চাকরি

Pension Hike – অবসরপ্রাপ্ত কর্মীদের কমপক্ষে 50% পেনশন বৃদ্ধির ঘোষণা, কত টাকা বাড়ছে, কবে থেকে চালু?

প্রতি 6 মাস অন্তর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পায়। Pension Hike হয়েছে যার ফলে পেনশনভোগীরাও উপকৃত হয়ে থাকেন। এবার পেনশনভোগীরা আরো সুবিধা পেতে চলেছেন। কারণ 50% পেনশন বৃদ্ধি পেতে চলেছে। কবে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে।

Pension Hike – সকল পেনশন গ্রাহকেরাই কি এই সুবিধা পাচ্ছেন?

বিশেষত, কর্মীদের মাসিক পেনশন দিয়েও গোটা সংসার চালাতে হয়। আর এই পেনশন বয়সকালের সঙ্গী বলা যেতে পারে। আবার মূল্যবৃদ্ধির বাজারের কথা মাথায় রেখেও পেনশনের সীমা বাড়ানো হয়ে থাকে। কিন্তু এইক্ষেত্রে কিছুটা অন্যরকম।

টেট মামলায় ফের সমস্যায় 40 হাজার প্রাথমিক শিক্ষক, আবার কি নির্দেশ হলো।

একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, পেনশনভোগীর বয়সের উপর ভিত্তি করে পেনশনের শতকরা বাড়ানো হবে। সেই বাড়তি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউটে পাঠানো হবে। আর পুরনো পেনশন প্রক্রিয়ার সুবিধা হল অবসরের পূর্বে অন্তিম মাসের বেতনের উপর পেনশনের টাকা নির্ধারিত হয়ে থাকে।

Pension Hike এর কারা এই সুবিধা পাচ্ছেন?
২০০৬-এ শাসকীয় সেবক পদের যে সকল কর্মীরা অবসর নিয়েছিলেন, তাদের পরিবার এই সুবিধা পাবেন৷ এবিষয়ে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, পেনশনভোগীর ৮০ থেকে ৮৫ বছর হলে তিনি বা তার পরিবারের পেনশন ধারকেরা ২০ শতাংশ অতিরিক্ত পেনশন পাবেন৷

৮৫ থেকে ৯০ বছর বছর হলে তিনি(পেনশনভোগী) বা তার পরিবারের পেনশন ধারকেরা মূল পেনশনের ৩০ শতাংশ বেশি পেনশন পাবেন।
৯০ থেকে ৯৫ বছর তিনি(পেনশনভোগী) বা তার পরিবারের পেনশন ধারকেরা মূল পেনশনের ৪০ শতাংশ বেশি পেনশন পাবেন৷

সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিলো রাজ্য, কালীপুজো উপলক্ষ্যে উপহার রাজ্যের তরফ থেকে

৯৫ থেকে ১০০ বছর বয়স হলে মিলবে ৫০ শতাংশ বেশি পেনশন।
১০০ বছর বা তার বেশি বয়স হলে ১০০ শতাংশ বেশি পেনশন পাবেন রাজ্যের পেনশনভোগীরা।
পেনশন টাকার অনুমোদনও সংশ্লিষ্ট আধিকারিকের তরফে মিলবে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *