Public Holiday – পশ্চিমবঙ্গে 7 দিন ছুটি ঘোষণা। লোকসভা ভোটে সমস্ত সরকারী বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান ছুটি দিলো নবান্ন।
আসন্ন লোকসভা নির্বাচনে সরকারি অফিস, স্কুল, কলেজ টানা ছুটি (Public Holiday) থাকবে। কতদিন ছুটি থাকছে জানুন বিস্তারিত।
লোকসভা নির্বাচন প্রায় এসেই গেলো। হাতে গোনা কয়েকদিন বাকি। নির্বাচনের আগে কেন্দ্রীয় ও রাজ্য সরকার একের পর এক খুশির খবর দিয়ে চলেছে।আগামী ১৯শে এপ্রিল থেকে সারা দেশ জুড়ে শুরু হচ্ছে ১৮ তম লোকসভা নির্বাচন।
West Bengal Public Holiday for 18th Lok Sabha Election
ভোটের প্রচার থেকে জনসভা, মিটিং, মিছিল কান পাতলেই শোনা যাচ্ছে।
এরই মধ্যে রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেন। কিসের জন্য এই ছুটি (Public Holiday), কোন কোন দপ্তর বন্ধ থাকবে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।
লোকসভা নির্বাচন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ অর্থদপ্তরের তরফে ঘোষনা করা হলো টানা ৭ দিনের ছুটি। সারা দেশ জুড়ে ৭ দফায় ভোট গ্রহণ পর্ব চলবে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৪২ টি আসন রয়েছে। সেগুলোকেও ৭ টি ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে এই ৭ দফায় ভোট পর্ব চলবে ১৯ শে এপ্রিল থেকে ১ লা জুন পর্যন্ত। ভোটের রেজাল্ট গণনা করা হবে ৪ ঠা জুন।
এই লোকসভা ভোট চলাকালীন যে কেন্দ্রে যেদিন ভোট থাকবে সেই কেন্দ্রের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ এমনকি চা বাগানের শ্রমিকরা ও অন্যান্য শ্রমিক থেকে শুরু করে সমস্ত ব্যাবসায়ী সংস্থা, বাজার, দোকান সব বন্ধ রাখতে হবে। কারণ যাতে সমস্ত ব্যক্তি ঠিকমতন ভোট দিতে পারে তারজন্য এমন ঘোষণা নবান্নের।
বিজ্ঞপ্তিতে এটাও উল্লেখ করা রিয়েছে যারা নিজের কেন্দ্রের বাইরে অন্য কোথাও কাজ করেন, তারাও বিশেষ ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবেন।
আরও পড়ুন, ব্যবসা করার জন্য টাকা দিচ্ছে সরকার। অনলাইনে আবেদন করলেই ব্যাংক একাউন্টে পাবেন।
বাংলার মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্যই এই ছুটির ঘোষনা (Public Holiday) রাজ্য সরকারের পক্ষ থেকে।
জেনে নেওয়া যাক কোথায় কোন দিন ভোট রয়েছে :-
১৯ এপ্রিল (জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে), ২৬ এপ্রিল (দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট),
৭ মে (মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ),
১৩ মে (বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম),
২০ মে (বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগ),
২৫ মে (তমলক, কাঁথি, ঝাড়গ্রাম, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর),
১ জুন (দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর)।
আপনারা Public Holiday আপনাদের নিজের জায়গা অনুযায়ী মিলিয়ে নিতে পারেন। আপনার সুবিধার জন্য এই তালিকা রইলো।
লোকসভা নির্বাচন নিয়ে আরও জরুরী আপডেট পেতে এই পেজ ফলো করুন।
আরও পড়ুন, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? মধ্যশিক্ষা পর্ষদ কি জানালো?