ছুটি

School Holiday: টানা 3 দিন স্কুল বন্ধ থাকবে! কবে থেকে এই ছুটি শুরু রাজ্যে?

স্কুল পড়ুয়াদের জন্য এসে গেল বড়ো সুখবর (School Holiday). পুজোর ছুটির (Durga Puja Holiday) আগেই এবার আসন্ন সেপ্টেম্বর মাসে একটানা তিন দিন ছুটি (Holiday) পেতে চলেছে পড়ুয়ারা। তবে আগস্ট মাসেও বেশ কিছু দিন ছুটি পেয়েছিল স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। এবার পুনরায় সেপ্টেম্বর মাসেও ছুটি পাওয়ায় পড়ুয়াদের পঠন পাঠনের ব্যাঘাত ঘটবে বলেই মনে করছেন অভিভাবকরা।

School Holiday List for September 2024 in West Bengal

মূলত প্রত্যেকটা দিনই একই কাজ করতে হলে সেটা সকলের কাছেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। স্কুল পড়ুয়ারাও তার ব্যতিক্রম নয়। রোজ সকালে স্নান করে উঠে স্কুলে যাওয়ার বিষয়টা অনেক ছাত্র ছাত্রীর কাছেই একঘেয়ে হয়ে যায়। শিক্ষার্থীরা যাতে একটা দিন নিজেদের মতো করে কাটাতে পারে, তাই প্রত্যেক সপ্তাহে রবিবার স্কুল ছুটি (School Holiday) থাকে। সেই সঙ্গেই প্রত্যেক মাসে নানান ধর্মীয় এবং সামাজিক কারণে বন্ধ থাকে বিদ্যালয়।

সেপ্টেম্বর মাসে স্কুল ছুটির তালিকা

আগামী সেপ্টেম্বর মাসেও হতে চলেছে এমনটাই। আগস্ট মাসে বাংলার স্কুল পড়ুয়ারা একগুচ্ছ ছুটি পেয়েছে। স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী সহ নানান অনুষ্ঠান উপলক্ষে বেশ কয়েক দিন বিদ্যালয় বন্ধ ছিল। এবার সেপ্টেম্বর মাসেও এই রকম বেশ কয়েকটি ছুটি (School Holiday) পাবেন তাঁরা। আগামী মাসে আবার পরপর ৩ দিন স্কুল ছুটি রয়েছে। আর সেই সময়টা ইচ্ছে হলে পরিবারের সঙ্গে কাছাকাছি কোনও জায়গা থেকে ঘুরেও আসতে পারবেন পড়ুয়ারা।

টানা ৩ দিন ছুটি থাকবে স্কুল

আসন্ন সেপ্টেম্বর মাসে ৫টি রবিবার পড়েছে। স্বাভাবিকভাবেই ওই ৫ দিন ছুটি পাবেন রাজ্যের পড়ুয়ারা। সেই সঙ্গেই ৫ সেপ্টেম্বর রয়েছে শিক্ষক দিবস। এই দিন আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে ছুটি (School Holiday) না থাকলেও, সাধারণত কোথাও ক্লাস হয় না। বরং ওই দিন নানান বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোথাও পড়ুয়াদের তরফ থেকে শিক্ষক, শিক্ষিকাদের উপহার তুলে দেওয়া হয়, কোথাও আবার ক্লাস নেয় স্কুলের সিনিয়ররা।

পশ্চিমবঙ্গে স্কুল ছুটির তালিকা

শিক্ষক দিবসের পর ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর অবধি একটা টানা ছুটি পাবেন রাজ্যের ছাত্র ছাত্রীরা। ১৫ সেপ্টেম্বর রবিবার পড়েছে। তাই স্বাভাবিকভাবেই সেই দিন স্কুল বন্ধ থাকবে। এরপর ১৬ সেপ্টেম্বর ফতেহা-দোয়াজ-দাহাম এবং ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর কারণে স্কুল, কলেজ সহ রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। অর্থাৎ আগামী মাসের তৃতীয় সপ্তাহে টানা ৩ দিন ছুটি (School Holiday) পাবেন বাংলার স্কুল পড়ুয়ারা।

Salary (সরকারি কর্মীদের বেতন বন্ধের সম্ভাবনা)

এই কয়েকটি দিন বাদে আগামী মাসে রাজ্যের বিদ্যালয় গুলিতে আর তেমন বিশেষ ছুটি নেই। তবে, ২৬ সেপ্টেম্বর অবশ্য স্কুলে স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। তাই সব মিলিয়ে বলা যায়, পড়ুয়ারা চাইলে ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর তারিখের ছুটিটা (School Holiday) কাজে লাগাতেই পারেন।

রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ! 31 তারিখের মধ্যে এই তথ্য জমা দিন

ইচ্ছা হলে এই ৩ দিন পরিবারের সঙ্গে কাছেপিঠের কোনও হলিডে ডেস্টিনেশন থেকে ঘুরেই আসতে পারেন তাঁরা। তবে আগস্ট মাসের পর সেপ্টেম্বর মাসেও এই রকম ছুটি (School Holiday) দেওয়ায় পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছেন অভিভাবকদের একাংশ। আর এই ছুটি শুধুমাত্র স্কুলের পড়ুয়ারা এবং শিক্ষক শিক্ষিকা আর শিক্ষা কর্মীদের জন্যই প্রযোজ্য।
Written by Sampriti Bose.

Related Articles