Yogyashree Scheme – যোগ্যশ্রী প্রকল্প কি ও কাদের জন্য? কি সুবিধা পাবেন? আবেদন পদ্ধতি দেখুন
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারন নাগরিকদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প (Yogyashree Scheme) এনেছেন। ছোট থেকে বয়স্ক সবার জন্যেই রয়েছে বিভিন্ন প্রকল্প। কিছু দিন আগেই আর একটি প্রকল্পের কথা ঘোষনা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (West Bengal CM Mamata Banerjee) কি সেই প্রকল্প? কি কি সুবিধা রয়েছে এই প্রকল্পে? কাদের জন্যে এই প্রকল্প? এই সব ব্যাপারে বিস্তারিত জানাব আজ আপনাদের।
Yogyashree Scheme 2024.
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এখন পর্যন্ত 70টির বেশি প্রকল্প এনেছেন। এই প্রকল্প গুলোর মাধ্যমে সাধারন মানুষরা উপকৃত হচ্ছেন। আর এই সকল প্রকল্পের মধ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কৃষকদের জন্য কৃষক বন্ধু (Krishak Bandhu), পড়ুয়াদের জন্য মেধাশ্রী (Medhashree Scheme) ইত্যাদি। গত 8ই জানুয়ারি 2024 সালে ধনধান্য প্রেক্ষাগৃহ থেকে নতুন Yogyashree Scheme এর সূচনা করেন মুখ্যমন্ত্রী।
যোগ্যশ্রী প্রকল্প কি?
পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অনগ্রসর শ্রেনী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে এই Yogyashree Scheme বা যোগ্যশ্রী স্কিম। রাজ্যের তপশিলি ও আদিবাসী ছেলে মেয়েদের জন্যে এই প্রকল্প (Govt Scheme). এই প্রকল্পের মাধ্যমে এই সব পড়ুয়াদের বিনামূল্যে JEE, NEET এবং WBJEE পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু মাত্র যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (Joint Entrance Exam) প্রশিক্ষণ দেওয়া হবে তা নয়।
যোগ্যশ্রী প্রকল্প কাদের জন্য?
এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্যেও যেমন পুলিশ, রেল, সামরিক বাহিনী, পোস্ট অফিস এই সব সরকারি চাকরির জন্যে ও প্রশিক্ষন দেওয়া হবে। JEE, NEET, WBJEE পরীক্ষার জন্যে গত দুই বছর ধরে এই প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পের (Yogyashree Scheme) মাধ্যমে সাড়া রাজ্য জুড়ে 36 টি সেন্টারে 1440 জন তপশিলি জাতি ও আদিবাসী ছেলে মেয়ে প্রশিক্ষণ নিয়েছে।
যোগ্যশ্রী প্রকল্প কি কি সুবিধা মিলবে
এই প্রকল্পের মাধ্যমে গত দুই বছর ধরে প্রশিক্ষণ গ্রহণ করেছে তাদের সংখ্যা হল 20880 জন। এই 20880 জনের মধ্যে টেকনিকাল কোর্সে Join হয়েছে 2258, ITI তে 8 জন, 14 জন NIT তে, 30 জন MBBS কোর্সে ভর্তি হয়েছে। এই চলতি বছরে পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 50 টি কেন্দ্রে 201 তপশিলি জাতি ও আদিবাসী পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই Yogyashree Scheme এ টেকনিক্যাল কোর্সের পাশাপাশি অন্য সরকারি চাকরির (Government Job) জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
যোগ্যশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি
যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের জন্যে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbcdev.gov.in এর মাধ্যমে। আর এই Yogyashree Scheme এর সম্পর্কে আপনারা আরও কিছু তথ্য জানতে চাইলে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারবেন। চলুন এই সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি? সুবিধা ও আবেদন পদ্ধতি দেখুন
যোগ্যশ্রী প্রকল্প কবে চালু হয়?
রাজ্য সরকারের তরফে এই প্রকল্প মূলত Yogyashree Prakalpa এর সঙ্গে Student Internship Scheme বা স্টুডেন্ট ইন্টারশিপ স্কিম নাম আরও এক প্রকল্প শুরু করা হয়েছিল মুখ্যমন্ত্রীর দ্বারা বিগত ৮ই জানুয়ারি ২০২৪ সালে। মানে বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীদের দারুণ উপহার দিয়েছিলেন। এবারে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.