Dearness Allowance: বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি। রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ DA বাড়ল?
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি (Dearness Allowance Hike) নিয়ে সরকারের সঙ্গে দূরত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal). আর বর্তমানে এই নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) মামলা চলছে এবং এই মামলার শুনানি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস হতে চলেছে এমনটাই খবর পাওয়া গেল।
State Government Employees Dearness Allowance
কেন্দ্র সরকার দীপাবলির আগেই কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছিল, সেই সাথে তিনমাসের এরিয়ার ঘোষনাও হয়েছিল। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ পরিমাণ ছিল ৫০ শতাংশ। সম্প্রতি ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করার ফলে বর্তমানে ডিএ হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ (Dearness Allowance). এই দিকে বেতন বৃদ্ধি নিয়েও আলোচনা চলছে কেন্দ্র মন্ত্রক মহলে।
রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি
অন্য দিকে, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া নিয়ে কেন্দ্র মন্ত্রকে বৈঠক চলছে। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেকটা সুবিধা হবে। এইবার কেন্দ্রের দেখাদেখি ত্রিপুরা রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ ও ডিআর বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন (Dearness Allowance). পুজোর আবহের মধ্যেই ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদের পকেট ভরতে চলেছে।
মহার্ঘ ভাতা বৃদ্ধি
জানা যাচ্ছে, সম্প্রতি ত্রিপুরা সরকার রাজ্যে সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য ৫ শতাংশ Dearness Allowance এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছেন। এতদিন পর্যন্ত ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীরা, সপ্তম বেতন কমিশন অনুযায়ী ২৫ শতাংশ ডিএ পাচ্ছিলেন। সম্প্রতি একধাক্কায় ৫ শতাংশ ডিএ বৃদ্ধি পাওয়ায় একলাফে ডিএ বেড়ে দাঁড়ালো ৩০ শতাংশ। এই বর্ধিত ডিএ ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
এই ডিএ ও ডিআর বৃদ্ধির ফলে ত্রিপুরা রাজ্যের দেড় লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং ৮২ হাজার পেনশনভোগী উপকৃত হতে চলেছেন। এই বিষয়ে রাজ্য সরকার জানিয়েছেন, যদিও রাজকোষে টানাটানির মধ্যে চলছে তবুও রাজ্য সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখেই Dearness Allowance ও ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার, এর ফলে রাজ্য সরকারের রাজকোষ থেকে আনুমানিক ৫০০ কোটি টাকা খরচ হতে চলেছে।
অন্য দিকে কেন্দ্রের একের পর এক ডিএ বৃদ্ধির খবর, সেই সাথে অন্যান্য রাজ্যের রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করছেন। এর ফলস্বরূপ বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটাই ক্ষোভের মুখে রয়েছেন। এখনও সুপ্রিম কোর্টে ডিএ মামলা বিচারাধীন। রাজ্য সরকার পুজোর আবহে কোনও রকম ডিএ বৃদ্ধি নিয়ে আলোকপাত করেননি।
পোস্ট অফিস মাসিক আয় স্কিম। মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগে কত সুদ পাবেন?
অনেক অপেক্ষার মধ্যে দিন গুনছে রাজ্য সরকারি কর্মচারীরা, তার মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের Dearness Allowance বৃদ্ধি ও অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি, বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ যেন আরও বাড়িয়ে দিয়েছে। আর এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Shampa Debnath