টেলিকম

Jio Airtel VI-র আনলিমিটেড কলিং ও রিচার্জ প্ল্যান বন্ধ হবে? TRAI-র সিদ্ধান্তে তোলপাড়

কিছু দিন আগেই দেশের টেলিকম সংস্থা গুলো (Jio Airtel VI) তাদের রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan) দাম বাড়িয়েছে। 60 টাকা করে দাম বারিয়েছে সংস্থ গুলো। এর জন্যে একাধিক মোবাইল ব্যবহারকারি মানুষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের অসন্তোষ প্রকাশ করেছিল। আর এবার TRAI বা Telecom Regulatory Authority of India টেলিকম অপারেটর এবং অন্যান্য স্টক হোল্ডারদের কাছ থেকে শুধু মাত্র কলিং ও SMS যুক্ত রিচার্জ প্ল্যানের পরামর্শ চেয়েছিল।

Jio Airtel VI Unlimited Recharge Plan Maybe Stop

এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে ভারতে ১২০ কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছে আর এই সকলের মধ্যে ৬০ কোটি স্মার্টফোন ব্যবহারকারী রয়েছেন। আর এই পরিমাণ গ্রাহকদের মধ্যে Jio Airtel VI এর SIM কার্ড ব্যবহারকারীদের সংখ্যা বেশি। আর এই সকল গ্রাহকদের জন্য এক খুবই খারাপ খবর পাওয়া গেল। এই সম্পর্কে আজকে বিস্তারিত সকল তথ্য জেনে নিতে চলেছি।

আনলিমিটেড সুবিধা বন্ধ হতে চলেছে!

TRAI-র এই পদক্ষেপে, টেলিকম অপারেটোররা Jio Airtel VI তাদের মতামত জানিয়েছে। টেলিকম অপারেটর গুলো জানিয়েছে যে, রিচার্জ প্ল্যান গুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারিদের আলাদা করে আর রিচার্জ করতে না হয়। এই রিচার্জ প্ল্যান গুলোতে গ্রাহকদের সমান সুবিধা দেওয়া হয়। তাই তাদের আলাদা করে রিচার্জ করতে হয় না অর্থাৎ তাদের রিচার্জ প্ল্যান মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি ভালো বিকল্প হিসেবে নির্বাচিত হবে।

Jio Airtel VI তাদের উত্তরে জানিয়েছে, গ্রাহকদের জন্যে তাদের আর শুধু ভয়েস বা SMS সংক্রান্ত প্ল্যান আনতে হবে না। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীদের মূল চাহিদা হল ডেটা। এর সাথে পাওয়া যায় কলিং ও SMS. এই কারনে বর্তমানে Unlimited মডেলটি পুরনো Pay as You Go মডেলের তুলনায় হিট বলে প্রমাণিত হচ্ছে। সব টেলিকম কোম্পানি গুলো এই মডেল অনুসরণ করছে।

School Holiday (স্কুলে ছুটি)

Jio Airtel VI TRAI কে জানিয়েছে, এখন যে প্ল্যান গুলো চলছে তা বেশি সহজ। যে কারনে গ্রাহকরা খুব সহজেই তা বুঝতে পারে। এই প্ল্যান গুলোর ক্ষেত্রে কোনো হিডেন চার্জ নেওয়া হয় না। গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ি প্ল্যান নির্বাচন করে ব্যবহার করতে পারবেন অর্থাৎ ব্যবহারকারীরা ইতিমধ্যে জানেন কোন কোন প্ল্যানে কি কি সুবিধা দেওয়া হয়।

রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ! 31 তারিখের মধ্যে এই তথ্য জমা দিন

TRAI কি কি উল্লেখ করেছিল?

TRAI টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন (TCPR) 2012-র ভিত্তিতে এই কনসাল্টেশন পেপার জারি করে। সরকারি সংস্থাটি এই কনসাল্টেশন পেপারের মাধ্যমে স্টক হোল্ডারদের কাছ থেকে মতামত চেয়েছিল। পাশাপাশি TRAI এটির মারফত টেলিকম সংস্থা গুলোকে জিজ্ঞাস করেছিল যে ডিজিটাল মিডিয়ামে কালার কোডিং সঠিক পদক্ষেপ হবে কি না? এই বিষয়ে টেলিকম অপারেটর গুলো বর্তমান পদ্ধতি চালু রাখার উপরই জোর দিয়েছে।
Written by Ananya Chakraborty.

Related Articles