Old Note Sell – 20 টাকার এই পুরনো নোট বিক্রি করলেই লাখপতি হবেন! বিক্রির সঠিক জায়গা জানুন
আমার সকলেই জানি পুরোনো নোটের (Old Note Sell) চাহিদা বর্তমানে কতটা। বিশেষ করে সেই সব নোটের চাহিদা খুবই বেশী যে গুলো পুরোনো দিনের অর্থাৎ যে নোট গুলো পাওয়া খুবই মুশকিল। আবার এমনও অনেক নোট (Old Note) রয়েছে যে গুলো এই সময়কার নোট অথচ পাওয়া খুব মুশকিল। আগে মানুষ শখের বসে পুরোনো নোট, কয়েন (Old Coin Sell) আরো বিভিন্ন ধরনের জিনিষ সংগ্রহ করত।
Old Note Sell Online in India.
তবে পুরোনো নোট (Old Note Sell) সহ এই সকল পুরনো জিনিসের দাম বেড়েছে। তাই এই জিনিস গুলির কদরও বেড়েছে। যারা আগে শখের বসে পুরোনো জিনিস সংগ্রহ করত তারা এখন সেটিকে পেশায় রূপান্তরিত করেছেন এবং সেই পেশার মাধ্যমে কামাচ্ছেন লাখ লাখ টাকা। তবে মানুষের কাছে এখন যে পরিমাণ টাকার কদর বেড়েছে তারা ধীরে ধীরে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র বিষয় গুলির থেকেও টাকা কামানোর রাস্তা বের করে নিয়েছে।
সেই কারণ বসত ধীরে ধীরে এই ধরনের নোট বিক্রি (Old Note Sell) করার মানুষের সংখ্যাও বেড়েছে। সাথে বেড়েছে অনলাইনে নোট বিক্রির বিভিন্ন ধরনের অ্যাপ এবং অনলাইন পোর্টাল। আজকে যে নোটটির বিষয়ে আমরা কথা বলতে চলেছি সেটি খুব পুরোনো যুগের নোট নয়। সাধারণ মানুষের আছেও এই নোট থাকতে পারে। শুধু তাই নয় এই নোটের দ্বারা ভালো টাকা মুনাফা করতে পারেন যে কোন ব্যাক্তি।
তাহলে জানা যাক কী সেই নোট। এই মুহূর্তে একটি নোট যেখানে ৭৮৬ নম্বর (786 Old Note Sell) লেখা রয়েছে সেই নোটটি আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। কেনো এই নোটের দাম এত বেশি? তার কারণ হলো ৭৮৬ নম্বরটি ইসলাম ধর্মের পবিত্র সংখ্যা হিসাবে বিবেচিত হয়। এর জন্য ইসলাম ধর্মাবলম্বী দেশ গুলিতে এই নোটটির চাহিদা তুঙ্গে।
এই সব ইসলাম ধর্মালম্বী দেশ গুলি এই নোট (Old Note Sell) পেলে লুফে নেয়। তার জন্য দেয় মোটা অংকের টাকা। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছেই নয় আরো বিভিন্ন ধর্মের মানুষদের কাছে এই নোট খুবই লাকি এবং গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদের কাছে যদি লাল রঙের ৭৮৬ লেখা ২০ টাকার নোট (20 Rupees Old Note Sell) থাকে তবে আপনারা বিক্রি করতে পারেন এবং সেখান থেকে পেতে পারেন লাখ লাখ টাকা।
এর জন্য আপনাকে Quikr, Ebay, OLX এর মত অনলাইনে ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই নোট বিক্রি করতে পারবেন। তবে নোট বিক্রি (Old Note Sell) করার ক্ষেত্রে ব্যাক্তিকে সঠিক এবং অথেনটিক ওয়েবসাইটে যেতে হবে। নাহলে খুব সহজেই সে জালিয়াতির কবলে পরতে পারেন। ভুল পোর্টালে ঢুকে নোট বা পুরোনো কয়েন বিক্রি করতে গিয়ে এমন অনেক মানুষই জালিয়াতির শিকার হচ্ছেন।
স্টেট ব্যাংকে FD করা থাকলে নিশ্চিন্ত! গ্রাহকদের চিন্তার অবসান
যার ফলে তাদের একাউন্টে টাকা ঢোকার বদলে সমস্ত টাকা তুলে নিয়েছেন হ্যাকাররা। এক্ষেত্রে যথেষ্ট সচেতনতার সাথে আপনাদের এই নোট বিক্রি (Old Note Sell) করতে হবে। আর এই সকল নোট বিক্রি করা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্তের ওপরে নির্ভরশীল। আমরা শুধুমাত্র তথ্য প্রচার করছি এবং এবারে আপনারা নোট বা কয়েন (Old Coin Sell) করবেন কিনা সেই সম্পর্কে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন।
Written by Sathi Roy.