প্রকল্প

Samajik Suraksha Yojana – লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর পর বাংলা কাপাচ্ছে এই প্রকল্প।

রাজ্যের সকল সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। Samajik Suraksha Yojana এদের মধ্যে অন্যতম। এগুলির মাধ্যমে আবেদনকারীরা প্রতি মাসে মাসে বা বার্ষিক এককালীন আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তেমনই পশ্চিমবঙ্গের বিভিন্ন অসংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি সেই যোজনা বা প্রকল্পে আবেদন জানালে আবেদনকারীর সন্তানদের পড়াশোনার দিক থেকে আর্থিক সাহায্য, চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা, হেলথ ইন্স্যুরেন্স এবং চিকিৎসার দিক থেকে সাহায্য প্রদান করা হয়ে থাকে।

Samajik Suraksha Yojana প্রকল্পে আবেদন জানাতে সমস্যা হলে কী করবেন? জেনে নিন।

আপনিও কী এই যোজনার সুবিধা নিতে চান? তাহলে বিস্তারিত জেনে নিন।
যোজনার নাম- সামাজিক সুরক্ষা যোজনা(Samajik Suraksha Yojana). বর্তমানে এই যোজনার সম্পর্কে অনেকেই শুনে থাকলেও বিশদে জানেন না। তাছাড়া এও জানেন না কিভাবে এই যোজনার সুবিধা নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণা এবং তত্বাবধানে রাজ্যের নির্মাণ কর্মী, পরিবহণ কর্মী সহ অসংগঠিত ক্ষেত্রের অন্যান্য শ্রমিকদের জন্য এই যোজনা চালু করা হয়েছে।

কিভাবে এই যোজনার অধীন সুবিধা নেওয়া যাবে?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সরকারের সিদ্ধান্ত অনুসারে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই যোজনার সুবিধা নেওয়া যাবে। গত মাসের শুরুতেই রাজ্য জুড়ে একাধিক জায়গায় আয়োজিত হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প। চলেছিলো ২০ এপ্রিল পর্যন্ত।

সূত্রের খবর, এই ক্যাম্পে যোজনার সুবিধা নিতে একাধিক আবেদনপত্র জমা পড়েছিল। রাজ্য সরকারের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে, সংখ্যাটা ছিল প্রায় ১১ লাখ ১৭ হাজার ২৮৭ টি। রাজ্য সরকারের প্রকাশিত রিপোর্ট অনুসারে, ইতিমধ্যেই যারা সামাজিক সুরক্ষা যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই যোজনা সংক্রান্ত সুবিধা পাবেন।
এবার জেনে নেওয়া যাক দুয়ারে সরকারের ক্যাম্প থেকে এই যোজনার সংক্রান্ত কোন কোন সুবিধা মিলবে-

সামান্য কিছু টাকা জমা করে এককালীন ৫০ হাজার টাকা পেনশন পাবেন, পুরো হিসাব দেখুন।

সামাজিক সুরক্ষা যোজনার আবেদনকারীর মৃত্যু হলে তার নির্বাচিত ব্যক্তি নির্দিষ্ট কিছু সুবিধা পাবেন। যেগুলি হল-
১) সাধারণ আবেদন পত্র বা CAF আপডেট।
২) সুবিধাভোগীদের ভবিষ্যনিধি বা PF পাসবই আপডেট।
এর মধ্যে সাধারণ আবেদন পত্র আপডেট করার জন্য CAF ফর্ম ১ সঠিকভাবে পূরণ করতে হবে। পাশাপাশি রাজ্য সরকার নির্দেশিত প্রয়োজনীয় সমস্ত নথিগুলি জমা করতে হবে।

Samajik Suraksha Yojana প্রয়োজনীয় নথিপত্রগুলি-
১) আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের পাসবই এবং পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স,
২) প্রকল্পের পাসবই এবং পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স,
৩) আধার কার্ড ও আধার কার্ড এর জেরক্স,
৪) আবেদনকারীর মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা নমিনির আধার কার্ড এবং আধার কার্ডের জেরক্স,

৫) আবেদনকারীর মৃত্যু হলে মনোনীত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের পাসবই এবং প্রথম পৃষ্ঠার জেরক্স,
৬) খাদ্যসাথী কার্ড এবং খাদ্যসাথী কার্ডের জেরক্স,।
৭) স্বাস্থ্যসাথী কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স,
৮) সম্প্রতি তোলা আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের ফটো।
এছাড়া ভবিষ্যনিধি (PF) পাশবই আপডেট করতে হলে যোজনার পাসবই এবং সামাজিক মুক্তি কার্ডের দরকার হবে।

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প এখন রাজ্যে, পাওয়া যাবে একাধিক সুবিধা, আবেদন করুন এখনি।

Samajik Suraksha Yojana র সুবিধা পেতে সমস্যা হলে কী করণীয়?
এই যোজনার সুবিধা পেতে সমস্যা হলে বা কোনো তথ্য জানার জন্য ব্যক্তি জেলা বা মহকুমা স্তরের আঞ্চলিক শ্রম কার্যালয় (RLO) বা ব্লক বা পুরসভা স্তরের শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্রে (LWFC) গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্প বা যোজনা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *