লটারির টিকিটে কোটি টাকা জেতার 7 টি অভিনব ট্রিকস, আর ভাগ্য পরিক্ষা নয় বুদ্ধি দিয়ে টাকা জিতুন।
লটারির টিকিট কেটে কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় হাতে গোনা কয়েকজনের। অবশ্য টিকিট কেটে কোটিপতি হওয়াটা পুরোপুরি ব্যক্তির হাতে থাকে না। এটা কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে। আর কিছুটা নির্ভর করে কিভাবে টিকিট কাটা হচ্ছে, তার উপর। হ্যাঁ, ঠিকই ভেবেছেন লটারির কাটার ট্রিকসের বিষয়ে বলা হচ্ছে। এই ট্রিকস ফলো করে লটারির টিকিট কাটলেই যে জেতা যাবে, টা নয়। কিন্তু জেতার সম্ভাবনা কিছুটা হলেও বেড়ে যায়। নিচে লটারির টিকিট কাটার কয়েকটি অভিনব কৌশল সম্পর্কে জানানো হচ্ছে।
লটারির টিকিট কাটার আগে অবশ্যই জেনে নিন এই বিষয়গুলি।
অনেকেই জানেন না, কিভাবে ইকিট কাটতে হয়। আর প্রথমবার লটারিতে পুরস্কার না পেলে, তারপর থেকে আর টিকিটই কাটেন না। অথচ মনে থাকে কোটি টাকা পাওয়ার ইচ্ছে। আবার অনেকে আছেন জেতার ইচ্ছে নিয়ে প্রতি সপ্তাহে বা মাসে মাসে টিকিট কেটে অনেক অর্থ নষ্ট করে। যদিও আমাদের ওয়েবপোর্টাল এই ধরণের আর্থিক ক্ষয় সমর্থন করে না। ব্যক্তি এই ট্রিকস দেখে লটারি কাটতেই পারেন।
পুরাতন কয়েন বিক্রির সঠিক ঠিকানা, 1 টাকার স্পেশাল পুরাতন কয়েন লাখ টাকা দাম।
তা সত্বেও যদি পুরস্কার না পান, তার জন্য ডেইলি সার্চ ওয়েবপোর্টাল দায়ী নন। কারণ এখানে একেবারেই বলা হচ্ছে না যে এই ট্রিকস ১০০% কার্যকরী। চলুন আর দেরি না করে কৌশলগুলি দেখে নেওয়া যাক।
১) টিকিট কাটার আগের দিন যেই নম্বর গুলি পুরস্কারের তালিকায় ছিল, সেই নম্বরগুলি বাদ দিয়ে টিকিট কাটতে হবে।
২) বিভিন্ন গবেষণায় উঠে এসেছে, লটারিতে পুরস্কার জেতার তালিকায় অধিকাংশ টিকিটেই ১ নম্বর থাকে। তাই টিকিট কাটার আগে এই সংখ্যাযুক্ত টিকিট কাটা যেতে পারে।
৩) বেশিরভাগ সময়ই দেখা যায় ৭, ৯ নম্বর থাকা লটারির টিকিটগুলি বেশি পুরস্কার জেতে। তাই টিকিট কাটার আগে এই সংখ্যাযুক্ত টিকিট কাটা যেতে পারে।
৪) নিজের পছন্দসই নম্বর দেখে টিকিট কাটা যেতে পারে।
৫) জ্যোতিষশাস্ত্র মানলে নিজের কুন্ডলীর শুভ দিন ও শুভ সংখ্যা মেনে টিকিট কাটা যেতে পারে।
৬) নিজের জন্ম তারিখের সংখ্যা দেখেও টিকিট কাটা যাবে।
৭) চেনা জানা কোনো ব্যক্তি এর আগে পুরস্কার জিতে থাকলে, তার কাছ থেকে লটারি সংক্রান্ত টিপস নিয়ে টিকিট কাটা যাবে।
উল্লেখ্য, প্রথম প্রথম টিকিট কাটার সময় কম মূল্যের টিকিট কাটতে পারেন। ধীরে ধীরে এই মূল্য বাড়ানো যাবে।
সপ্তাহের কোনদিন লটারি কাটলে, জেতার চান্স সবচেয়ে বেশি, জানলে
বিশেষ দ্রষ্টব্যঃ টিকিট কাটার আগে অবশ্যই নিজের আর্থিক অবস্থার কথা মাথায় রাখতে হবে। অযথা পুরস্কার পাওয়ার ইচ্ছে নিয়ে টিকিট কেটে অর্থ নাশ করা একদমই সঠিক কাজ নয়। এতে করে পরিবারও আর্থিক দিক থেকে বিপদের সম্মুখীন হতে পারে।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।