটু হলেও মনরম তাই এখন সরকার কি সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর সকলের।

Related Articles