Govt Holiday – রাজ্যে 2 দিন টানা ছুটি থাকবে। কারা এই ছুটি পাবেন? আজই জেনে নিন।
গত বছর পুজোর আগে এবং পুজোর সময় অনেক ছুটি (Govt Holiday) পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা (WB Government Employees). এই বছরও তার অন্যথা হবে না। নতুন বছরের শুরুতেই থাকছে নতুন ছুটি। এই বছর ফেব্রুয়ারি মাসে থাকতে টানা দুদিন ছুটি। শুধু ফেব্রুয়ারি মাস নয় মার্চ মাসেও থাকছে টানা দুদিন ছুটি। এই বছরের শিক্ষাবর্ষের কোন কোন দিন স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে সেই তালিকা (Govt Holiday List 2024) অনেক আগেই প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE).
2 Days Govt Holiday In February 2024.
২০২৪ একাডেমীক ক্যালেন্ডার (Academic Calendar 2024) অনুযায়ী, এবার সরস্বতী পুজোয় টানা দুদিন ছুটি থাকবে। মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী 2024 সালে শিক্ষাবর্ষে মোট 65 দিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে আর সেই ছুটির তালিকায় সরস্বতী পুজোর ছুটি (Saraswati Puja Govt Holiday) যুক্ত আছে। সেই তালিকায় দেখা যাচ্ছে টানা দুদিন ছুটি থাকছে সরস্বতী পুজোয়। এছাড়া দোলযাত্রাতেও (Dol Yatra) দুদিন ছুটি থাকছে।
এই বছর সরস্বতী পুজো পড়েছে 14ই ফেব্রুয়ারি সেই দিন তো শিক্ষা প্রতিষ্ঠান গুলো ছুটি থাকছেই। তাছাড়া পুজোর আগের দিন 13ই ফেব্রুয়ারি ও ছুটি রাখা হয়েছে। সরস্বতী পুজোর মত দোলযাত্রাতেও দুদিন ছুটি থাকছে। এবছর দোলযাত্রা পড়েছে 25শে মার্চ। 25শে মার্চ পড়েছে সোমবার তার আগের দিন রবিবার হওয়াতে সেদিন এমনিতেই ছুটি (Govt Holiday) থাকছে শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস গুলো।
সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা হতে চলেছে। মাসের শুরুতেই বড় খবর।
এরপরে 25শে মার্চ দোলযাত্রা এবং 26শে মার্চ হোলি (Happy Holi) উপলক্ষে ছুটি থাকবে দুদিন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি অফিস গুলো। এছাড়া এই বছরের পুজোর ছুটি (Durga Puja Govt Holiday) গুলো দেখে নিন এক নজরে। মহালয়া – 2রা অক্টোবর বুধবার, দুর্গাপূজা – সপ্তমী 10ই অক্টোবর বৃহস্পতিবার, অষ্টমী ও নবমী এক সাথে 11ই অক্টোবর শুক্রবার, দশমী 12ই অক্টোবর শনিবার, লক্ষ্মীপুজো 16ই অক্টোবর বুধবার, কালীপুজো 31শে অক্টোবর বৃহস্পতিবার।
Written by Ananya Chakraborty.
আগামীকাল পশ্চিমবঙ্গের সরকারী সাহায্য পোষিত ও নিম্ন বুনিয়াদি স্কুলে ছুটি ঘোষণা