মাত্র ৭ দিনে হাতে পাবেন জব কার্ড, কিভাবে আবেদন করবেন জেনে নিন
ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট-এর অধীনে থাকা জব কার্ড হলো এমন একটি নথি, যার মাধ্যমে ভারতীয় শ্রমিকদের অধিকার রক্ষা করা সম্ভব এবং তাদের সমস্ত রকম নিরাপত্তা দেওয়া সম্ভব। ভারতীয় শ্রমিকদের একটি অর্থবর্ষে ন্যূনতম ১০০ দিনের কাজ এবং মজুরি দেওয়ার মাধ্যমে নিশ্চিত কর্মসংস্থানের হদিশ দেওয়াই ভারতের সমস্ত শ্রমিকদের জব কার্ড প্রদানের মূল উদ্দেশ্য।
জব কার্ডের মাধ্যমে একদিকে যেমন মহিলা, পুরুষ থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির সদস্যরা কর্মসংস্থান এবং আর্থিক নিরাপত্তা পায় তেমনভাবেই এই সমস্ত শ্রমিকদের ১০০ দিনের কাজ দেওয়ার মাধ্যমে গ্রামের খাল, পুকুর, নলকূপ খনন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলি সহজে সম্পাদন করা সম্ভব হয়। কিন্তু অনেক নাগরিকই এখনও পর্যন্ত জানেন না কিভাবে জব কার্ডের জন্য আবেদন করতে হয়। আর তাই আজ আমরা সকলের জন্য কিভাবে জব কার্ডের জন্য আবেদন করবেন, আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন, জব কার্ডের অধীনে নাম নথিভূক্ত করলে কি কি সুবিধা পাবেন ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি।
জব কার্ডের অধীনে থাকা ব্যক্তিরা কি কি সুবিধা পেয়ে থাকেন?
১.জব কার্ডের অধীনে যেসমস্ত শ্রমিকদের নাম নথিভুক্ত রয়েছে, কর্মক্ষেত্রে কাজ করার সময় তারা কোনোরকম আঘাত পেলে সরকারের তরফে চিকিৎসার খরচ, হাসপাতালে ভর্তির খরচ দেওয়া হবে। আঘাত থেকে কাজ করার ক্ষেত্রে অক্ষম হয়ে পড়লে কিংবা কোনো শ্রমিকের মৃত্যু ঘটলে টাকা দেওয়া হবে।
২. জব কার্ডের অধীনে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও আপনি যদি কোনোরকম কাজ না পান তবে চাকরি চাওয়ার ১৫ দিনের মধ্যে আপনাকে বেকারত্ব ভাতা প্রদান করা হবে।
৩. কাজ করার জায়গায় খাবার জলের সুবিধা সহ প্রাথমিক চিকিৎসার সুবিধা উপলব্ধ থাকবে।
৪. আপনার বাসস্থানের ৫ কিমি ব্যাসার্ধের বাইরে যদি আপনাকে কাজ দেওয়া হয় তবে আপনি ১০ শতাংশ অতিরিক্ত মজুরি পাবেন।
৫. এসমস্ত সুবিধার পাশাপাশি আপনাকে চাকরি পাওয়ার অধিকার কার্ডও দেওয়া হবে।
৬. আপনি যে কাজের জন্য আবেদন করেছেন সেই কাজের সময় এবং সময়কাল আপনি আপনার পছন্দমতো বেছে নিতে পারবেন। এমনকী এক্ষেত্রে আপনি আপনার কাজের অর্থ সাপ্তাহিকভাবে নেওয়ার অধিকারও পাবেন।
ঘরে বসে আবেদন করুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় এবং পেয়ে যান ফ্রী গ্যাস সিলিন্ডার
চলুন তবে জেনে নেওয়া যাক আপনারা কিভাবে বাড়িতে বসেই জব কার্ডের জন্য আবেদন করবেন:-
১. জব কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রথমেই আপনাকে আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে জব কার্ডের জন্য আবেদনের প্রয়োজনীয় ফর্মটি সংগ্রহ করতে হবে।
২. ফর্মটিতে আপনাকে আপনার জেলার নাম, পরিবারের প্রধানের নাম, আপনার পরিবারে কাজ করতে ইচ্ছুক এমন প্রাপ্তবয়স্ক সদস্যদের নাম, পিতা অথবা স্বামীর নাম, বয়স, লিঙ্গ সহ রেশন কার্ডের নম্বর সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে লিখতে হবে।
৩. এরপর আপনাকে আপনার গ্রাম, পোস্ট, মৌজা, থানা, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আপনি তপশিলি জাতি, উপজাতি অথবা ওবিসি সম্প্রদায়ভুক্ত কিনা তা উল্লেখ করতে হবে। তারপর ইন্দিরা আবাস যোজনার অধীনে আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা, ভূমি সংস্কার যোজনার অধীনে আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা তা সঠিকভাবে লিখতে হবে।
৪. সবশেষে পরিবারের প্রধানের সই এবং কাজ করতে ইচ্ছুক অন্যান্য প্রাপ্তবয়স্ক সদস্যদের সই করার মাধ্যমে ফর্মটি পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৫. এরপর ফর্মের নিচে যে অংশটি রয়েছে তাতে আপনার নাম, গ্রামের নাম সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে লিখতে হবে এবং ফর্ম জমা দেওয়ার পর ওই অংশটি আপনাকে ফেরত দেওয়া হবে যার মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার জব কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
৬. সবশেষে আবেদনের ক্ষেত্রে যেসমস্ত নথিগুলো প্রয়োজন সেগুলোর সহ এই ফর্মটি আপনার গ্রাম পঞ্চায়েতের অফিসে জমা দিতে হবে।
আবেদনের ক্ষেত্রে কি কি নথি প্রয়োজন?
জব কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে যে নথিগুলি প্রয়োজন হবে, সেগুলি হলো,
১. রেশন কার্ডের জেরক্স।
২. ভোটার কার্ডে জেরক্স।
৩. আধার কার্ডের জেরক্স।
৪. আপনার বাড়ির জন্য যে ট্যাক্স দেওয়া হয় তার রশিদ।
৫. আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য (ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি)।
৬. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
বলা সহজ