প্রকল্প

Yuvasree Prakalpa: এবারে ১৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! দীপাবলির আগে খুশির খবর

পশ্চিমবঙ্গ সরকার নাগরিকদের কল্যাণের কথা ভেবে বিভিন্ন প্রকল্প (Yuvasree Prakalpa) চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কৃষক বন্ধু (Krishak Bandhu) হল অন্যতম। রাজ্যে দিন দিন বেকারদের সংখ্যা বেড়েই যাচ্ছে। এই বেকার ছেলে মেয়েরা যাতে নিজেরা কিছু করতে পারে তার জন্যে সরকারের তরফ থেকে আর্থিক ভাবে সাহায্য করা হবে (Government Scheme).

Yuvasree Prakalpa Online Apply Process

আমরা অনেকেই যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa) সম্পর্কে জানি আর এই প্রকল্পের মাধ্যমে অনেকেই এই টাকা পেয়ে থাকেন। কিন্তু এখনো অনেকেই এই প্রকল্প সম্পর্কে সঠিক করে জেনে উঠতে পারেননি বা জানলেও কিনাবে এই সুবিধা পাবেন জানেন না। তাই আজকে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কি কি শর্ত মেনে চলতে হবে? কি কি নথি লাগবে এই সব ব্যাপারে জেনে নিন।

Yuvashree Scheme 2024

2013 সালে যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa) চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকার এই স্কীমের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রত্যেক মাসে মাসে 1500 টাকা করে দিয়ে থাকে। তবে এই টাকা যারা পাচ্ছে তাদের প্রতি 6 মাস অন্তর সেল্ফ ডিক্লেয়ারেন্স দিয়ে জানাতে হয় সেই টাকা কিভাবে খরচ করা হয়েছে।

যুবশ্রী প্রকল্পে আবেদনের শর্ত

যুবশ্রী প্রকল্পে (Yuvasree Prakalpa) আবেদন করার জন্য বেশ কিছু মানদণ্ড মেনে চলতে হবে। আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার বয়স 18 থেকে 45 এর মধ্যে হতে হবে। Employment Bank এ নাম নথিভুক্ত করা থাকতে হবে। নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে। আবেদন কিভাবে করবেন জেনে নিন সকল খুঁটিনাটি তথ্য।

যুবশ্রী প্রকল্পে আবেদন পদ্ধতি

যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্যে প্রথমে Employment Exchange এর অফিসে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে। অনলাইনের মাধ্যমেও যুবক যুবতীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এরপরে আবেদন পত্র পূরণ করতে হবে ঠিক মত। এরপরে আবেদন পত্র জমা দেওয়ার পর আপনাকে একটি Yuvasree Prakalpa Registration নাম্বার দেওয়া হবে। এই নাম ঠিক মত রেখে দিতে হবে নিজের কাছে।

Banglar Bari (বাংলার বাড়ি প্রকল্প)

যে ফর্মটি ফিলাপ করে জমা দিয়েছিলেন তার কপি বের করে নিজের কাছে রাখতে হবে। আগামী 60 দিনের মধ্যে ফর্ম আপনার নিকটবর্তী এমপ্লয়মেনট এক্সচেঞ্জে গিয়ে জমা দিতে হবে। এবারে ফর্ম জমা দিযে আসার পর এমপ্লয়মেনট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপরে অ্যানেক্সার ওয়ান এবং টু পূরণ করে জমা করে দিতে হবে।

সরকারি ছুটির তালিকা ২০২৫। দুর্গাপুজোর ছুটি বাড়ল না কমলো?

তাহলেই আবেদনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন করার পর সব ঠিক থাকলে আপনার নাম যদি উঠে যায় তাহলে আপনিও মাসে মাসে 1500 টাকা করে পেতে শুরু করবেন। আর এই সম্পর্কে জানতে যুবশ্রী প্রকল্পের আধিকারিক ওয়েবসাইটে গিয়ে আরও কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন।
Written by Ananya Chakraborty.

Related Articles