সোনার দাম

Gold Price – সোনার দাম কমলো রেকর্ড হারে, 22 বা 24 ক্যারেট এর দাম আপনার জেলায় কত?

ভারতবর্ষের সকল মা বোনেদের সবচেয়ে পছন্দের জিনিস হল সোনা এবং সোনার দাম (Gold Price In India) প্রতিদিন কম বেশী হতে থাকে। আর এই কারণের জন্য অতিরিক্ত দাম বৃদ্ধির কারণের জন্য ইচ্ছে থাকলেও অনেকেই সোনা বা সোনার তৈরি গয়না (Gold Ornaments) কিনে উঠতে পারেন না। শুধুমাত্র কে আমাদের দেশে সকলে সোনার গয়না কেনেন সেটা নয়, এছাড়াও অনেকে সোনার মাধ্যমে নিজেদের পুঁজি বিনিয়োগ (Gold Investment) করে রাখেন ভবিষ্যতের জন্য।

Gold Price Latest Price Update In Bengali.

কিন্তু বিগত কিছু বছর ধরে সোনার দাম (Gold Price In West Bengal) অনেক বেশী পরিমাণে বৃদ্ধি পেয়েছে, আর এই কারণের জন্যই অনেকেই নিজেদের সখ মেটাতে পারেননি। কিন্তু এখন অনেক আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন যে আগের তুলনায় সোনার দাম অনেকটাই কমে গেছে। আর এই জন্য আপনারা এখন নিজেদের ইচ্ছে অনুসারে গয়না হোক বা ২২ ক্যারেট বা ২৪ ক্যারেট সোনার দাম অনেকটাই কম হয়ে গেছে (22 Carat Or 24 Carat Gold Price Decrease).

এখন বেশকিছু দিন ধরে সোনার দাম (Gold Price) বাকি দিন গুলির তুলনায় খুবই কম হয়েছে। প্রতি 10 গ্রামের মধ্যে হাজার টাকার কাছাকাছি দাম কম হয়েছে। এখন সোনার দাম ৫৫ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এর মূল কারণ হল এখন শ্রাবণ মাস চলছে এবং বিশুদ্ধ পঞ্জিকা মত অনুসারে এই মাসটিকে মলমাস বলা হয়েছে।

কলকাতায় সোনার দাম (Gold Price) কতো বর্তমানে?

আর এই মলমাসে কোন প্রকারের শুভ অনুষ্ঠান করা হয় না এর ফলে Gold Price অনেকটাই কমে গেছে এবং এই পুরো মাস জুড়ে এই দাম কম থাকবে বলে মনে করছেন অনেকে। কিন্তু এর পরে উৎসবের ও বিয়ের মরসুম শুরু হয়ে যাবে সমগ্র দেশে। আর এই সময়ে সোনার দাম আকাশ ছোঁয়া হয় সেইটা আমরা সকলেই জানি, এই কারণের জন্য আপনারা যত শীঘ্র পারবেন নিজেদের ইচ্ছে ও সামর্থ্য অনুসারে কেনাকাটা সম্পন্ন করে নিন।

আমাদের হিন্দু ধর্ম অনুসারে দুর্গা পূজা (Durga Puja), কালি পূজা (Kali Puja), ধনতেরাস (Dhanteras) এই সময়ে সোনার ধাতু কেনা খুবই মঙ্গলকারি বলে মনে করা হয়। আর এই কারণের জন্য সোনার দাম (WB Gold Price) অনেক অংশে বৃদ্ধি পায়। এই জন্য এই সকল উৎসবের মরশুম আসার আগেই আপনারা সোনা (Gold) কিনে রাখুন।

8th Pay Commission (অষ্টম বেতন কমিশন)

২৮ শে জুলাইয়ের হিসেব অনুসারে ১০ গ্রামের ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) ৬১ হাজারা ২০০ টাকায় এসে পৌঁছিয়েছে। কিন্তু এর আগে এই দাম ৬১ হাজার ৬০০ টাকা পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল। সেই অনুপাতে এখন অনেকটাই কমেছে দাম এবং এই দাম এখন আরও কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং উৎসবের মরশুম শুরু হওয়ার না পর্যন্ত এই দামের পরিবর্তন সম্ভব নয়। এই সম্পর্কে আরও খবর জানার জন্য আমাদের এই ওয়েবপোর্টালটি ফলো করুন, ধন্যবাদ।

SSC Recruitment – SSC নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্টে বড় ধাক্কা রাজ্যের, বহাল জাস্টিস গাঙ্গুলির রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *