Mosquito – ডেঙ্গু মশার থেকে মুক্তি চাই? এই গাছ লাগালে সুরক্ষা নিশ্চিত!
গরম শুরু হতেই মানুষদের সব থেকে বড় মাথা ব্যথার কারন হয়ে দাঁড়ায় মশা (Mosquito). আর এবারে বর্ষাকাল (Wet Season) শুরু হলে তো আর কোন কথাই নেই, কারণ এই কালে প্রবল বৃষ্টির ফলে জল জমে গিয়ে বিপত্তি ঘটে। আমরা সকলেই জানি যে জমা জলই হল মশার আঁতুড় ঘর। আর সেই কারণের জন্য পৌরসভা (Municipality) এবং পঞ্চায়েতের (Panchayat) তরফে সকল রাজ্যবাসীদের সতর্ক করা হয়। আর এবারে মশা তাড়ানর কিছু টিপস সম্পর্কে আমরা জেনে নিতে চলেছি।
How to Get Rid of Mosquito a Nuisance.
এই মশার অত্যাচারে আমরা প্রায় সবাই নাজেহাল। দিন কি রাত সব সময় মশার অত্যাচার। মশা (Mosquito) তাড়ানোর জন্যে অনেক রকমের জিনিস বেরিয়েছে কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। আজ আপনাদের সাথে মশা তাড়ানোর ঘরোয়া কিছু টিপস নিয়ে আলোচনা করবো। এই সব টিপস সম্পর্কে জানলে আপনি ভাববেন এতো সহজ! মশা তাড়ানোর এই রকম ঘরোয়া ও মজাদার টিপস সম্পর্কে আপনাদের ও জেনে রাখা দরকার। কাজে লাগবে নিশ্চিত।
মশা তাড়ানোর ঘরোয়া উপায়
আমাদের সকলের উচিত যে মশার (Mosquito) হাত থেকে নিজেদের ও নিজেদের পরিবারকে বাঁচিয়ে রাখা। আর এই বর্ষাকালে ডেঙ্গু (Dengue Mosquito) উপদ্রব বৃদ্ধি পাওয়ার ফলে অনেকরই জ্বর হয় এবং অনেক সময় দেখা গেছে যে অনেক মানুষরা এই জন্য মারাও গেছেন। তাই এবারে আমরা আপনাদের এক মক্ষম উপায় সম্পর্কে জানাতে চলেছি।
আমরা সকলেই বেঁচে আছি গাছের জন্য আর এই গাছই আমাদের মশার (Mosquito) হাত থেকে চিরতরে রক্ষা করতে পারে। আমাদের বাড়ির উঠনে বা ছাদে আপনারা এই গাছ লাগালে এবং কিছু নিয়ম মেনে চললে আপনারা ডেঙ্গু মশার (Dengue Mosquito) হাত থেকে রক্ষা পেতে পারবেন। আর আপনারা এর মাধ্যমে নিশ্চিন্তে এই বর্ষাকালে থাকতে পারবেন।
How to Check Mosquito Availability in Your Home
মশা তাড়ানোর আগে জানতে হবে কথায় মশা বাসা বাঁধে। মশারা সাধারণত অন্ধকার, আদ্র জায়গা, বাথরুমের শাওয়ারে, টয়লেটে আসবাবপত্রের নিচে বা লন্ড্রি ঘরে বাসা করে। এই সব জায়গায় নজর রাখতে হবে। এছাড়াও নিজেদের বাড়িতে বেশি ময়লা যেখানে জমিয়ে রাখা হয় সেখানে এই মশার উপদ্রব বৃদ্ধি পায় সেই জন্য যতটা সম্ভব নিজের বাড়ি পরিষ্কার রাখুন।
Which Plant is Help You to Get Rid of Mosquito
1 মুঠো শুকনো নিমপাতা নিন, 2 থেকে 3 টি তেজপাতা দিন তাতে, কিছু কর্পূর, লবঙ্গ এবং প্রায় 2 চামচ সরিষার তেল দিন এবং আগুন জ্বালিয়ে দিন। এই ধোঁয়াতে সব মশা পালাবে। তুলসি গাছের সুগন্ধি গন্ধ সবারই ভালো লাগে। তবে শুধু মশারই পছন্দ নয়। তুলসি পাতার গন্ধে মশা বাড়ির থেকে দুরে থাকে।
Some Home Remedies for Get Rid Mosquito a Nuisance
লবঙ্গ, তেল এবং লেবুর রসের মিশ্রণ একটি প্রাকৃতিক মশা তাড়ানোর পদ্ধতি। একটু চেষ্টা করলে এই পদ্ধতি অবলম্বন করে প্রাকৃতিক উপায়ে মশা দূর করা যায়। নারকেল তেল লাগালে ত্বক চর্বি যুক্ত হয়ে যায় ফলে মশা বসতে ও কামড়াতে পারে না। তাই গরমকালে বাইরে জল জায়গায় গেলে মশা কামড়ানোর হাত থেকে বাঁচতে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।
এবারে ATM এ না গিয়ে বাড়িতে বসে টাকা তুলতে পারবেন। কিভাবে করবেন দেখুন?
কোন ধরণের মানুষরা মশা থেকে সাবধান?
সাধারণত O ব্লাড গ্রুপের মানুষদের প্রতি মশা বেশি আকৃষ্ঠ হয়। কারনে তাদের বেশ কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে মশারা অন্যান্য গ্রুপের তুলনায় O গ্রুপের মানুষদের রক্ত বেশি পছন্দ করে তারা। কিন্তু এর মানে এই নয় যে বাকি রক্তের গ্রুপের মানুষরা খুবই সুরক্ষিত। সকলকেই এই নিয়ে সতর্ক থাকতে হবে। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.