সোনার দাম

Gold Price Today – আজ সোনার দাম বাড়লো না কমলো? কবে কিনলে লাভ? হিসাব কি বলছে?

আর কয়েকদিন পর অক্ষয় তৃতীয়া আর এর আগেই সকলের মনে সোনার দাম বা Gold Price Today নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অক্ষয় তৃতীয়া (Akshay Tritiya) মানেই শুভ অনুষ্ঠান আর শুভ অনুষ্ঠান মানেই সোনা কেনা। তবে সব মানুষ না কিনলেও কিছু কিছু মানুষ এই সময় সোনা (Gold As An Investment) কেনে। কারন এই সময় সোনা (Gold) কেনাকে অনেকেই শুভ মনে করেন।

Gold Price Today Before Akshay Tritiya In West Bengal.

তবে বর্তমানে দিন দিন সোনার দাম (Gold Price Today) যে পরিমানে বাড়ছে তার ফলে সোনা কেনা সাধারন মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। বিগত কয়েকদিনে সোনার দাম ভালই বেড়েছিল। কিন্তু এই প্রথম অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম (Gold Price Today) কমলো। আর এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে এখনই ইচ্ছে অনুসারে আপনারা গয়না (Gold Ornaments) কিনে নিতে পারবেন।

প্রতিটা মানুষেরই সোনা কেনার ইচ্ছা থাক বা না থাক তবে প্রতিদিনের সোনার দামের (Gold Price Today) উপরে নজর সব সময় থাকে। তাই সোনার দাম বাড়লে মাথায় হাত পরে সাধারন মানুষদের। সোনার দাম বিভিন্ন জিনিসের উপরে নির্ভর করে কমা বাড়া করে। অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। আজ সোনার দাম কেমন আছে চলুন জেনে নিন।

Hallmark Gold Price Today

10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 72270 টাকা। আজ সোনার দাম কমেছে 110 টাকা। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম 66250 টাকা। আজ হলমার্ক সোনার দামও (Hallmark Gold Price Today) কমেছে। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 72050 টাকা। গতকাল 220 টাকা দাম বেড়েছিল সোনার। 10 গ্রাম 22 ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল 66050 টাকা। গতকাল হলমার্ক সোনার দাম 200 টাকা বেড়েছিল।

সোনার মতো রূপোর গহনার চাহিদাও আছে অনেকের মধ্যে। সঞ্চয় হোক আর গহনা রূপো বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ। রুপোর দামও (Pure Silver Price) নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে পরিবর্তিত হয়। বিগত কয়েক দিনে রুপোর দামও অনেকটাই বেড়েছে। গতকালও রুপোর দাম বেড়েছিল। আজ কেমন আছে রুপোর দাম দেখে নিন।

LIC Lapsed Policy (এলআইসি বন্ধ পলিসি)

Silver Price Today In Kolkata

1 কেজি রুপোর দাম 85000 টাকা। গতকালের মত আজও 1000 টাকা দাম বেড়েছে রুপোর। গতকাল 1 কেজি রুপোর দাম 84000 টাকা। গতকাল 1000 টাকা দাম বেড়েছিল রুপোর। আর এই রুপোর গয়না ছাড়াও এই ধাতুর সকল বাসনপত্র খুবই প্রচলন আছে সমাজে। আর এই জন্য বিশেষ করে অবাঙালীরা এই রুপোকে খুবই পবিত্র বলে মনে করেন।

কম CIBIL Score এর জন্য লোন পাচ্ছেন না? এই বিষয় মাথায় রাখলে আর কোন চিন্তা নেই

আর এই সোনার দাম (Gold Price Today) বা রুপোর দাম প্রতিদিন অন্তর পরিবর্তিত হয়। আর এই জন্য আপনারা কোন ধরণের কেনার আগে এই সম্পর্কে জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। আর এর সঙ্গে মজুরি এবং GST যোগ হয়ে থাকে। এরফলে এই দামে অনেকটাই বৃদ্ধি হয় সেই কারণের জন্য আপনারা আগের থেকে এই সকল তথ্য জেনে নিয়ে তবেই গয়না কিনবেন।
Written by Ananya Chakraborty.

ভোট মিটলেই নতুন Pay Commission গঠন হবে! সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *