FD Interest Rates – ফিক্সড ডিপোজিটে সুদের হার কোন ব্যাংকে বেশি? সর্বশেষ রেট দেখে নিন
ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যে সব মানুষই টাকা জমাতে চায়। আর এর মধ্যে ফিক্সড ডিপোজিট (FD Interest Rates) স্কিম হল সকল মানুষদের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত। কিন্তু এখনকার দিনে Share Market, Mutual Fund এসে যাওয়ার পর থেকে বেশি সুদ পাওয়ার জন্য অনেকেই এখন সেই দিকে দৌড়চ্ছেন। কিন্তু আমাদের দেশের এমন অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত FD স্কিমে বিনিয়োগ করতে পছন্দ করেন।
SBI PNB HDFC ICICI BOB Kotak Mahindra FD Interest Rates.
কিন্তু এখন অনেকের মনে বিনিয়োগ করার আগে একটাই একটাই প্রশ্ন জাগে যে ফিক্সড ডিপোজিটে কত সুদ (FD Interest Rates) পাওয়া যাবে? আর এখন যেই ব্যাংকে বেশি টাকা সুদ দেওয়া হয় সেই ব্যাংকেই সকলে নিজেদের FD Account খুলতে পছন্দ করেন। কিন্তু আগের থেকে এই সম্পর্কে সকল তথ্য জেনে নিলে গ্রাহকদের অনেকটাই সুবিধা হয়। আর যারা এই সম্পর্কে জানতে চান তারা এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।
ফিক্সড ডিপোজিট স্কিম
শেয়ার বাজারে বিনিয়োগ বেশি ঝুঁকি সম্পন্ন। তাই অনেকেই Fixed Deposit (FD) তে বিনিয়োগ করে আবার কেউ বীমা (Insurance) কেনেন। আজ আপনাদের বলব কোন ব্যাংকের FD তে বেশি সুদ (FD Interest Rates) পাবেন। কোন ব্যাংকে FD করলে লাভ হবে আপনার বেশি। এছাড়াও আরও কিছু আর্থিক সংস্থা সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যেখানে আপনারা বিনিয়োগ করে লাভ তুলতে পারবেন। তাহলে চলুন এই বিষয়ে জেনে নিন।
কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিটের সুদ বেশি?
5 বছরে Fixed Deposit এর জন্যে কোন ব্যাংক সেরা এই বিষয়ে আগে জেনে নিলে বিনিয়োগ করতে আপনাদের সুবিধা হবে। ভারতে সকল সরকারি বা বেসরকারি ব্যাংকের সুদের হার আলাদা আলাদা কিন্তু আজকে আমরা মূলত 6 টি বিখ্যাত ব্যাংকের সুদের হার (FD Interest Rates) সম্পর্কে জেনে নিন। তবে আমরা এই প্রতিবেদন শুধু 5 বছরের FD এর সুদের হার (Interest Rate) তুলনা করে দেখব।
ভারতে বর্তমান FD সুদের হার 2024
HDFC Bank FD – HDFC বেসরকারি ব্যাংক (Private Sector Bank) গুলোর মধ্যে অন্যতম একটি ব্যাংক। এই ব্যাংক 9 ই ফেব্রুয়ারি 2024 থেকে 5 বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদের হার (FD Interest Rates) দিচ্ছে 7%.
ICICI Bank FD – এই ব্যাংক 17 ই ফেব্রুয়ারি 2024 থেকে 5 বছরের মেয়াদে FD সুদের হার দিচ্ছে 7%.
PNB FD – ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক (Public Sector Bank) হল PNB (Punjab National Bank). এই ব্যাংক 12 ই এপ্রিল 2024 থেকে 5 বছরের মেয়াদের FD তে সুদের হার দিচ্ছে 6.55%. তবে এই ব্যাংকে 1 বছরের জন্য FD করলে সুদ পাবেন 6.80%. আর সিনিয়ার সিটিজেন নাগিরকদের (Senior Citizen FD Interest Rates) জন্য এই সুদের হার আরও বেশি হবে।
SBI Fixed Deposit – ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক SBI 5 বছরের মেয়াদের FD তে সুদের হার দিচ্ছে 6.50%. আর 1 বছরের জন্য FD করলে সুদ পাবেন 6.80%.
BOB Fixed Deposit – এই বেসরকারি ব্যাংক 5 বছরের মেয়াদের FD তে সুদের হার (FD Interest Rates) দিচ্ছে 6.50%. আর 1 বছরের জন্য FD করলে সুদ পাবেন 6.85%.
Kotak Mahindra Bank FD – এই বেসরকারি ব্যাংক 5 বছরের মেয়াদের FD তে সুদের হার (FD Interest Rates) দিচ্ছে 6.20%. আর এই দিকে 1 বছরের জন্য FD করলে সুদ পাবেন 7.10%. আর এছাড়াও আপনারা কোন ধরণের ফিক্সড ডিপোজিট স্কিমের (Fixed Deposit Scheme) অফার সম্পর্কে জেনে নিয়ে তারপর বিনিয়োগ (Fixed Deposit Investment) করবেন।
ফিক্সড ডিপোজিটে সুদের হার
ব্যাংক ও পোস্ট অফিস (Post Office FD) উভয় সংস্থাই গ্রাহকদের ভালো পরিমাণে FD Interest Rates বা ফিক্সড ডিপোজিটে সুদের হার প্রদান করে। কিন্তু এবারে আপনারা উল্লেখিত সকল ফিক্সড ডিপোজিটে সুদের হার দেখে নেওয়ার মাধ্যমে আপনারা নিজেরাই নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে বিনিয়োগ করবেন। চলুন এই সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা কি? সুবিধা ও আবেদন পদ্ধতি দেখুন
ফিক্সড ডিপোজিট (FD) অনলাইনে খুলুন
আর এখন আপনারা ব্যাংকে না গিয়েই অনলাইনের মাধ্যমে ফিক্সড ডিপোজিটে একাউন্ট (Online FD Interest Rates) খুলে নিতে পারবেন যে কোন ব্যাংকে। আর আপনারা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা জেনে নিতে পারবেন এবং আপনারা যখন এই একাউন্ট খুলবেন সেই দিনের সুদের হার জেনে নেওয়ার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
Written by Ananya Chakraborty.